| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরম কফি
এখানের যেকোন লেখা নিজের শ্বশুর বাড়ির সম্পদ মনে করে যেখানে খুশি কপিপেস্ট করতে পারেন ।@ প্রতিটি লেখার স্বত্ব পাঠকের
নেটের গতী কম থাকায় অনলাইনে গেমস খেলার ইচ্ছা থাকার পরেরও তেমন একটা মজাদার গেমস খেললতে পারছিলাম না । কিন্তু লাইভ গেমসের মজা যারা না খেলেছেন তারা চিন্তাও করতে পারবেন না।তিন মাস আগে একটা বিজ্ঞাপনের হাত ঘুরে চলে যাই অসাধারন এক গেমসের জগতে ।
যেখানে সারা পৃথিবীর ৬০০০+ গেমার দিন রাত স্মৃস্টি-ধ্বংস, বন্ধুত্ত আর শত্রুতার জালে পরস্পরের সাথে যুক্ত । এখানে কি নেই যা বর্তমান বিশ্ব রাজনীতিতে নেই ? আপনি একাউন্ট একটিভ কারা মাত্র আপনাকে একটি গ্রামের দ্বায়িত্ব দিয়ে দেয়া হবে যেখানে আপনি রাজা , এটাকে আপনি ধীরে ধীরে শহর সেখান থেকে সম্রাজ্যে পরিনত করতে পারবেন । কিন্তু এজন্য আপনাকে কম কষ্ট করতে হবে না ... হয়তো পার্শবর্তী রাজ্যের কোন রাজা আপনার সাজানো বাগান লুটে নিয়ে যাবে এজন্য আপনাকে সামরিক শক্তি ও অর্জন করতে হবে । পার্শবর্তী সম্পদের উৎস অথবা ভৌগলিক কারনে আশে পাশের রাজ্য গুলোর সাথে আপনার দ্বন্দ দেখা দিবে ( বাধ্য হবেন) । পর্যাপ্ত সামরিক শক্তি অর্জনের পাশা পাশি অঞ্চলীক জোটে যুক্ত হলে ভালো হয় । আপনি আপনার শহরের সংখ্যা যত বৃদ্ধি করবেন আপনার টিকে থাকার সম্ভাবনা তত বেড়ে যাবে । তবে শুশীল হয়ে বসে থাকলে আপনার সামরিক বাহিনীর ভরন পোশনেই আপনার সকল সম্পদ শেষ হবে ।তাই আশে পাশের গ্রামে আপনাকেও অভিযান চালাতে হবে ( ডাকাতি) ।
নিজ গ্রামে স্হাপনা বৃদ্ধির পাশা পাশি সামরিক স্হাপনার উন্নায়ন এবং আন্তর্জাতিক রাজনীতির লীলা বুঝতে হবে । এখানে আপনার গ্রামের মতো ছোট খাটো যেমন থাকবে তেমনি আমার সম্রাজ্যের মতো দানবীয় সম্রাজ্যও থাকবে কিছু কিছু আছে অতী দানবীয়, যাদের ভংয়কর সব অভিযান মাঝে মধ্যে ৬০০০+ খেলোযারকেই আতংকিতো করে তুলে ।
অন্ততো এটুকুবলতে পারি এক বার খেলা শুরু করলে ছয় মাসেও শেষ করতে পারবেন না কারন এই খেলা শেষ করার নয়... চালিয়ে যাবার খেলা । এই খেলা রক্ত পাত আর রাজনীতির কূট কৌশলের খেলা । বন্ধুত্বের কারনে আপনার বন্ধু রাস্ট্র হয়তো আপনার জন্য তার সামরিক বাহিনীর কোরবানী দিবে আবার হয়তো পাশের বন্ধু রাস্ট্র প্রয়োজনের থাতিরে হয়তো আপনার দিকে কামান তাক করবে ।...
পনশ্চ : এখানে বাংলাদেশি খেলোয়ার নেই বল্লেই চলে ,,কানাডা আর নরওয়ের খেলোয়ারাই এখানে ভালো করছে । আমার আইডির নাম Facebook জনসংখ্যা বর্তমানে 5777 এবং রেংকিং 283 । ( ৬০০০+এর মধ্যে) TAC গ্রুপে খেলছি (রেংক ৭) আমার পার্টনার কর্মী দুইজন একজন ১৭ বছরের সুন্দরী কিন্তু নিষ্ঠুর লীফ ( খালি যুদ্ধ বাধিয়ে দেয়)( জাপানী বর্তমানে মার্কীন অভিবাসী) এবং অস্টিন নামে এক কানাডীয় যুবক ( অলস নাম্বার ওয়ান)।
তো এব বার শুরু করুন cleek this link যদি স্ট্রেটিজি একশন গেমের ভক্ত হন তবে আগামি ছয় মাসে থামতে পারবেন না বাজি লাগিয়ে বলতে পারি ।
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
গরম কফি বলেছেন:
আইসেন..খেইলতে আমার সামরিক বাহিনী দেখলে তাব্বৎ বড় বড় পিলিয়ারেরাও তিন গ্লাস পানি খায় ।
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
গরম কফি বলেছেন:
ভাইজান কি সেকেন্ড লেভেলে স্কিনআউট হইছেন ? ![]()
২|
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২
শাহরিয়ার রিয়াদ বলেছেন: প্রিয়তে রাখলাম।
পরে এক সময় খেলার চেষ্টা করব।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০০
গরম কফি বলেছেন:
এটা চেস্টার সাথে কূটনা বুদ্ধির ব্যাবহার জানতে হবে । আর ডিপ্লমেটিক ভাষা আয়ত্ব করতে হবে । বিশেস করে ইংলিশ খেলোয়াররা এই ব্যাপারে বিশেষ পটু । তাই সাবধান। তাদের প্রস্তাব বিশ্স করবেন না ।
৩|
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪
রাজু ১৯৮৯ বলেছেন: +++++
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
গরম কফি বলেছেন:
খেলেন নাকি ? নীক কোনটা ?
৪|
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
গরম কফি বলেছেন:
পার্টনারের ব্যাপরটা কিলিয়ার করি ..
যখন এক নাগারে ৩-৪ মাস সাফল্যের সাথে বিশাল সাম্রাজ্যের অধিকারী হবেন তখন আপনার একার পক্ষে সামলানো কিম্বা একইসাথে সামরিক এবং প্রসাশনিক দিকটা দেখা কঠিন হয়ে যায় । ছোট সম্যাজ্য গুলোকে অধীনে রাখা আর বড় গুলোর সাথে ক্ষমতা ভাগাভাগিতে প্রবল প্রতিযোগিতায় একা পেরে ওঠা যায় না তাই কয়েক জন মিলে চেস্টায় সাফল্য সহজ হয় ।
৫|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
আলাভী বলেছেন: মামু চাপা লন কেন travian 4 beta start হৈলত ডিসেম্বরে । আর কে কৈইছে বাংলাদেশি নাই আমি তো আছি.....
server X2 আর t4 এ
আইডির নাম alavi11
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১১
গরম কফি বলেছেন: t৩ এর পর -t৪এর মাঝা মাঝি সময়ে beta এর পরীক্ষা মূলক সময়ে আমরা এক দল ( নরয়েজিয়ান টেক গ্রুপ) এখানে চলে আসি । আসলে আপনারা শুরু করার আগেই আমি পরীক্ষা মূলক ভার্ষনে সুযোগ পাই । ।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৩
গরম কফি বলেছেন: বেটা ভার্ষনে আপনার alavi11 নামে কোন আইডি নাই ।
৬|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০২
রাজু ১৯৮৯ বলেছেন: আমার নেট স্পীড ১৫-২০ আমি খেলতে পরবো
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৫
গরম কফি বলেছেন:
আবশ্যই । এখানে নেট স্পিড তেমন একটা ব্যাপারনা । ব্যাপর হলো ডেপ্লমেটিক বুদ্ধি আর যোগাযোগ।
৭|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬
পৃথিবীর আমি বলেছেন: Register এ Registration code টা কি???
