![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭ম শ্রেণীর ইংরেজী পরীক্ষা চলছে। অনেক প্রশ্নের সাথে শব্দার্থ লিখ প্রশ্নটাও ছিল। হঠাতই নজরে পড়ল দ্বিতীয় বেনচে বসা ছাত্রী প্রথম বেনচে বসা ছাত্রীর খাতায় কিছু দেখছে। এবং তৃতীয় বেনচে বসা ছাত্রী দ্বিতীয় বেনচে বসা ছাত্রীর খাতা দেখছে। ব্যাপার কি ঘটছে বোঝার জন্য ওদের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ওদের খাতার দিকে দেখলাম। প্রথমজন শব্দার্থ এর উত্তর লিখছেঃ- Ray মানে রশ্মি। এবার দ্বিতীয় জনের খাতায় দেখলাম সেও শব্দার্থের উত্তর দিচ্ছে এবং সামনের জনের খাতা দেখে লিখছে Ray মানে রশি। এবার তৃতীয় জনের খাতা দেখলাম, সেও শব্দার্থের উত্তর দিচ্ছে এবং লিখেছে Ray মানে দড়ি।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৭
সাজেদা সুলতানা বলেছেন: হে হে
২| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৩
েদশী িহেরা বলেছেন: +++++++++++++++++++++++
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪২
সাজেদা সুলতানা বলেছেন: লেখা ভাল লাগায় খুশী। ধন্যবাদ।
৩| ১০ ই আগস্ট, ২০১০ রাত ১:২২
ভালো মেয়ে বলেছেন:
১০ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৪১
সাজেদা সুলতানা বলেছেন: হে হে...
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:১০
ফারা তন্বী বলেছেন: