![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল, এক ব্লগার মুক্তিযু্দ্ধ ও রাজনীতি নিয়ে একটা পোস্ট দিয়েছেন, শিরোনাম, "বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তারপর"; সেই পোস্ট থেকে আমি কোটেশন তুলে দিচ্ছি:
"তৎকালীন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কিছু সেনা কর্মকর্তা এবং আওয়ামী লীগের কতিপয় নেতা যারা প্রাণভয়ে ভারতে পালিয়ে যান, তাদের জামাই আদর দিয়ে লুফে নেন। তাদের সামনে রেখে ভারত বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নামমাত্র ট্রেনিং সেন্টার স্থাপন করে। "
এই কোটেশনটুকু আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উচ্ছারিত ভয়নকর মিথ্যা: প্রথমত: ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কোন সেনা কর্মকর্তা প্রাণ ভয়ে ভারতে পালিয়ে যাননি; ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ২৫ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর অবধি যুদ্ধ করে গেছেন, বিজয় নিয়ে এসেছিলেন জাতির জন্য।
আপনি ভাবতে পারেন, মেজর রফিক, মেজর জিয়া, ক্যাপটেন মাহফুজ, ক্যাপটেন এনাম, ক্যাপটেন হামিদ, ক্যাপটেন শামসুর রহমান, মেজর শওকত, ক্যাপটেন ওলি, ক্যাপটেন ভুঁইয়ার (সবাই ১ নং সেক্টর ও জেড-ফোর্সের অফিসার) মত অফিসারেরা প্রাণ ভয়ে পালাতে পারে?
তাজুদ্দিন কি প্রাণ ভয়ে পালায়েছিলেন, নাকি এখনে গিয়ে সরকার গঠন করে যুদ্ধ চালনা করা দরকারী কাজ ছিলো? ইডিয়টরা মানুষের মত ভাবতে পারে না: লিখেছে আওয়ামী লীগের নেতা প্রাণ ভয়ে পালিয়েছে, ইডিয়ট পিগমী! প্রাণ বাঁচাতে ১ কোটী মানুষ ভারতে গিয়েছিল, সেটাও প্রয়োজনীয় ছিল!
ব্লাগারের হিসেব মত, ১৯৭১ সালে উনার বয়স ছিল ২৫ বছর; উনার লেখার ধরণ অনুসারে উনি মুক্তিযুদ্ধে যাননি; এমনও হতে পারে তিনি বাংলাদেশের বিরুদ্ধে যু্দ্ধ করেছেন, বা বিরোধীতা করেছেন।
উনি লিখেছেন যে, ভারত 'নামমাত্র ট্রেইনিং সেন্টার খুলেছিল'; শুধু ১ নং সেক্টরে ২২ হাজার গেরিলাকে ট্রেনিং দিয়ে যু্ধে পাঠায়েছেন অফিসারেরা; সমপরিমাণ মানুষকে ফেরত পাঠানো হয়েছে, ট্রেনিং এর ব্যবস্হা করা সম্ভব হয়নি। ২ নং সেক্টরে(কুমিল্লা) ১ম মাসে ৮ হহাজার মানুষ ট্রেনিং নিতে আসে; আজও ততকালীন ক্যাপটেন হারুণ কীবিত আছেন, উনার থেকে জানতে পারেন।
এই ইডিয়ট ব্লগার নিজকে 'ছাত্র রাজনীতিবিদ' হিসেবে পরিচয় দিয়েছে; সেই ইডিয়টকে বলতে হয়, ইডিয়ট ছাত্র রাজনীতি মানুষকে ইডিয়টে পরিণত করে।
এই ব্লগারের নিক 'শেখ সেলিম'; কাউয়া এখন হয়তো ৬৭ বছরের ডোডো। আপনারা এদের এইসব অপচেস্টার বিরু্ধে প্রতিবাদ করবেন।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
Eisenheim বলেছেন: এটা তো আর নতুন কিছু না। সব দোষ সরকারের। তারা সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিয়ে জামাতি ইতিহাস চর্চার পথ রুদ্ধ করে দিয়েছে। তাই এখন কি আর করা, মন্দের ভালো সামুতেই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: জামাতীদের পরিণতি একটা, আধুনিক বিশ্ব 'গুহামানবদের' সাথে নেই: মওদুদীর ফাঁসীর অর্ডার হয়েছিল; সুতরাং সবারই ফাঁসী হবে।
গোলাম আজমকে ফাঁসী দেয়া উচিত।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মুনেম আহমেদ বলেছেন: মওদুদীর ফাঁসীর অর্ডার হয়েছিল; সুতরাং সবারই ফাঁসী হবে।
কেম্নে কী??