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮
গরম কফি বলেছেন:
এখানেও মডারেসন প্যানেল আছে এবং সেটা খুব শক্ত ।
আপনার আইপি থেকে একাধিক নীক চালানো হয়কিনা সেটা পরীক্ষা করে আপনার ইমেইলে এটা পাঠানো হবে । অপেক্ষা করুন ।
৮|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬
সাইফ বাঙ্গালী বলেছেন: রেজিস্ট্রেশন কোডের ব্যাপারটা কি?
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪২
গরম কফি বলেছেন:
রেজিস্ট্রেশন ফরম ফীল আপকরে অপেক্ষা করুন । ভাগ্য ভালো হলো কোড তারা পাঠাবে । আমার টা এক নরওয়েজীয়ান আপা দিয়েছে । ইমেইলে না পেলে আমার সাথে যোগাযোগ করুন ।
[email protected]
৯|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬
রুদ্রপ্রতাপ বলেছেন: চেষ্ট করছিলাম, পারিনাই রে
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৩
গরম কফি বলেছেন:
কি ..আইডি কি ? আমাকে বল কে তোকে জ্বালায় ? তার বংশ নির্বঙশ করনবো । পপুলশন রেংকিংএ সাতে কিন্তু সামরিকে যে কাউকে টেক্কা দিতে পারবো ।
১০|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৯
রাজু ১৯৮৯ বলেছেন: আমার নেট স্পীড ১৫-২০ আমি খেলতে পারবো ?
১১|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭
আলাভী বলেছেন: travian 4 Beta খেলতে পারবেন না ........
server 8
server 5
Classic server 3
server x3
তে খেলতে পারেন.......... বাট "travian 4 Beta" হইলো আসলেই
১টা জিনিস.....
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৪
গরম কফি বলেছেন:
হুম //৩ ..৪ খেলছি কিন্তু বেটাতে এসে একটা ধাক্কা খেলাম । এমন কিছু খেলোয়ারআছে তারা রীতি মতো অফিস খুলে বসেছে । আনপর আইডিটা বল্লন না !
আর বাংলাদেশি এক জন পেয়েছি alphonse।
পাকিস্তানী খেলোয়ার দের সাথে (UKoT2 গ্রুপ) এখানেও আমার যুদ্ধ হয় । এবং স্বভাব মতো লেজ তুলে পালায় ।
১২|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০
সাইফ বাঙ্গালী বলেছেন: আপনার আইপি থেকে একাধিক নীক চালানো হয়কিনা সেটা পরীক্ষা করে আপনার ইমেইলে এটা পাঠানো হবে । অপেক্ষা করুন ।
কে পাঠাবে? কিভাবে পাঠাবে? জলদি বলুন, তর সইছেনা!!! :-& :-& :-&
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
গরম কফি বলেছেন:
ফরম ফীলআপ করে অপেক্ষা করুন ।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০
গরম কফি বলেছেন:
হা হা লিং দিয়ে কি হবে ..রেংক বলুন অথবা নীকটা শুদ্ধ করে লিখেন।
১৪|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
গেম খেলুম কোন সময়?
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
গরম কফি বলেছেন:
এটা এখন আমি খেলিনা আমাকে নিয়ে এটা খেলে । কি যে করি ...!!
১৫|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬
আলাভী বলেছেন: আমি তো সব সময়ে খেলি..............
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
গরম কফি বলেছেন: দারুন তাইনা ?
১৬|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২
আলাভী বলেছেন: নিক: alavi11
http://t4.travian.com/index.php
এই server এ
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭
গরম কফি বলেছেন:
ও ৪ এ আছেন..? সেটা তো বহু আগে ১১ টা গ্রাম সহ পরিত্যাক্ত করেছি .....http://beta.travian.org তে আসেন খেলা কাকে বলে টের পাবেন । সমস্যায় আমার আইডিতে নক করতে ভূলবেন না যেনো।
১৭|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
সাইফ বাঙ্গালী বলেছেন: পেয়েছি.....
পারলে ঠেকা...
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৮
গরম কফি বলেছেন:
ইয়ো ..প্রথম ৭২ ঘন্ট আপনার হানিমূন প্রিয়ড এর মধ্যে স্টং রুম এবং রিসোর্স প্রডাকশন বাড়িয়ে নিন.. আর আমার আইডিতে একটা ম্যাসেজ পাঠান। পর্যাপ্ত সাপলাই দিবো সেই সাথে সামরিক সুরক্ষা ।
১৮|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৩
রুদ্রপ্রতাপ বলেছেন: ঐ, নয়া রেজিস্টার করুম, কোড কি? কোড দে।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫২
গরম কফি বলেছেন:
ফরমফীল আাপকরে অপেক্ষাকর মেইলে পাঠিয়ে দিবে । অবশ্যই (+/- ) এরিয়ার থাকিস এখানে আমি আছি । কেউ তোকে ছুতেও পারবেনা । কোবাইয়া ছামা ভাউঙ্গা দিমুনে।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫৩
গরম কফি বলেছেন:
ফরমফীল আাপকরে অপেক্ষাকর মেইলে পাঠিয়ে দিবে । অবশ্যই (+/- ) এরিয়ার থাকিস এখানে আমি আছি । কেউ তোকে ছুতেও পারবেনা । কোবাইয়া ছামা ভাইঙ্গা দিমুনে।
১৯|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৭
গুরুত্বহীন বলেছেন: warbook এর কথা মনে পড়ে গেল, দারুণ একটা গেম ছিলো
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪২
গরম কফি বলেছেন:
হুম...তবে এটা হলো বস ......আসুন না ..শুরু করুন ..আমি থাকতে আশা করি ভয়নাই ।
২০|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪৭
শূণ্য উপত্যকা বলেছেন: এটাতে এখনও মেতে আছেন? আমি আর সময় পেলাম না। ![]()
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৭
গরম কফি বলেছেন:
হুম..ব্লগ লেখার সময় পাইনা । আজ কয়কজন ব্লগার ভাগিয়ে নিয়ে যাবো ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): travian, অনলাইন গেমসের উত্তেজনা, ব্লগার দখলের পোস্ট ;
২১|
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২৮
দু-পেয়ে গাধ বলেছেন: খেলুম না, তাই পিলাচ দিচি।
![]()
যেইদিন খেলুম সেইদিন মাইনাচ দিমু অন্য পুস্টে।
১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৭
গরম কফি বলেছেন:
হি হি ..আপনারেও চিকনমিয়া সিনড্রমে ধরছে ..
