নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

বিগত দশক বাংলা ব্লগে সুদীর্ঘ ত্যানা পেচাইয়া কি লভ্যস্ত লভিলাম

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

স্রষ্টার অসীম কৃপায় সুদীর্ঘ এক দশক এক হপ্তা আগে সামু ব্লগে নাম লেখাইছিলাম,
এর পরে পদ্মা মেঘনা যমুনা দিয়া পানি গড়াইয়া গড়াইয়া এখন নদী শুকাইয়া চর হইয়া গেছে
এই সুদীর্ঘ সময় বাংলা ব্লগে বিচড়ন করিয়া নানা প্রকার ত্যানা পেচাইয়া যা যা অর্ঘ অর্জন করিয়াছি তাহার একটি ফিরিস্তি দেই

১) প্রচুর বাংলা গালাগালি শিখিলাম, প্রাপ্ত শিক্ষা প্রয়োগ করিতে গিয়া সামু ব্লগে তিন বছর ব্যান খাইলাম
২) ত্যানা কত প্রকার ও কি কি এবং কোন কোন সামাজিক গোষ্ঠী কি কি কারণে ত্যানা পেচাইতে আসে তাহার বৃত্তান্ত বুঝিলাম
৩) জামাত শিবিরিয়দের কাছ থেইকা ভাদা এবং পাতিনাস্তিক এসাইলামপ্রার্থীদের কাছে থেইকা ছাগু বলিয়া শ্লেষ ও শ্লাঘা পাইলাম
৪) বাংগালীর আনন্দ পরচর্চায়, এই বিশ্বাসে পুনর্বিশ্বাসী হইলাম
৫) বেশ কিছু সম মনা লোকের দেখা পাইলাম যাহারা বাংলাদেশের সবল ভবিষ্যতের জন্য আমার মতই প্রচেষ্টা করিতেছেন


জানা আপা আর আরিল দুলাভাইকে ধন্যবাদ অশেষ, আপনারা এই মহৎ উদ্যোগ না লইলে বাংলা ভাষাভাষীরা এই রকম ত্যানা পেচানোর সুযোগ পাইত না!


শ্রদ্ধানতে ,

দেশী পোলা

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

পাবনার পাগল বলেছেন: ব্লগীয় বাঙালীদের সাথে এতদূর পথ অতিক্রম করার জন্য শুভেচ্ছা রইলো।
শুভ জন্মমাস! :)

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এক দশক সক্রিয় ব্লগিং করার জন্য অভিনন্দন। এবারের সংগ্রাম ২ দশক পূর্তির সংগ্রাম। ব্লগিং এ এসে প্রাপ্তির লিস্ট টা যেমন দীর্ঘ তেমনি হারানোর লিস্টটাও।

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০০

দেশী পোলা বলেছেন: আরও এক দশক বাঁইচা থাকলে সেটা দেখা যাবে

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৫

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: keep going bro

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০১

দেশী পোলা বলেছেন: থেংকু

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

চেংকু প্যাঁক বলেছেন: ওস্তাদ সঠিক কথা কইছেন। আমার হিসাবে আপনে হইলেন "মহাবিদ্রোহী রণক্লান্ত"
................আর সামু হইল যুদ্ধশেষ হইয়া যাও্য়া একটা পরিত্যাক্ত ব্যাটল ফিল্ড।

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৪

দেশী পোলা বলেছেন: আমি দেশী পোলা
এক ও অদ্বিতীয়

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২০

কলাবাগান১ বলেছেন: ওয়েল কাম ব্যাক

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৪

দেশী পোলা বলেছেন: থেনকু

৬| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৪

দেশী পোলা বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগ বাংগালীদের লেখার সুযোগ দিয়েছে; অনেকে নিজকে বুঝার সুযোগ পেয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

দেশী পোলা বলেছেন: বাংগালীর আনন্দ পরচর্চায়, ব্লগ সেটার অবারিত সুযোগ দিয়েছে।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



এত কস্টেও ব্লগে এত দীর্ঘ সময় টিকে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৫

দেশী পোলা বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৩

ডঃ এম এ আলী বলেছেন: দীর্ঘদিন এই ব্লগে বিচরণ করার জন্য রইল অভিনন্দন আর দশ বছর পুর্তীর জন্য শুভেচ্ছা । প্রাপ্তির বিষয়গুলি তালিকা করে বলার জন্য ধন্যবাদ । ব্লগে দীর্ঘদিন বিচরণ করলে প্রাপ্তি কি কি হতে পারে, হল তা জানা । তার পরেও বলব সিনিয়র ব্লগার হিসাবে সন্মানের আসনটি রইবে গাথা সকলের অন্তরে আর সামু কতৃপক্ষের মানসপটেতো বটেই ।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৬

দেশী পোলা বলেছেন: আপনার নামের ডঃ এর মানে কি ডাক্তার না পিএইচডি?
মন্তব্যের জন্য ধন্যবাদ

১০| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

রাতুল_শাহ বলেছেন: ১ দশক পূর্তিতে শুভেচ্ছা রইলো ভাই।





২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৮

দেশী পোলা বলেছেন: ধন্যবাদ

১১| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , উত্তর শেষেরটি ।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫১

কালীদাস বলেছেন: আরে দেশিপোলা ভাইজান। কেমন আছেন? সেফ হয়েছেন শেষ পর্যন্ত তাহলে! রেগুলার হবার সুযোগ/ইচ্ছা আছে নাকি? অভিনন্দন ১০বছরের, আপনার এক্সপেরিয়েন্স নিঃসন্দেহে অন্য অনেকের চেয়ে অনেক ডাইভার্স; বাংলা ব্লগিং চোখের সামনে ছড়িয়ে পড়তে দেখেছেন।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পর্যবেক্ষণগুলো তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.