নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

খালেদা বেগম ও বিএনপি'র বিচার হতে হবে

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭

গত বছরের ফেব্রুয়ারী ও মার্চের জামাত-শিবিরের তান্ডবের জন্য খালেদা বেগমের বিচার হতে হবে: খালেদা বেগমের প্রত্যক্ষ সমর্থন পেয়ে জামাত-শিবির বেপরোয়া হয়ে যায়। রাজাকারেরা বিশ্বের সবচেয়ে স্বচ্চ বিচার পেয়েছে: বাংলাদেশের প্রফেশানেল বিচারকদের নিয়ে ট্রাইবুন্যাল গঠন করে বিচার করা হয়েছে; সাক্ষ্য প্রমাণ নেয়া হয়েছে। ৫৫ হাজার রাজাকারা কে কি করেছে এলাকার মানুষ পরিস্কারভাবে জানে; সেই রাজাকারদের সমর্থন ও জামাত-শিবিরকে সমর্থন দিয়ে দেশে হত্যাকান্ড, পুলিশ হত্যা, পুলিশকে আহত করে পংগু করা, দেশের যানবাহন, রেল ধ্বংস, গাছ কেটে ফেলা, দেশের উৎপাদন ব্যাহত করা, দেশে এনার্খী কায়েমের জন্য খালেদা বেগম, জামাত শিবিরের বিচার হবে।



ফেব্রুয়ারী ও মার্চের অবস্হা দেখে যথাসম্ভব, শেখ হাসিনা মনস্হির করেছিল যে, খালেদা বেগমকে ক্ষমতার বাহিরে রাখতে হবে; এবং তা করতে সমর্থ হয়েছে।



শিবিরের ফেব্রুয়ারী ও মার্চের তান্ডব খালেদা বেগমের সামনে সন্ত্রাসের এক নতুন দিগন্ত উন্মোচিত করে; খালেদা বেগম, উনার সন্ত্রাসী ছেলে তারেক শিবিরের সন্ত্রাসকে ব্যবহার করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে: ২৫শে অক্টোবর থেকে আন্দোলনের নামে সন্ত্রাস সৃস্টি করে খালেদা বেগম; সেই সন্ত্রাস আজকেও বর্তমান: 'অনিদ্দিস্তকালের অবরোধ' চলছে এখনো। দু:খের বিষয়, এতে বিএনপি'র সকল কর্মকর্তাই জড়িয়ে পড়ে। খালেদা বেগম থেকে অনেক বেশী শিক্ষিত কর্মকর্তারা একবারও খালেদার সন্ত্রাস থেকে বের হয়ে, মানুষের পক্ষ নিয়ে একটা কথাও বলেনি: রাস্ট্রের সম্পদ, মানুষের প্রাণ রক্ষার জন্য সন্ত্রাস থামানোর জন্য কোন বক্তব্য দেয়নি, বা চেস্টা করেনি।



শেখ হাসিনা বিএনপি'র অনেক নেতাকেই সুস্পস্ট অপরাধের জন্য আটক করেছে; এদের সবাই ভয়ংকর অপরাধ করেছে: প্রত্যেকের সঠিক বিচার হওয়া দরকার। মৃতদের পরিবার, আহতদের ও সরকারী সম্পদের ক্ষতিপুরণ আদায় করতে হবে এসব লোকের সম্পত্তি থেকে।



নির্দেশ প্রদানকারী হিসেবে ও জামাত-শিবিরকে সমর্থনকারী হিসেবে খালেদা বেগমের বিচার হবে: উনার সম্পত্তি থেকে একইভাবে ক্ষতিপুরণের জন্য টাকা সংগ্রহ হবে। পার্টি হিসেবে বিএনপি এখন জামাতের মতই সন্ত্রাসী, এই পার্টিকে বিচারের সন্মুখীন করতে হবে; অপরাধ প্রমাণিত হলে, এ নামে পার্টি থাকতে পারবে না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

পাঠক১৯৭১ বলেছেন: হাসিনা নিজের সরকারকে শক্ত পজিশনে নিতে ব্যস্ত, তাই খালেদা বেগমের প্রতি এখনো কোন ব্যবস্হা নিচ্ছে না; হাসিনা েকটু শক্ত হয়ে বসলে খালেদার বিচার শুরু হবে।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঠাকুর তা যা লিখেছেন?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