২২|
১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫০
জুন বলেছেন:
আমি তাস খেলি পিসি তে গরম কফি
যেমনঃ ডাবল ফ্রি সেল সলিটিয়ার স্পাইডার এসব
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬
গরম কফি বলেছেন: সলিটিয়ার স্পাইডার এক সময় অনেক ভালো লাগতো । তবে যে গেমস টার কথা আমি বল্লাম এটা সিরিয়ারস ধরনের গেম.. এখানে প্রতি পক্ষ আবেগ বিহীন সিপিউনয় জলজ্যান্ত মানুষ। আনি নিজে অন্যকে কষ্ট দিতে পারবেন এমনকি সময়ে সময়ে নিজেও কষ্ট পাবেন । এখানে শুধু জয় পরাজয় নয় আছে আবেগ আছে বন্ধুত্ব।
আজ আমার এক নরয়েজিয়ান বন্ধুর গ্রাম ডিফেন্সে আমার ২০০০ সৈন্য মারা গিয়েছে । যদিও প্রতি পক্ষের হতাহতের সংখ্যা অনেক বেশি । কিন্তু এখানে একসাথে জোট বধ্য হয়ে বাচতে এবং মরতে শিখায়।
২৩|
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
দূর্যোধন বলেছেন: শীতের সময় এইসব গেম খেলতে ইচ্ছা করেনা ![]()
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯
গরম কফি বলেছেন:
এই শীতে একটা শাকিব খানের ছবি হলে মন্দ হয়না ... এক দিন আপনাকে সাথে নিয়ে ছবি দেখতে যাবো । কি যাবেন না ? সাথে থাকবে একটা কফি । ( আমি কেবল আমার প্রিয় মানুষদের-ই কফি অফার করি )
২৪|
১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৩
দূর্যোধন বলেছেন: আপনি যে আপনার প্রিয়দের কফি অফার করেন,তা আমি জানি
........ আপনার প্রিয়দের একজন হতে পেরে আমি খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে
![]()
অনেক ধন্যবাদ !!
শাকিব খানের ছবি দেখা তো এই শীতের সময়ে ফরয
লন,একদিন হাঁটা দেই হলের দিকে !!
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩
গরম কফি বলেছেন:
খান মে খান শাকিব..খান....!!
২৫|
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৭
কবির চৌধুরী বলেছেন: আপনে গেছেন।
অন লাইন গেমে লাইফ টাইম স্টাক হয়ে যার মানুষ।
আমি তার ভুক্তভোগী
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০
গরম কফি বলেছেন:
আরে ভাই এখন সারাদিন ই মাথায় থাকে স্ট্রেটেজি আর পলিসি আপডেটে । কিন্তু এটা একবার শুরু করলে আর দায়িত্ব নিয়ে নিলে সরে আসার কোন পথ নাই ।
২৬|
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৮
হাম্বা বলেছেন: ল্যান করে গেম খেলেই প্রচন্ড মজা পাই,
কাজেই এতে অবশ্যই মজা পাব সন্দেহ নাই
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৬
গরম কফি বলেছেন:
রেড এলার্ট২-৩ খেলে দেখেন ..অসাধারন স্ট্রেটিজি গেইম ..যদিও আরও আধুনিক আজকাল দেখাযায় তবে এটা অছম্...
আর ল্যানে প্রতিপক্ষ একজন বা দুই বন্ধু তেমন নাই কিন্তু এখানে ১০ -১৫ জনের গ্রুপ বেধে কয়েক হাজার খেলোয়ারের বিপক্ষে খেলার মজা আলাদা । এমন কি এখানে ফোরাম এবং ব্লগ ও আছে ্ আছে এসোসরিজের নিলাম ঘর। আছে গ্রুপিং আছে ট্যাগিং আর আছে বন্ধুত্ব।
২৭|
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
আলিম আল রাজি বলেছেন: খেলে ঝানাবু।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৭
গরম কফি বলেছেন:
আজ সার্ভার অফ আছে ..। কি নাকি ডিবাগিংএর কাজ চলছে।
২৮|
১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
বখাটে পুলা বলেছেন: হেই ইউ!! স্টপ ইভটিজিং।
১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
গরম কফি বলেছেন:
জ্বি ..আমারে কইলা ? টানজিমা কই ? তারে আমার আদর পৌছে দিবা এই লও লবেনচুস আরএই চিডিডা টানজিমারে দিবা । অহন যাও খেলতে যাও।
২৯|
২৫ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:০০
জিসান শা ইকরাম বলেছেন:
নতুন লেখা কবে পামু ?
২৫ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
গরম কফি বলেছেন:
মাস্টার্স পরীক্ষা চলছে তার পর আনেক কিছুর ই আইডিয়া আছে ।
৩০|
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
বখাটে পুলা বলেছেন: ইয়ে খফি আফা...আপনি কি.............(প্রিন্স নাভানার ইমু) :!> :#>
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
গরম কফি বলেছেন:
chi ..dusto ...amon kora bilana..lojja laga..
৩১|
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩১
নাসের সরকার বলেছেন: দেখি চেষ্টা করে। ভালো থাকবেন।
২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৯
গরম কফি বলেছেন: dont try this at home...it is a bad game..any one can be addicted ... i am trying to keep me away form it ..but now it is quite impossible until my all villages totally destroyed.....
৩২|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮
ইয়েন বলেছেন: ভাই আপানেক মেইল করলাম..কিন্তু জবাব পেলাম না....পুরানো পোস্ট দেখেই আপনাকে মেইল করা...সমস্যা হল আমি আপনার লিন্ক এ ক্লিক করলে রেজি. ফর্ম আসে কিন্তু প্রথমেই এ্যাকটিভেশন কোড চায় এর পরে নাম ই-মেইল,..আমি এ্যাকটিভেশন কোড কোথায় পাব আমি তো রেজি। ই করলাম না
২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৫
গরম কফি বলেছেন:
it is time out now...and that Beta server is over...and that goood news is our group win this wonder ..ha ha ha.. now you can play in server 4 ..or other server..if any prob contract with me ..
০২ রা মে, ২০১১ সকাল ৯:৪২
গরম কফি বলেছেন: am in s-8 ..i may help you here ?
৩৩|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১:২৭
মেটাফর বলেছেন: কি খেলা শিখালেন ভাই, গত দেড় মাস ধরে কোন রাতেই দুই ঘন্টার বেশী একটানা ঘুমাতে পারি নাই।
তিনটা সার্ভারে খেললাম কয়দিন, পরীক্ষা সামনে একটা ছেড়ে দিতে হলো। বাকি দুইটা চালাচ্ছি এখনো। একটাতে র্যাংক ১৮৬, কিন্তু কোন ডুয়াল নাই। এই প্লেস বেশীদিন রাখা সম্ভব না।
এখন বলেন কি করি? ডুয়াল কেমনে পাই? বাদ দিয়ে দিতেও ইচ্ছে করছে না।
ভালো কথা, আপনি কি কোন সার্ভারে খেলছেন এখন?