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
পাঠক১৯৭১ বলেছেন: মওদুদীর পথ 'ইসলামিক বিপ্লব'; আসলে মওদুদী ছিল গুহা মানব এবং মানসিক রোগী; মওদুদীকে অনুসরণ করলে, ইসলামিক বিপ্লব করতে গেলে প্রতিপক্ষকে হত্যা করতে হবে, যা করেছে জামাত ১৯৭১ সালে; ফলাফল ফাঁসী।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মুনেম আহমেদ বলেছেন: মওদুদী ছিল গুহা মানব এবং মানসিক রোগী
আপনি ঠিক আছেন তো???
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
পাঠক১৯৭১ বলেছেন: আমি ঠিক আছি।
আমাদের সমাজে মানসিক রোগীদের পীর দরবেশ মনে করেন বেশীর ভাগ লোক।
মওদুদী কম বয়সে ভয়ংকর চরম অবস্হার মাঝে মানুষ হয়ে, উপায় না দেখে ধর্মকে কাজে লাগায়ে নিজকে পজিশনে আনে; এখানে অন্য কিছু ছিল না।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
মুনেম আহমেদ বলেছেন: মওদূদীর কয়টা বই পড়েছেন?/ আর আপনি সুস্থ বুদ্ধিমান মনে করেন এরকম কেউ কি আছে?? কয়েকজনের তালিকা চাই
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫
পাঠক১৯৭১ বলেছেন: মওদুদীর কোন বই আমি পড়িনি, উনার বক্তৃতা শুনেছি: আমার মতে নবী মুসার আমলে আমি উনার থেকে বেশী জানতো, এগুলো গুহা মানব।
রাজনীতিবিদদের মাঝে, আমি বুদ্ধিমান কনে করি ব্রাজিলের লুলা, সিংগাপুরের লি কুয়ান, আমেরিকার ক্লিনটন, ওবামা, জার্মানীর মারকেলকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
পাঠক১৯৭১ বলেছেন: Typo------->আমার মতে নবী মুসার আমলে আমি উনার থেকে বেশী জানতো, এগুলো গুহা মানব।
সঠিক হবে------->আমার মতে, নবী মুসার আমলে মানুষ উনার থেকে বেশী জানতো, মওদুদী ও তার অনুসারীরা গুহা মানব।
বই বানরও লিখতে পারে।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডুরা অবশ্য চোখ বন্ধ করে রাখে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১১
পাঠক১৯৭১ বলেছেন: বিদেশে পড়ালেখা করা জেনরেশন এর উপর জাতিকে নির্ভর করতে হবে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫
বেলা শেষে বলেছেন: আরকিছু পারি আর না পারি আপনার Blogs গুলো মনদিয়ে পড়তে পারবো ।
ভালো লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই অনেক ভালো থাকবেন।
Up to next time.
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
পাঠক১৯৭১ বলেছেন: আমি দেখছি, আমার মত আরো দু'একজন একইভাবে ভাবে; আমি উৎসাহিত।
আমি আমার পাঠকদের সাতী মনে করি, তাই ধন্যবাদ ফন্যবাদ দেয়ার চেস্টা করি না।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মুনেম আহমেদ বলেছেন: লেখক বলেছেন: মওদুদীর কোন বই আমি পড়িনি।
আমার ধারনা ছিল আপনি উল্টাপাল্টা কথা যেগুলা এগুলা ভালো করে জেনে শুনে বলেন। কিন্তু মওদূদী কে না পড়েই এতসব কথা বলে পেললেন?
আপনাকে কিছু বলতে আর ইচ্ছে হচ্ছে না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৭
পাঠক১৯৭১ বলেছেন: আমি শেখ সাহেব, মওলানা ভাসানী, আইয়ুব খান, জিয়াউর রহমানের কোন বই পড়িনি; কিন্তু উনাদের জানি।
আপনি খালেদা বেগম ও শেখ হাসিনার কি কি বই পড়েছেন? আপনি এই দুইজনের প্রতিটি চাল ও পদক্ষেপ বুঝেন কিনা?
মওদুদী যদি বই লিখে উহা বানরের জন্যই লিখেছে।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৮
অন্তরন্তর বলেছেন:
মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার করার
কারনেই আজ এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র
বুক ফুলিয়ে চলছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক
ঘটনা। ব্লগে কেও এই অপকর্মটি করলে মডারেটররা সেই
ব্লগারকে ব্যান্ড করা উচিৎ কারন ব্লগের নীতিমালায় তা
লিখা আছে। বুঝি না কিভাবে এই ধরনের পোস্টগুলো ব্লগে
টিকে থাকে।
শুভ কামনা।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০
পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,
সামুর মডারেটরদের মাঝে কতজন মুক্তিযুদ্ধের পক্ষের আমি জানি না। টেকনোলোজির সাথে জড়িতদের অনেককেই মুক্তিযু্ধের পক্ষের নয়!
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীর গৌরব মুক্তিযুদ্ধ!