নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন ৫

১৬ ই মে, ২০১৭ রাত ১০:২৫

আজ সকালে মার ফোন।বাবা কাঁঠাল পাকছে,নিক্সনরে বললাম নিতে পারবে না।কলেজে আসবি?কলেজ দিয়ে যখন বেরুবি তখন জানাস আমি বাজারে এগিয়ে দেবো।আচ্ছা মা আমার আজ অনেক কাজ,কাজ শেষ হলে ফোন করবো।
মেয়ে বাসায় একা থাকবে বিদ্যুৎ নেই সময় কাটাবে কী করে তাই ওকে সঙ্গে নিয়ে কলেজে আসছি।এর আগে অনেক কাজ করে আসছি।কলেজে এসে হরদম তিন ঘন্টা কাজ করে বাসায় চলে আসছি।কাছাকাছি আসলে মায়ের কথা মনে পড়ছে,এবং ততক্ষনাৎ মায়ের ফোন।
মোনটা খারাপ হয়ে গেলো।মেয়েকে বললাম তোর ঠাকুুমা মনে কস্ট পাবেখানে।এসে ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছি,কতোক্ষণ পড়েই ডোরবেলের শব্দ,মা কাঁঠাল নিয়ে হাজির।আবার ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ি রওনা দিছে ছোট বৌমার বৃহস্পতিবার পরীক্ষা।
এ হলো মা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.