৩৪|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৩:২২
গরম কফি বলেছেন: মেটাফর @ বেটা সার্ভার সাফল্য এবং জয়ের সাথে শেষ করেছি । খেলার নেষা ছাড়তে পারিনা তাই র্র্ংার ২ এ ইয়াহু নামে একটা একাউন্ট খুলে রেখেছি । মোটেই সিরিয়াস না । যদি আপনি সার্ভার ৪ এ খেলেন তবে এখানে কিছু পূরান পাপী আছে । আমার সাথে ডুয়েল করতে পারেন।তবে আমি খুব কম সময় দিতে পারবো । আপনার কনট্রাক্ট নং দিন ।
৩৫|
৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:১১
মেটাফর বলেছেন: সার্ভার ৪ এ খেলছি না। সার্ভার ২(ts2.travian.com কি?) সিরিয়াসলি নিবেন নাকি? মাত্র তো শুরু হলো, লাগলে আমি ডুয়েল করলাম। আমার ছুটি খুব বেশীদিন থাকবে না। আরো কাউকে পাওয়া যাবে হয়তো এর মাঝে।
আপনি আমার সাথে ডুয়েল করবেন, এটাই যথেষ্ট। বেশী সময় দেয়া লাগবে না। আপনি আমাকে কিছু অভিজ্ঞতা ধার দিলেই অনেক। আমি সার্ভার ১-এ আছি(ts1.travian.com)
user- alphonse1
আপনার ফোন নাম্বার আছে আমার কাছে। আজকেই ফোন দিবো।
(এখনি দিতাম, কিন্তু বন্ধুরা আমার ট্রাভিয়ান নিয়ে বড়ই খাপ্পা। সারাদিন এটাতে পড়ে থাকি, তার এখন যদি এদের সামনে আপনার সাথে এই নিয়ে কথা বলি......ইয়া খোদা, আমারে রক্ষা কর)
৩৬|
৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৪১
সবখানে সবাই আছে বলেছেন: ইভোনি মনে হয় ট্রাভিয়ানের থেকে ভালো। আমি আগে ট্রাভিয়ান খেলতাম। কিন্তু যখন দেখলাম টাকা ছাড়া আগানো যাচ্ছে না তখন ইভোনি খেলা শুরু করলাম। ইভোনি তেও টাকা লাগে কিন্তু টাকা ছাড়াও আপনি অনেক দূর যেতে পারবেন। আর গ্রাফিক্স অসাধারন। মনে হয় এজ অফ এম্পায়ার খেলছি।
০২ রা মে, ২০১১ সকাল ১০:০৩
গরম কফি বলেছেন: এটাও ভালো ।
৩৭|
৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১০
গরম কফি বলেছেন: আপনি সামরিক দিকে নজর দিলে হবেনা । সাফল্য লুকিয়ে আছে বেসামরিক অভিযান গুলোতে । ট্রেডিং য়ে নিয়মিতো অংশ গ্রহন করে ডলার খরচ ছাড়াই যথেস্ট গোল্ড পাওয়া যায় । অন্ততো আমার কখোন অভাব হয়নি । তবে এ খেলা মাথার ঘিলুর বারটা বাজিয়ে দেয় । সিনিয়র গ্রেট বসেরা রিটায়ার্ড করেছেন।
৩৮|
৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৯
ইয়েন বলেছেন: আমারে সাহায্য করেন....আমি কোন টাস্কই crop er জন্য পারছিনা....উপরের মেটাফর ভাই আমিও সার্ভার ২ এ আছি....নাম Asif Ahmed Ian vil. name. fi8ers vil দরকার হইলে পাসওয়ার্ড ও নেন ![]()
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৭
গরম কফি বলেছেন:
মার্চেন্টাইজার ব্যাবহার করে রিসোর্স এক্সচেন্জ করতে পারেন ।
৩৯|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৫
মেটাফর বলেছেন: @গরম কফিঃ আমার বন্ধুরা আমার মোবাইল সিজ করেছে। কালকে দুইটা এসাইনমেন্ট জমা। খালি ট্রাভিয়ান খেলি তাই এই ব্যবস্থা। আমার ই-মেল এড্রেসটা রাখেন। আমি অনলাইনে আছি। একটা নক দেন খালি আমাকে।
[email protected]
@ইয়েনঃ আপনি উপরের ইমেলে আমারে আপনার লগিন আর পাসওয়ার্ড পাঠিয়ে দেন। আমি দেখছি কি করা যায়। অবশ্য আমি আরো ঘন্টা তিনেক অনলাইন থাকবো। নক দিতে পারেন।
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৪৫
গরম কফি বলেছেন:
আপনার বন্ধুদের ধন্যবাদ । আমার মোপেলটাও সমস্যায় ছিলো । সিমটা বড় ভাইয়ের ডুয়েল সিমের সেটে আছে ।
এই খেলাটার প্রতি বেশি সিরিয়াসনেস না দেখানোই ভালো । সার্ভারের শেষ দিন গুলোর কথা মনে হলে আজও হাত পা বন্ধ হয়ে যায় । একটা ওনডার্স ৯৮ লেভেলে নিয়ে যখন সম্পূর্ন ধংস হলো তখনকার মনের অবস্হা যদি আপনি বুঝতেন তার চাইতে মড়াও বুঝি কম কষ্টের । বাড়তি কাজ হিসাবে সার্ভারের বন্ধুদের প্রতি দিন ৫০- ৬০ টা মেইলের জবাব দেয়া তাদের রোডম্যাপ দেয়া বেঈমান গুলোকে টাইট দেয়া ...ও..হহহ
৪০|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫৫
ত্রিভুজ বলেছেন: এগুলোকে বলে MMORPG. king of chaos নামের একটা MMORPG খেলতাম আগে, টানা চারবছর খেলেছিলাম তারপর গেমটা কিছুদিনের জন্য অফলাইন ছিলো বলে খেলাটা আর কন্টিনিও করা হয়নি। এগুলো খুব মারাত্বক ধরনের নেশা তৈরি করে। এমনও হয়েছে গভীর রাতে ঘুম থেকে উঠে জমে থাকা টাকা দিয়ে অস্ত্র কিনে আবার ঘুমাতে গিয়েছি। এখনো iPad এ এধরনের কয়েকটা গেম নিয়মিত খেলি। কয়েক ঘন্টা পর পর দুই-তিন মিনিট সময় দিলেই যথেষ্ট।
এনিওয়ে, রিভিউর জন্য ধন্যবাদ। খেলে দেখবো সময় করে।
০১ লা মে, ২০১১ রাত ১১:০০
গরম কফি বলেছেন:
একেবারে আসল কথাটা বলেছেন । মুখে বলি সিরিয়াস না তবে খেলা কিন্তু ছাড়তে পারিনি । আদৌসম্বব কিনা জানিনা । আর ছাড়তেও চাইনা । সবার ই নিজস্ব কয়েক টি ভূবন থাকে । থাকুক না !!
