নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

একটি চরম আস্তিকীয় প্রেমের কোবতে

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫



হে ঈশ্বর তুমি দিয়েছো আমায়,
প্রেমময় জন্মভূমি, আনন্দে ভরা কৈশোর ও তারুণ্য
তবে কেনো দেয়োনি আমায়?
নায়কোচিত রূপ ও লাবণ্য?

হয়তো জন্ম নিতেম কাশ্মীরের এক ঘরে
জেবা বখতিয়ারের মতো হতো প্রেয়সী আমার
বলিউডের সুরে খেলতাম কুতকুত
কোন নাস্তিকের সাথে গড়তাম না খামার


কেন জন্ম দিলে বাঙালী করে?
কেন দিলে এমন এরশাদের মত প্রেমিক হৃদয়
যখনই দেখি বাঙালী সৌন্দর্য ও লাবণ্য
এরশাদের মত কবিতা লিখতে ইচ্ছা হয়

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:




সবই দিয়েছেন, সুর্যমুখী অকারণে খালি সুর্যকে বড় করে ভাবে, সে নিজেই সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর; আপনি সুর্যের দিকে তাকিয়ে আছেন, নিজের দিকে তাকান।

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯

দেশী পোলা বলেছেন: ভাল বলেছেন, সত্য বলেছেন :)

২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

রুদ্র জাহেদ বলেছেন: X(( X((

৩| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: বাহ! সুন্দর কবিতা তবে এরশাদ সাহেবকে না টানলে আরো ভাল হতো ,,,

৪| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.