নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

জাওয়াহেরি মাওয়াহেরি সবাই কি বাংলাদেশে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

জাওয়াহেরি হয়তো বাংলাদেশে



আফগানিস্তানে অনেক বাংলাদেশী আলকায়েদা/তালেবানদের হয়ে যুদ্ধ করেছে, এখনো অনেক বাংগালী আফগানিস্তানে আছে; এদের আত্মীয় স্বজন জানে এরা আরব দেশে বা পাকিস্তানে কাজ করে। এদের মাথা কাবুলীওয়ালাদের থেকে ভালো, এরা আলকায়দার/তালেবানদের নেতাদের সাথে থাকে; বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে তাদের যোগসাজনে, জামাত, হেফাজত খালেদা বেগমের কারণে জাওয়াহেরি ও আলকায়েদার বড় সন্ত্রাসীরা বাংলাদেশে আসতে পারে। যদিও পাকিস্তান, আফগানিস্তান, সেসনিয়া এলাকায় এরা থাকে, তারা অন্যদেশেও যায়; ফলে, বাংলাদেশে অবস্হান সম্ভ.



তবে, অডিওটি কেহ জাওয়াহেরীর ছবি এডিট করে, ওর নামে চালাচ্ছে; কারণ, জাওয়াহেরী বাংলাদেশ নিয়ে ভাবছে না, ভাবছে পাকিস্তান নিয়ে।



বাংলাদেশের উপর জাওয়াহেরীর সন্ত্রাসী ভিডিও করার জন্য অনেক আগ্রহী পার্টি আছে: জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ সবাই এ ধরণের ভিডিও'তে আগ্রহী হতে পারে; এরা সবাই সন্ত্রাসকে কাজে লাগিয়ে বাংলাদেশ দখলে রাখার চেস্টা করছে, এদের প্রত্যেকের নিজস্ব সন্ত্রাসী প্ল্যান আছে।



যাক, আমাদের যেই পার্টিই এ ভিডিও'র ব্যস্হা করয়েছেন, তারা জানে আল-কায়েদা বাংলাদেশে আছে; তবে উহা পাকিস্তান বা আফগানিস্তানের মত জনপ্রিয়তা পায়নি এখনো। জামাতীতের সাথে জাওয়াহেরীর মিল আছে: জাওয়াহেরীর নেতাকে ফাঁসীতে ঝুলানো হয়েছিল, মওদুদীর ফাঁসীর অর্ডার হয়েছিল; জাওয়াহেরীকে রশী নিয়ে খুঁজছে, নিজামীর জন্য রশীতে তেল লাগানো হচ্ছে।



বিএনপি'র পক্ষ থেকে তারেক মিয়া ও তার মা এ ধরণের ভিডিও অর্ডার দিটে পারে; ওদের মন খাট্টা হয়ে গেছে: বাংলাদেশের ফর্মুলা অনুসারে এখন খালেদা বেগমের প্রধানমন্ত্রী থাকার কথা; কিন্তু চেয়ারটা দখল করে বসে আছেন উনার খালাতো বোন।



এ আওয়ামী লীগ শেখ সাহেবের আওয়ামী লীগ নয়, ইহা ডিজিটেল, তথ্য, বিলবোর্ডের আওয়ামী লীগ: ইহার সাথে ১৯৭০ সালের আওয়ামী লীগের যে মিলটা আছে তা হলো নাম ও শেখ সাহেবের ফটোতে, বাকীটুকু হাসিনা, ভারত ও জয়ের আওয়ামী লীগ; ইহা কি করবে মানুষের পক্ষে বুঝা সম্ভব নয়; ফলে, ইহাও ভিডিও'র অর্ডার দিতে পারে।



যাক, জাওয়াহেরি মাওয়াহেরি, কিংবা প্রিন্স হেরি সামান্য সময়ের জন্য বাংলাদেশে ভিডিও মিডিও পাঠায়ে বিখ্যাত হতে পারলে হোক; খালেদা বেগম ইতি টেনেছেন, এবার ইতি টানবেন শেখ হাসিনা; মাঝখান থেকে রাজাকারের বংশরা যাতে বাংলা দখল করতে না পারে, আপনি সেই চেস্টা করবেন, আমি আছি আপনার সামনে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

পাঠক১৯৭১ বলেছেন: বসে আছি জিব্রায়েলের ওহীর জন্য, আসছে প্রস্তরযুগের গুহামানবের ভিডিও!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার পাঠক নেই কেন ভাই? ব্যান খাইছেন?
এটাও পড়ুন

সব কিছুই সাজানো ঘটনা বলাটা বিরোধীপক্ষের একটা ব্যাধি।
এরা ২১শে আগষ্ট গ্রেনেড হামলা থেকে ..... হরতালে সকল সহিংসতাকে বিম্পির সুনাম! নষ্ট করার আওয়ামী ষড়যন্ত্র বলে আসছে।