৪১|
০১ লা মে, ২০১১ রাত ১২:৩৬
মেটাফর বলেছেন: @গরম কফিঃ তাহলে কি বলেন?ছেড়ে দিবো নাকি? আদৌ সম্ভব?
@ত্রিভুজঃ আমার অলরেডী এই সমস্যা শুরু হয়েছে। রাতে একটানা ঘন্টা তিনেক ঘুমাতে পারিনা।
০১ লা মে, ২০১১ রাত ১০:৫৫
গরম কফি বলেছেন:
আরে ভাই আমি স্বপ্নেও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের কথা চিন্তা করতাম হা হা হা...
সেইযে ত্রিভুজের কথা কয়েক ঘন্টা পর পর দুই-তিন মিনিট সময় দিলেই যথেষ্ট। কিন্তু সারাক্ষন মনের মধ্যে কেবল আপডেট করার চিন্তা থাকেই ..তাইনা ? তবে এ সময় আমার কিছু বদঅভ্যাস ছাড়তে পেরেছিলাম ।
ছেড়ে দিবো নাকি? আদৌ সম্ভব?@ ..ভাই পারবেন না ...বাজি লাগিয়ে বলতে পারি ..সম্রাজ্য যত বড় হবে তত রিস্ক তত ঝামেলা তত দ্বায়িত্ব ।
৪২|
০২ রা মে, ২০১১ ভোর ৪:৩৩
পেঁচালি বলেছেন: প্রিয়তে রাখলাম - পোকার খেলা যায়???
০২ রা মে, ২০১১ সকাল ৯:৩১
গরম কফি বলেছেন:
yah ..
৪৩|
০২ রা মে, ২০১১ সকাল ৯:২১
আকাশ_পাগলা বলেছেন: আপনার পোস্ট দেখে আমিও রেজিস্টার করেছিলাম। এখন থামতে পারিনা।
সেকেন্ড ভিলেজ দিতে পারছিনা, দিলেই আপনি কয়েন পাবেন। কিন্তু আমি অলরেডি কয়েকজনকে রেজিস্টার করালাম, কয়েনও পেলাম।
২য় ভিলেজ দেবার জন্য সেটেলার তৈরি করার আগেই ওদের এটাকে মেরে ফেলে আশেপাশের লোকেরা।
কী করব????
Map(177|-15) এইটা আমি। রিজভান হাসান।
সার্ভার কম এইটে।
০২ রা মে, ২০১১ সকাল ৯:৩১
গরম কফি বলেছেন:
হুম... এটা একটি সহজ সমাধান আছে ।
১. বড় কোন এলিয়েন্সের ম্যাম্বার হয়ে যান এবং সেখানকার কোন ফাউন্ডারের রাজধানী সবচাইতে ভালো হয় ওয়েসিসে সেটেলারকে রিইনফোর্স পাঠান ।
নিজস্ব হিরো ব্যাবহার করে নিজেই একটা ওয়েসিস দখল করা খুব দরকার । এখানে নিজস্ব সৈন্য / রিজার্ভ ফোর্স এবং সেটেলারকে লুকিয়ে রাখুন।
আপনি আমার ভিলেজকে আপনার সিসটার ভিলেজ বানিয়ে নিতে পারেন । তাতে রক্ষনাবেক্ষন সহজ হবে ।
০২ রা মে, ২০১১ সকাল ৯:৩৪
গরম কফি বলেছেন:
আর আপনার বাবদ কোন কয়েন আমি পাবোনা । কারন এটা রেফারেল লিংক নয় । আমি কাউকে রেফারেল লিংক দেইনা। আমার গোল্ড পাওয়ার অন্য ওয়ে আছে ।
৪৪|
০২ রা মে, ২০১১ দুপুর ১২:০০
আকাশ_পাগলা বলেছেন: রেফারেল দিলে সমস্যা টা কোথায়?
এটা ত গেইমেরই একটা অংশ তাই না?
আপনি কি সার্ভার ৮ এ?
আমি নিজেই একটা এলায়েন্স দিয়ে ফেলেছি। এখন অন্য কোথাও যাই কী করে? আমার পাশের ৪টা ওয়েসিস মোটামুটি ভয়ংকর। তবে, আমি একটু দূরের ২-৩ টা ওয়েসিসে নিয়মিত এটাক করি। কিন্তু ওগুলা আমার স্মল ম্যাপের বাইরে। তাই আমি ওগুলার কাছে আমার ভিলেজগুলা করতে চাই যেন ওগুলাকে দখল করতে পারি।
সত্যিকার অর্থেকে এখনও গোল্ড কয়েন খুব একটা কাজে লাগেনা। প্রোডাকশন বাড়ালাম এই ত। রিসোর্স ম্যানেজ করাটা অবশ্য মাঝে মাঝে কাজে লাগে। বেশি দরকার নাই। হলে কিনে নিতাম !
আপনাকে রি ইনফোর্স পাঠাবো কী করে?
০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৫
গরম কফি বলেছেন:
না ভাই ধন্যবাদ । আমি এখানে সিরিয়াস না । যাস্ট একটু খোচা আসলে পূরানো বন্ধুদের সাথে টাচে থাকা আরকি । তবে আপনি ১-২ মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবেন । কিচ্ছু করার নাই ..এটাই এখান কার রীতি । তবে রাজনিতি বুঝলেই কেবল টিকতে পারবেন !
সবাইকে বলি যুদ্ধের চেয়ে রাজনীতি ভালো
চাষ বাসের চেয়ে যুদ্ধ ভালো
৪৫|
০২ রা মে, ২০১১ রাত ৯:২৮
আকাশ_পাগলা বলেছেন: আমি কিন্তু যুদ্ধ করে মোটামুটি টিকে আছি।
বাড়তে পারছিনা বেশি, তবে একেবারে থেমেও নেই। রিসোর্স এর লেভেল বাড়িয়ে চলেছি। কতটুকু দমাবে?
