![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁঝবাতি
ছোটবেলায় স্কুলে যেতাম পাতাবাটি নিয়ে সাথে থাকতো ছোবড়ার কালির দোয়াত কঞ্চির কলম।পাতা খাড়া ও আখাড়া থাকতো।খাড়াগুলোতে আগে লেখার অভ্যাস করে আখাড়ায় লেখা লাগতো।এরপর স্লেটে চকদিয়ে লেখা লাগতো।আমার কাঠের তক্তার স্লেট ছিলো যাতে এর আগে খেতে বসাও লাগতো।অনেকে পাথরের স্লেটে লিখতো।থ্রি ফোরে নিউজপেপারে পেন্সিল দিয়ে লিখেছি।ফাইবে ফাউনটেন পেন দিয়ে লিখেছি।সুলেখা কালি গুলে তা দিয়ে লিখতাম।আবার সুলেখা কালির দোয়াত কিনেছি।উইনছন কালোম দিয়েও পরোবর্তিতে লিখেছি।ফেদার পেন ছিলো বেশ ভালো কলম।সাকলে তা দিয়ে লিখতোনা।টেন ক্লাস পর্যন্ত ফাউন্টেনপেন দিয়ে লিখেছি।বেশ ভালো কালি ছিলো ইওথ কালি,তা দিয়েও লিখেছি।
©somewhere in net ltd.