পাঠক১৯৭১ বলেছেন: @ মোঃ আনারুল ইসলাম ,



খালেদা বেগম শেখ হাসিনার কিছুই করতে পারেনি: উনি জাতির বিরুদ্ধে অপরাধ করেছে, বিচার হবে; মনে হয়, শেখ ঝাসিনা শক্ত হয়ে বসলেই বিচার শুরু হবে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

নিকষ বলেছেন: আপ্নে তো দেখি অসম্ভব প্রজননশীল! ২ মাসে ৪৮ পোস্ট প্রসব করসেন। আপ্নের মত বীর্যবান ব্লগার তো ব্লগ দুনিয়ার নাই বল্লেই চলে। আবার সব পোস্টের কন্টেন্টেই হয় হাসিনা নাইলে খালেদা।

যাউজ্ঞা, চালাইয়া যান। আজকে রাইতেই মনে হয় ৫০ তম খান প্রসব হবে। অগ্রিম অভিনন্দন।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

পাঠক১৯৭১ বলেছেন: @নিকষ ,



ব্লগিং মানুষের খুবই আঢুনিক আবিস্কার; চেস্টা করছি, আমার ভাবনাকে অন্যদের দৃস্টিতে পরখ করে দেখতে।

বাংলাদেশের রিয়েলটাইম ঘটনা প্রবাহ আমাকে আকর্ষণ করে; সেগুলোর পরিপ্রেক্ষতিতে অণ্য ব্লগারদের মতামত বুঝার চেস্টা করছি!

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশে 'সমাজতন্ত্র' প্রতিস্ঠার জন্য শেখ সাহেব 'বাকশাল' প্লাটফরম গঠন করেন: ইহা একদলীয় কিছু নয়, ইহা ছিল সর্বদলীয় একটা প্লাটফরম ছিলো। আমেরিকাসহ পশ্চিম চেয়েছিলো, বাংলাদেশে যেন ক্যাপিটেলিজমের বিকাশ ঘটে; আওয়ামী সামান্য কয়েকজন ব্যতিত সবাই ক্যাপিটেলিজম চাচ্ছিল; যারা সমাজতন্ত্র বিরোধী ছিল তারা পাকিস্তান ইত্যাদির সমর্থন পেয়ে শেখ সাহেবকে হত্যা করে। হত্যাকারীরা শেখ সাহেবকে স্বৈরাচার হিসেবে প্রচার চালায়; সাথে সাথে হত্যাকারীদের প্রধান জেনারেল জিয়াকে 'বহুদলীয় গণতন্ত্রের' প্রবর্তক হিসেবে প্রচার চালায়। বাংগালীরা গণতন্ত্র না বুঝায়, তারা ষড়যন্ত্র সম্পর্কে তেমন কিছুই বুঝতে পারেনি।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

পাঠক১৯৭১ বলেছেন: মুক্তিযোদ্ধা সৈনিকেরা জেনারেল জিয়াকে হত্যা করে শেখ সাহেবের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরশাদ সুযোগ মতো জেনারেল জিয়ার পার্টি থেকে ক্ষমতা দখল করে নেয় আরেক ষড়যন্ত্রের মাধ্যমে; এরশাদ ক্যাপিটেলিজমকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে মানুষ এরশাদকে ক্ষমতাচ্যুত করে; অবশ্য পেচনে কোন উদ্দেশ্য ছিল না: বাংগালীরা এক ঘেয়েমী পছন্দ করে না; আসলো খালেদা বেগম, পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে নিজের লোককে প্রতিস্ঠিত করলো।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫

পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম শুরু করলো ক্ষমতা না ছাড়ার রাজনীতি: ১৯৯৬ সালে , ২ বার ভোট করে উনাকে নামানো হলো। এবার এলো শেখ হাসিনা, উনি জেনারেল জিয়ার ক্যাপিটেলিজমে পানি ঢাললেন; কিন্তু ক্ষমতা না ছাড়ার ব্যাপারে একমত; কোন এক ষড়যন্ত্রের ফাঁক দিয়ে তিনি নিজের অজান্তেই ক্ষমতা হারিয়ে ফেলেন।

