নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

এই ব্যাপারগুলো নিয়ে ভাবুন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

১) জলবায়ু পরিবর্তনের ফলে, বিশ্বের অর্থনীতি বদলাবে: বিশেষকরে জ্বালানী সহজে পাওয়া যাবে না। আমাদের নিজস্ব গ্যাস ২০/৩০ বছরের মাঝে তোলার মত পরিমাণ থাকবে না: জ্বালানী না পেলে শিল্পায়ন কমে যাবে।



২) এখন বিশ্ব জনসংখ্যা ৭ বিলিয়ন, সম্পদ মাথাপিছু কমে আসছে: বাংলাদেশে ১ জনের আয়ে পুরো পরিবার চলতে পারবে না; তাই সবাইকে কাজ করতে হবে, প্রত্যেককে নিজ পায়ে দাঁড়াতে হবে: সেজন্য সবাইকে শিক্ষিত করে তুলতে হবে।



৩) যারা চলে বলে, প্রয়োজনের বেশী সম্পদ দখল করছে, তাদের থামাতে হবে: সেটার জন্য দরকার সুসম বন্টন।



৪) মানুষের ৪ মৌলিক অধিকার বিশ্চিত করার জন্য শিক্ষিত ও সৃজনশীলদের নিয়ে সরকার গঠন করতে হবে। যারা অতীতে কৌশলে ক্ষমতা দখল করেছে, তাদের সরাতে হবে।



৫) দেশের সব পরিবারকে 'কো-অপারেটিভ' কর্পোরেশনে আনতে হবে; সরকারের সব ব্যবসায় 'কো-অপারেটিভ' অংশ গ্রহন করবে; সাধারণ কোন কর্পোরেশন সরকারী কাজ পাবে না: যেমন রাস্তা তৈরি, টেলিফোন, রেল, পোর্ট সব ব্যবসায় কো-অপারেটিভ অংশ গ্রহন করবে। প্রাইভেট কর্পোরেশন নিজস্ব লাইনে ব্যবসা করবে।



৬। উচ্চ শিক্ষা পুরোপুরি কো-অপারেটিভের অধীনে থাকবে: শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট ব্যবসা থাকতে পারবে না; কো-অপারেটিভ হয়ে ইনভেস্ট করা যাবে।



৭। ২২ থেকে ২৪ বছরের মাঝে শিক্ষা শেষ করে যাতে কাজ পায়, সেভাবে চাকুরী সৃস্টি করতে হবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

পাঠক১৯৭১ বলেছেন: এগুলো অর্থনৈতিক ব্যাপার; কঠিন কিছু নয়; এগুলোকে কার্যকরী করলে জাতি বাকী পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: Nobody wanted to read these!

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি পড়েছি।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১

চুক্কা বাঙ্গী বলেছেন:

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




ভালো, এখন পড়া লেখা করেন; সময় পেলে এগুলো নিয়ে ভাববেন: আমি মনে করি, এগুলো আমাদের অর্থনৈতিক অবস্হার প্যারামিটার।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

পাঠক১৯৭১ বলেছেন: @চুক্কা বাঙ্গী ,



Toffler sees lot ahead than many more millions!

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

সকাল রয় বলেছেন: 20 year bachbo bola mona hoyna. so no tension

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

পাঠক১৯৭১ বলেছেন: @সকাল রয় ,




মানুষ গড়ে ৭০ বছর বাঁচে; কিন্তু মানুষ পেছনে দেখতে পায় বিলিয়ন বছর, সামনে দেখতে পায় মিলিয়ন বছর।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

অন্তরন্তর বলেছেন:

সন্মানিত পাঠক১৯৭১, এই ব্যাপারগুলো যাদের সবচেয়ে
বেশি ভাবার কথা তারা ভাবছে না। সবারই ভাবার দরকার
তা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ ভেবে কোন পরিবর্তন
আনতে পারবে না। তবে হয়ত একদিন সেই পরিবর্তন আসবে।
শুভ কামনা।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

পাঠক১৯৭১ বলেছেন: @অন্তরন্তর ,





এখন সাধারণ মানুষকে ভাবতে হবে; কারণ আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য পার্টির কেহ এগুলো নিয়ে আলাপ করেনি; এগুলো ভাবার মতো মানুষ আমি পার্টির লোকদের ভেতরে দেখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.