আমি অয়ার মুডে না যেয়ে ট্রেডিং মুড/মার্চেন্ট মুড সিলেক্ট করেছিলাম। ওই ভাবেই খেলি। মানুষকে গুতাইতে ভাল্লাগে না। নিজের মত থাকি। কেউ আমাকে এটাক করলে ওরে ম্যাসেজ দেই যে, শান্তির পথে আস।
আমি গলস। ট্র্যাপ আছে আমার ৪০০ টা। আগে আমাকে এটাক করলে আটকে রাখতাম। একেকজনের ২০০-৩০০ টা আটকে রাখতাম। পড়ে ছেড়ে দিয়ে ম্যাসেজ দিতাম যে শান্তির পথে আস, এডভান্স উপহার হিসেবে এদের ছেড়ে দিলাম।
এখন দেখি যারা এটাক করে ২০০০, ২৫০০ এর কাছাকাছি সৈন্য নিয়ে আসে। এখন খালি মাইরের উপরে আছি। ডিফেন্স ইউনিট বেসিকালি কাজে লাগেনা। এত ডিফেন্স ইউনিট খাওয়ানোর চাইতে আমাকে লুট করে নিলেও আমার বেশি রিসোর্স থাকত।
৪৬|
০৩ রা মে, ২০১১ রাত ১:৫৪
ইয়েন বলেছেন: ভাই আমারে হেল্প করেন....আমারে তো পুরা এ্যাটাক এর উপরে রাখছে
...@মেটাফর ভাই আপনি বললেন আমার হিরু নাকি ডেড তাইলে নয়া হিরু পাব কুথায়? ....গেম টা মাথার ১০০ হাত উপরে দিয়া যাচ্ছে এর জন্যই মনে হয় এখনও খেলা ছারিনি...রিসোর্স বাড়াতে হবে এ ছারা এখনও তেমন কিছুই বুঝলাম না আফসুস
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:১৩
গরম কফি বলেছেন:
একটা মারা গেলে আরেক টা ট্রেইন করে নিন ।
এটাক রোধে টিপ্ স
১. আবশ্যই প্রথম সাতটি এলায়েন্সর মধ্যে যেকেন একটিতে যুক্ত হন । যাদের ন্যাপ এবং চুক্তি বদ্ধ এলায়েন্সে ভালো সামর্থ আছে । তখন অন্যরা আপনাকে আক্রমন করতে সাহস পাবেনা ।
২. নিজেকে অন্যের সাপ্লাই ফার্মে পরিনক করতে দিবেন না ।
এজন্য ট্রি বা স্ট্রং রুম বানান ৬ টি ..তারপর কেন্দ্র থেকে অনেক দূরে আপনার গ্রাম থেকে ও আনেক দূরে যার আশে পাশে কোন গ্রাম নেই এমন প্রত্যান্ত অন্চলে পরের গ্রাম গুলো বানান । তাহলে ডিফোন্সের জন্য াযথা সময় আপচয় হবেনা । এবং গ্রেট গ্রেট খেলোয়ার রা এই ভাবেই খেলে ।
আরও কোন সমস্যাথাকলে জানাবেন ।( সমস্যার তো মাত্র শুরু
)
মনে রাখবেন মহান সম্রাটের তলোয়ারের ধার যেমন লাগে তারচাইতে বেশি লাগে মগজের ধার ।
আপনি বলেছেন এই খেলা মাথার উপর দিয়ে যাচ্ছে । আমি বলবো যেতে দিন । ভিতরে ঢুকাবেন তো মরবেন । গ্যারেন্টি সহকারে মরবেন ।
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:২৪
গরম কফি বলেছেন: ৩.প্রফাইলে দেশের নাম মুছে দিন । তাতে আপনার কান্ট্রি টাইম দেখে অন্যরা আপনার অনলাইন- অফলাইন সময় সম্পর্কে ধারনা করতে পারবেনা
৪৭|
০৩ রা মে, ২০১১ বিকাল ৪:৪৬
ইয়েন বলেছেন: @ লেখক ভাই আপনি নাকি ts2 তে খেলেন? খেললে ভাই আমারে প্রোটেক্ট করেন ![]()
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:২০
গরম কফি বলেছেন:
কমেন্ট ৪৬ উত্তর দেখুন । ts2 তে আমার একাউন্ট মুছে দিয়েছি। এখন ৮ এ না থাকার মতো একটা আছে তাও আড্ডার জন্য । ধৈর্য ধরুন । আপনার সময় আসবে । তখন অন্যরা আপনার অত্যাচারে অতীষ্ঠ হবে ।
৪৮|
০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:১৬
আকাশ_পাগলা বলেছেন: সরি ব্রো।
আমি বুঝিনি যে আপনিই ইয়াহু।
বাংলা ব্লগে গরম কফি লেখাটা ইংলিশে দেখে তখন বুঝিনি।
আমি খুবই দুঃখিত।
ম্যাসেজ দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:২৯
গরম কফি বলেছেন:
ইটস ওকে ম্যান ..। আপনার প্রফাইল দেখলাম । আপনি যে ওয়ে তে খেলছেন তাতে আপনার ধ্বংস হওয়া কেউ ঠেকাতে পারবেনা । ৩৫০ + পপ তিন্তু সেকেন্ড ভিলেজ নেই!! আপনি কি অন্যের জন্য সাপলাই সরবরাহ করছেন ? নিজেই এলায়েন্স খুলে বসে আছেন..মনে রাখবেন ১৫+ এলায়েন্স গুলো যাস্ট অন্যের উপরে উঠার সিড়ি ।
৪৯|
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:৩০
আর.এইচ.সুমন বলেছেন: দেখি ট্রাই করে ![]()
০৫ ই মে, ২০১১ রাত ১১:২৯
গরম কফি বলেছেন:
দেখেতে যেয়ে ফাদে পরবেন না যেনো ।
৫০|
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:৪৭
ব্যানেট বলেছেন: Registration code কীভাবে পাবো?
০৫ ই মে, ২০১১ রাত ১১:৩৬
গরম কফি বলেছেন:
এটা আপনাকে মেইল করে পাঠাবে ।
৫১|
০৬ ই মে, ২০১১ রাত ২:৩১
ইয়েন বলেছেন: ও ভাই ভাল কথা এ্যাটাক করলে আমার করনিয় কি? পাল্টা এ্যাটাক?
০৬ ই মে, ২০১১ রাত ১০:২৪
গরম কফি বলেছেন:
এটা নির্ভর করে কে আপনাকে এটাক করলো তার উপর বিবেচনা । অফেন্স সব সময় বেস্ট ওয়ে নয় । যথা সম্বব কম ক্ষয় স্বীকার করে নিজেকে রক্ষা ।
৫২|
০৬ ই মে, ২০১১ রাত ২:৪৪
পেঁচালি বলেছেন: ভাই আমি রেজি করতে পারছি না - রেজি কোড চায় - অনেক চেস্টা করেও পারলাম না ![]()
০৬ ই মে, ২০১১ রাত ১০:৩১
গরম কফি বলেছেন:
http://travian.com/#serverRegister
এখানে চেস্টা করুন । সর্ব শেষ চালু হওয়া সার্ভার বেছে নিলে ভালো করার সুযোগ থাকে । তবে আপনার ইচ্ছা ।
৫৩|
০৬ ই মে, ২০১১ ভোর ৬:৫৫
মেটাফর বলেছেন: @গরম কফিঃ আপনাকে লগিন, পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি। ভালো কথা। এইভাবে ছাড়াছাড়াভাবে খেলতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ট্রাস্ট করার মত ভালো বন্ধু না পেলে মজা নাই। ওইখানে আমার পপুলেশন ভালো, কিন্তু বাংলাদেশের কোন ভালো প্লেয়ার নাই।