২০০৭ সাল, খালেদা বেগম ষড়যন্ত্র করলেন ক্ষমতা ধরে রাখতে; অনেক চেস্টা করেও, নতুন ষড়যন্ত্রের কাছে হেরে যান; এবার ষড়যন্ত্রের মাতা শেখ হাসিনা ক্ষমতায় এলেন; ২০১৪ সালে, উনি খালেদা বেগমের ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্রের উপর টেক্কা করেন; এখন ৩৮ বছর চলছে। দেশবাসীর ৯৮% এগুলোর কিছু বুঝার সামর্থ রাখে না: তাঁরা ষড়যন্ত্রকে গণতন্ত্র মনে করে, সব সময় ষড়যন্ত্রের পক্ষ বা নতুন ষড়যন্ত্রের পক্ষে!

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৬

HHH বলেছেন: you posted 5 comments in your post, and all other bloggers posted only 2.

what kinda fucking douchebag are u?

why don't u just die and save this blog from ur piggy shits, you fucking cunt!!

just fuck off

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: ১৭ কোটীর মাঝে যত ইডিয়ট আছে, আপনি তাদের অন্যতম; ৩ টা কমেন্ট মিলে একটা পোস্ট; পোস্ট লেখার সময় সামুর ইডিটরের 'ভার্টক্যাল বার' কাজ করছিলো না; কয়েল লাইন লিখে, সেগুলোকে 'কমেন্ট হিসেবে এ পোস্টে এনে রেখেছিলাম; পরে এখান থেকে কপি করে, পোস্ট করেছি।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

মুহসিন বলেছেন: আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল চিরজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগার 'উড়োজাহাজ' 'গণতন্ত্র রক্ষার চেয়ে দেশরক্ষা অধিক জরুরি ' নামে একখানা পোস্ট লিখেছেন, এখনো প্রথম পাতায় আছে; সেই পোস্টের এক প্যারায় উনি লিখেছেন, "১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত একতাবদ্ধ হলে কোন শক্তিই আমাদেরকে অবদমিত করে রাখতে পারবে না"। অবশ্যই ঐক্যের ডাক, এতে ইমোশান আছে, জাতির প্রতি দায়িত্ববোধ আছে, জাতির প্রতিটি মানুষের প্রতি আস্হা প্রকাশ করা হয়েছে!

কিন্তু ১৬ কোটীর মাঝে একজন বাদ: পাঠক১৯৭১ বাদ; আমি কমেন্ট করতে গেলাম; আমার কমেন্ট করার অনুমতি নেই; মশামাছি কমেন্ট তো করেনি, উনার পোস্টে পায়খানাও করেনি: আমিই উনার একামত্র পাঠক, মন্তব্য করতে গিয়ের দেখি, আমি আন-ওয়েলকামড; তা'হলে উনার সাথে যাবে কে, কিভাবে ১৬ কোটী হবে? ১৫ কোটী ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন তো উনার পাশে নেই, আমিই একাই থাকতে চেয়েছিলাম; আমাকে বাদ দিয়েছেন ইনি নিজেই। দেখা যাচ্ছে উনি একাই ১৬ কোটি!

নিক আবদুল হালিমও সুন্দর একখানা পোস্ট লিখেছেন, কমেন্ট তো নেই, বেশীবার পাঠও হয়নি; গেলাম কমেন্ট করতে, আমার কমেন্ট ক্ষমতা কেড়ে নিয়েছেন উনিও। সকাল থেকে আরও একজন সেই কাজ করেছেন! উনাদের সমস্যা কি?

সমসয়া হলো, উনারা মুখ দিয়ে যা বলেন, হাত দিয়ে যা লেখেন, সেই লেখাগুলো মগজ থেকে বের হয় না; উনাদের মগজ থেকে হাত ও মুখের দুর্তব বোধ হয় অনেক, মগজ থেকে যে কথাগুলো বের হয়, কি-বোর্ডে আসতে আসতে বদলে যায়! উনার মুখ ও হাতকে মাথার আরো কাছে নিয়ে যেতে হবে!




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.