আলকায়েদা ও আমাদের এ দেশীয় কিছু মুসলিম সঙ্গঠনের গোপন কর্মকান্ড চলছে, এতে কোন সন্দেহ নেই।
উত্তর আফ্রিকা ভিত্তিক কুতুবইজম, আরব ওহাবিজমের আদর্শে মুসলিম ব্রাদারহুড, তুরষ্কের একটি বড়দল, ভারত - পাকিস্তানে মৌদুদিবাদ এরা সবাই একই আদর্শের কাছাকাছি অবস্থানে। এরা কিছুদিন আগে যুদ্ধাপরাধীদের বিচারের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়ে নিজেদের স্বরুপ উম্মচন করেছে। কিছুদিন আগে পাকিস্তানি তালেবানরা পাকি পত্রিকায় বিবৃতি পাঠিয়ে পাকিস্তানের বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দিতে চেয়েছিল। এসব সাজানো হুমকি হলে পাকি সরকার গুরুত্ব দিত না, পাকিতান দুতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছিল বিধায় তালেবান কাছে আসতে পারে নি। কিছু করতে পারেনি।

আর হেফাজতের নেতা বাবুনগরি সহ অর্ধশতাধিক নেতা-কর্মি মোল্লা ওমরের দিক্ষা নিয়ে আফগান যুদ্ধফেরত যোদ্ধা।
Click This Link

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

পাঠক১৯৭১ বলেছেন: ব্যান এখনো খাইনি: ব্যান চেয়ে পোস্ট দিয়েছি, না হলে নিজের থেকে যাওয়া হয় না।

আমি জানি, আমাদের জনসংখ্যার একাংশ এখনো পাথরের যুগের মানুষ, এরা গুহায় বসবাস করতে চায়; কিন্তু পৃথিবী ওদেরকে গুহায় থাকতে দিতে পারে না! ওরা গুহ মানব হয়ে থাকলে অসুবিধা ছিল না; কিন্তু আমাদের সমাজ থেকে রিসোর্স দখল করতে ভুলে না।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: একটা প্রশ্ন জাগছে আফগান ফেরত মানেই সাধারন অর্থে তালেবান। কিন্তু যারা রাশিয়ার বিরূদ্ধে যুদ্ধ করতে সেখানে গিয়েছিলো তাদের কি নামে ডাকা যেতে পারে? আমি জানি তালেবান মানেই সম্রাজ্যবাদের পোষ্যপুত্র। কারা একে দুধ-কলা দিয়ে পুষেছে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেসব বাংগালী যুদ্ধ করতে গিয়েছিল, তারা ইডিয়ট, তাদের ইডিয়ট বলে ডাকবেন।

রাশিয়ার সমর্থিত সরকার আফানিস্তানে থাকলে ওরা মানুষ হয়ে যেতো।

সব দুধকলা আফগানিস্তান নিজ বানাচ্ছে: আফিম, আফিম হচ্ছে দুধ কলা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আর এই কারনেই কি আমেরিকা আর রাশিয়ার আগ্রাসন?কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। স্বাধীনচেতা আফগানদের কিন্তু কোন পরাশক্তিই বেশীদিন দাবিয়ে রাখতে পারে নাই। হোক না তারা নেশাখোর বা আফিম ব্যাবসায়ী। আজো পিঠে গুলি খাওয়া লোকের জানাযায় বুকে গুলি খাওয়া জানাযার চেয়ে লোক কম হয়।।অর্থটা বুঝতে পারছেন আশা করি।।আমাদের ভাষায় জংলীজাতি তাই না?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: স্বাধীনতার 'ডেফিনেশন' মানব জাতির অগ্রগতির সাথে তাল মিলায়।

বর্তমান আফগানদের জীবন যা হওয়ার কথা, তা হচ্ছে না; তাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবনের জন্য চেস্টা করতে হবে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

সাইলেন্স বলেছেন: বসে আছি জিব্রায়েলের ওহীর জন্য, আসছে প্রস্তরযুগের গুহামানবের ভিডিও
ভয় পাচ্ছেন মনে হচ্ছে।
এটা বাংলাদেশ। পাকিস্তান, আফগানিস্তান কিংবা সোমালিয়া নয় আর কেউ সেটা বানাতেও পারবে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশের উপর আমার আস্হা ঠিক আছে।

যারা ভিডিও ব্যবসা করছে, তাদের বরং 'অরাবোরা'তে চলে যেতে হবে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: সাইলেন্সের সাথে একমত। বাংলাদেশের সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক তথা ভৌগলিক পুরোই ভিন্ন, এখানে এই ধরনের রাজনীতি অচল বলেই আমি মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.