একটা প্রস্তাব রাখি, হয় আমরা যেকোন একটা সার্ভারে খেলি, নাহলে দুইটা বা তিনটা স্ট্রং ডুয়েল একাউন্ট খুলি। আমার গ্রাজুয়েশন এই বছরই কমপ্লিট হয়ে যাবে। তার মানে এর পরের বছর থেকে আমি আর সিরিয়াসলি খেলতে পারবোনা। মনে বড় সাধ, একটা সার্ভার জিতি।
বিঃদ্রঃ মূল পোস্টে লিঙ্কটা বেটা সার্ভারের। পালটে দিতে পারেন। অন্য কিছু একটা দেন।
০৭ ই মে, ২০১১ রাত ১২:২৩
গরম কফি বলেছেন:
আর আপনার দেয়া পাসওয়ার্ড ভূল আছে ।
একই সার্ভারে ভূলেও আবারও বলছি ভূলেও একাধিক ইউনিক আইডিতে লগইন করবেন না । সিটার হলে সমস্যানাই অন্যথায় মডারেটর প্যানেল আইপি ব্লক করে দিবে ।
যেকোন একটা সাভার বেছে আমাকে জানান ।
বাংলাদেম ধেকে একক ভাবে কারো পক্ষে সাভার জিতা সোজা বাংলায় অসম্ভব ।
পাল্টে দিলাম ।
৫৪|
০৬ ই মে, ২০১১ সকাল ১১:৩৭
আকাশ_পাগলা বলেছেন: আমি সেকেন্ড ভিলেজ করে ফেললাম।
চেষ্টা করছিলাম অনেক দিন ধরে, কিন্তু সেটেলার বানানোর জন্য রিসোর্স জমালেই এটাকে পড়ি।
নাহ, কারও সাপ্লাই ফার্মে পরিণত হইনি এখনও।
আমার ক্র্যানি ২ টা। আর, ৪০০০ এ যাবার আগেই আমি সোলজার তৈরি করে ভাসিয়ে দেই। নয়ত বড়সড় লেভেল আপডেট করে রিসোর্স সবসময় ৩৫০০ এর নিচে রাখি।। তবে, সাধারণত আমি এটার করি না। বিজনেসই ভাল্লাগে।
আমার আশেপাশের মানুষদের ফোর্স দেখি ২০০০ এর উপরে। ওদের সাথে কম্পিটিশনে পারছিনা।
তবে, বুদ্ধি করে খেলতেছি। খেলাটা টানা খেলা যায় না, এটাই প্রব্লেম। খুব সময় নেয়। স্লো।
০৭ ই মে, ২০১১ রাত ১২:২৭
গরম কফি বলেছেন:
চেস্টা চালিয়ে যান। সিটার নামে একটা অপশন আছে । এতে আরও দুজন ব্যাবহার কারীকে পার্টনার করতে পারবে যারা তাদের পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগইন করতে পারবে । এবং আপনার নির্মান কাজে সাহাজ্য করতে পারবে । ব্যাপারটা কাজে লাগানোর চেস্টা করু ন।
০৭ ই মে, ২০১১ রাত ১২:৩৮
গরম কফি বলেছেন:
ক্যাপিটাল নির্বাচন করুন ( প্যালেস নির্মান ) অটো হাইড ট্রুপস নির্বচন করুন । সময়ে সময়ে হাইড উঠিয়ে দিয়ে আক্রমন কারিকে সারপ্রাইজ দিন হা হা হা ।
৫৫|
০৭ ই মে, ২০১১ রাত ২:০২
মেটাফর বলেছেন: @গরম কফিঃ আমি পাসওয়ার্ড আবার পাঠাচ্ছি। আমি একা কয়েকটা একাউন্ট খুলতে বলছি না।(তাইলে তো ধরা!) এই বোকামি আমি করছি না। বাংলাদেশ থেকে এককভাবে সার্ভার জেতা সম্ভব না আমিও জানি। কারন, তাহলে সবাই একই টাইম জোনের হয়ে যাবে, বিশাল সমস্যা। কোনভাবেই সম্ভব না। আমি যেটা বলছিলাম, ট্রাভিয়ান সিরিয়াসলি খেলে এরকম বেশ কয়েকজন আছে বাংলাদেশে। তাদের মাঝ থেকে তিনটা একাউন্ট হলেই এনাফ। বিশ্বাস করার মত বন্ধু থাকলে যথেষ্ট। তার ওপর, আপনার এই পোস্টে বেশ সাড়া পড়েছে। নতুন যারা খেলতে আসবে তারা সেই সার্ভারে চলে আসবে। তখন আমরা তাদের মিলিটারি প্রোটেকশন দিতে পারবো।(যেমনটা আপনি আমাকে বেটা সার্ভারে দিয়েছিলেন)
কি বলেন?
০৭ ই মে, ২০১১ সকাল ১১:০০
গরম কফি বলেছেন:
সুন্দর প্রস্তাব ..। সবাইকে বলছি মেটাফরের প্রস্তব টা বিবেচনা করার জন্য । এর চাইতে সুন্দর মজার খেলা আর হয়না ।
৫৬|
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৫
আকাশ_পাগলা বলেছেন: ক্যাপিটাল নির্বাচন করুন ( প্যালেস নির্মান ) অটো হাইড ট্রুপস নির্বচন করুন
অটো হাইড আবার কীভাবে নির্বাচন করে? এইটা কী জিনিস ভাই?
আমি ত জানতাম ট্রুপ্স এমনিই অটো হাইড থাকে !!!
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১৬
গরম কফি বলেছেন:
রাজধানীর র্যালি পয়েন্টের গোল্ড ক্লাব >Evasion settings এ টিক উঠিয়ে দিলে হাইড হবেনা । মাঝে মধ্যে টিক রাকবেন আবার উঠিয়ে দিবেন । ক্যাটার পিলারের আক্রমনে যখন এছারাও প্রয়োজন অনুসারে নিজেই বুঝে নিবেন কখন রাখতে হবে কখন উঠিয়ে নিতে হবে ।
৫৭|
০৭ ই মে, ২০১১ রাত ১০:৪৩
ইয়েন বলেছেন: মেটাফর ভাই & লেখক আমাকেও আপনাদের সাথে নিয়েন...আমি খালি মাইর খাইতাসি...১ দিন লগইন করিনি দেখি ১২-১৩ জন আ্যাটাক করসে
....আরও ২ জন আইতাসে আমার সোনার গ্রামে
...ছাএলীগে জয়েন করুম রাজনিতী শেখার জন্য
...
০৮ ই মে, ২০১১ রাত ২:২৩
গরম কফি বলেছেন: http://www.travian.com/?uc=com1_2669
make a account and give us your nick name ...
৫৮|
০৮ ই মে, ২০১১ সকাল ৮:২১
মেটাফর বলেছেন: @ইয়েনঃ ওইটা বাদ দিয়ে দেন। যদি কোন সার্ভার আগামী কয়দিনের মধ্যে শুরু হয়। আমি লিঙ্ক দিয়ে দিব। এখন একটা শুরু হচ্ছে অবশ্যি। কিন্তু ওইটা স্পিড সার্ভার, ওখানে একা খেলে কুলাতে পারবনা।
@গরম কফিঃ আমি ভাবছি আগের একাউন্টগুলো ডিলিট করে দিবো। নতুন সার্ভারে যদি পরিচিত লোকজন সবাই মিলে খেলে, তাহলে আবার। নাহলে আর না। প্রচুর স্ট্রেস। আপনি বেটা সার্ভারে এই প্রেশার নিয়ে টিকে ছিলেন কিভাবে? সেই তুলনায় আমি তো এখনো কিছুই করি নাই।
@আকাশ পাগলাঃ কি বলেন? একসাথে খেলবেন নাকি নতুন একটা সার্ভার?
