নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভারতীয় প্রভাব ক্রমাগতভাবে বাড়ছে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

পদ্মা, তিস্তা, সুরমায় পানি ভারত থেকে নেমে আসে, বাংলাদেশ থেকে পানি উপরের দিকে যায় না; সুতরাং বাংলাদেশের উপর প্রভাব খাটানোর মতো প্রাকৃতিক অবস্হান ভারতের আছে।



বাংলাদেশের মানুষ প্রোটিন হিসেবে যতটুকু মাংস খায়, তার ৪৫% ভারত থেকে আসে; বাংলাদেশের মানুষের বিনোদনের ৬০ ভাগ ভারতীয়দের দখলে; সুতরাং, বাংলাদেশের উপর ভারতীয় প্রভাব একটা প্রতিস্ঠিত সত্য।



ভারতের মাথাপিছু আয় ৩০০০ ডলারের উপরে, বাংলাদেশের মাথাপিছু আয় ১০০০ ডলারের মতো; সুযোগ পেলে বাংগালীরা ভারতে কাজ করতে চাইবে; এখানেও ভারতের প্রভাবের সুযোগ আছে।



এগুলো সমান্য উদাহরণ মাত্র: দরিদ্র প্রতিবেশীর উপর ক্ষমতাশালী প্রতিবেশীর প্রভাব বিস্তারের ফ্যাক্টর থাকা সম্ভব: এটা প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ম।



আমাদের গত ৪২ বছরের ইতিহাসে ভারতের প্রভাব ক্রমাগতভাবে বেড়ে চলেছে: গত ভোটে ও অস্ত্র মামলার বিচারে প্রভাব চরম আকার ধারণ করেছে। প্রভাব যে সব সময় খারাপ তা নয়: মেক্সিকো ও কানাডার উপর আমেরিকার প্রভাব ভালো।



ক্ষমতাশালী প্রতিবেশী হিসেবে ভারতের প্রভাব আমাদের উপর থাকবে: তা প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণে; আমাদের চেস্টা করতে হবে, সেই প্রভাব যেন কমপক্ষে আমেরিকা ও মেক্সিকোর মত হয়; এবং তা নির্ভর করছে আমাদের উপর! আপনার কোন বক্তব্য আছে, এ ব্যাপারে?



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

পাঠক১৯৭১ বলেছেন: সামু আমাকে 'জেনারেল' ব্লগার থেকে 'ওয়াচে' নিয়ে গেছে: আমার পোস্ট সাধারণ পাতায় প্রকাশ হচ্ছে না; অনেকই এখানে এসে পড়ছেন, আমার ভালো লাগছে।

আমি আপনাদের লেখা পড়ছি নিয়মিত।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

মুনেম আহমেদ বলেছেন:
ক্ষমতাশালী প্রতিবেশী হিসেবে ভারতের প্রভাব আমাদের উপর থাকবে: তা যত কম হয় ততই ভাল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

পাঠক১৯৭১ বলেছেন: আমরা বোধ হয় পেছনে পড়ে থাকার ফলে, প্রভাবের মাত্রটা ভারত নিজেই ঠিক করছে: আমাদের ক্ষমতা খুবই সীমিত।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: সেই প্রভাব যেন কমপক্ষে আমেরিকা ও মেক্সিকোর মত হয়, এটা কোনদিনও হবে না।। মানসিকতায় আমরা অনেক পিছনে।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনার অনুমান ও ধারণা সঠিক।

তবে, আমাদিগকে নিজকে এমন অবস্হায় নি্তে হবে, যেন প্রভাবটা আমাদের অনুকুলে রাখতে পারি।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯

অন্তরন্তর বলেছেন:

আপনার বিশ্লেষণ সঠিক। প্রতিবেশী রাষ্ট্রের সাথে
নিজের স্বার্থ বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা
দরকার। সেই সাথে ভারতেরও আমাদের দেশের
আভ্যন্তরীণ নাক গলানো উচিৎ না। এই যে ভারতীয়
প্রভাব বাড়ছে তার জন্য আমাদের দেশের অসৎ
রাজনিবিদরা দায়ি।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০

পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,





We cannot call Hasina or people around her 'Politicians' anymore, for they simply a bumch of brainless greedy thugs; but, we have to live with India with our rights straigt.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.