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৫৬
গরম কফি বলেছেন:
ভাইজান নতুন কোন সার্ভার শুরু করার ইচ্ছা আর উদ্দম নাই । কেউ কোন সার্ভারে আপটা ভিলেজ করার পর অবশ্যই ডুয়োলে যাওয়া উচিত । তা না হলো ওনডার্স স্টেজের যে প্রেসার সেটার সাথে দু-তিন ভিলেজ স্টেজের প্রেসার রের তুলনা হয়না। আজ থেকে এক মাস পর আপনি আমার কথাটার মানে অন্তর থেকে বুঝবেন ।
৫৯|
০৮ ই মে, ২০১১ সকাল ১১:০৬
গরম কফি বলেছেন:
আর সিরিয়াস ভাবে না খেললে কি হয় ?
একটা ছোট্ট পরিসনংখ্যান দেই। বেটা সার্ভারে আমাদের এলায়েন্সের নাম ছিলো PAC ( population control alliance ) সরাসরি আমার হাতে ১৪ জন প্রতিস্ঠিত ( ৫-১২ ভিলেজ ) খেলোয়ারের একাউন্ট নিশ্চিহ্ন করেছি । এভাবে আপনিও হবেন ।
if you want to play then play serious either no need to through your time.
৬০|
০৮ ই মে, ২০১১ দুপুর ১২:০০
ইয়েন বলেছেন: @লেখক আমার বর্তমান একাউন্ট তাহলে কি ডিলিট করে দিব/খেলা ছেরে দিয়ে আপনার লিন্ক এ একাউন্ট করলেই হবে?
০৮ ই মে, ২০১১ দুপুর ১২:১৮
গরম কফি বলেছেন: http://www.travian.com/?uc=com1_266
এটা মেটাফরের এলাকার লিংক ...(-, -) এরিয়াতে কো অরডিনেট সিলেক্ট করে রেজিস্টেশন করে ফেলেন । আপনাকে আমি সেটার বানিয়ে দিবো । তখন আপনি আর মেটাফর দুজন দুজনকে হেল্প করতে পারবেন । এবং একসাথে ডুয়েল খেলতে পারবেন ।
মেটাফরের টারগেট এক মাসের মধ্যে আরও পাচটা ভিলেজ ..।
৬১|
০৮ ই মে, ২০১১ দুপুর ১২:৩৬
ইয়েন বলেছেন: লিন্কে ক্লিক করলে সার্ভার ১,২,৯ আসে...কোনটায় একাউন্ট করব?
০৮ ই মে, ২০১১ দুপুর ১২:৩৮
গরম কফি বলেছেন: http://www.travian.com/?uc=com1_26
এখানে (-, -) এরিয়াতে
০৮ ই মে, ২০১১ দুপুর ১২:৩৯
গরম কফি বলেছেন: ১
৬২|
০৮ ই মে, ২০১১ দুপুর ২:১৯
ইয়েন বলেছেন: ভাই একাউন্ট করলাম নাম : Asif Ahmed Ian server :1
next e ki krbo?
৬৩|
১০ ই মে, ২০১১ বিকাল ৪:২২
মেটাফর বলেছেন: ভাই, একটা ক্রপার সিলেক্ট করে দেন।
ইনবক্সে ক্রপার সিলেকশন নামে মেসেজ দেয়া আছে।
ওইখানে কিছু সাজেশান আছে।
কোনটা ভালো হয় একটু দেখে দেন।
৬৪|
১২ ই মে, ২০১১ রাত ১১:২১
ইয়েন বলেছেন: ভাই খেলাটা ছাইরা দিলাম....কিছুয় বুঝি না তাই ....আপনারা রাজনিতী কি করেন তা বুঝি না..ছাএলীগার না তো
১৩ ই মে, ২০১১ রাত ১২:৩৭
গরম কফি বলেছেন:
আরে ভাই
http://www.travian.com/?uc=com1_26
ক্লিক করে একটা ভিলেজ খুলেন । এরিয়া দিবেন + , + এর ঘরে । তারপর আমরা আছি । কোন চিন্তা নাই । কষ্ট করে তিন দিন খেলুন । আর আমাকে ফোন দিন । আমি আমাদের পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট টেক কেয়ার করবো ।
৬৫|
১৩ ই মে, ২০১১ রাত ১২:৪১
রিফাত হোসেন বলেছেন:
আমার টাভিয়ান স্পিড থ্রিতে চারটা গ্রাম আর আর তিনটা ফ্রেন্ড এর গ্রাম ছিল । ভালই দল তৈরী করেছিলাম বিডিএটি ...
আরও ২৫টি বিভিন্ন বিদেশী ফ্রেন্ড ও ।
এখন অবশ্য আর খেলি না । পানসা লাগে ।
এইজ অফ এম্পয়্যার ট্রায় দিচ্ছী ।
১৩ ই মে, ২০১১ রাত ১:৪১
গরম কফি বলেছেন: এইজ অফ এম্পয়্যার অন লাইনে খেলিনাই । তবে বর্তমানের নতুন গ্রাফিক্সে আর সিস্টেমে খেলাটা সম্পূর্ন আলাদা । আশা করি হতাস হবেন না ।
http://www.travian.com/?uc=com1_26
আসুন খেলুন ।
৬৬|
২৮ শে জুলাই, ২০১১ রাত ৯:০৮
বেঙ্গলেনসিস বলেছেন: সবাইরে সামুর দোহাই লাগে ট্রাভিয়ান খেইলেন না। ট্রাভিয়ান খেইলা আমার জীবন থেকে কয়েকটা মাস ঝইরা গেছে। রাইতে ঠিকমত ঘুমাইতেও পারতাম না। পরে অনেক কষ্ট কইরা ছাইড়া উদ্ধার পাইসি।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৭
গরম কফি বলেছেন:
আপনার সাথে এক মত । আর জিব্বনেও খেলমুনা । মাফ চাই দোয়াও চাই ।
৬৭|
২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৪
মেটাফর বলেছেন: ভাই, আপনারে জিজ্ঞেস করলাম না যে একটা সার্ভার জিতা পসিবল কিনা? জিতসি। লিড দিয়া জিতসি। বেশ কিছু বাংলাদেশী প্লেয়ার ছিলো সাথে। দুইজন আমাদের WW হোল্ড করসে।
তবে ভালো পেইন পাইলাম। মেইন লিডার হিসাবে বহু পেরেশানী গেছে। অফেন্স প্ল্যান করা বিশাল স্ট্রেস। কিন্তু বিশাল ব্যবধান নিয়া com সার্ভার জিতে মজা পাইলাম।
তবে এইটা ঠিক, শখ মিটে গেছে। আর না। মজা নিয়া খেলার দিন আর নাই। এখন খেলতে গেলে বিশাল expectation কাজ করে। ট্রাভিয়ান এখন পেইন-এর পর্যায়ে চলে গেছে।
১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১১
গরম কফি বলেছেন: অভিনন্দন । তবে এই কথাটি একেবারেই সত্য মনবল ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে যাওয়াটাও একটা বিশাল কৃতিত্ব ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭
জাওয়াদ হাসান বলেছেন:
পরে খেলুমনি, আগে মাইনাস দিয়া লই।