নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ: নুর নবী দুলাল ব্লগ খুলছে ফাতরামি করার লাইগা

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১০

২০১৩ সালের ঘটনা, তখন আমি সামুতে ব্যানড, নাগুতে ব্যানড, চতুরে টুকটাক শৈল্পিক লেখা দেই আর আমুতে গিয়া পাতিনাস্তিকদের নির্যাতন করি। হটাৎ গুগলে দেখলাম আমার নতুন লেখা "পাৎজকুয়ারো", যেটা শুধুমাত্র চতুর্মাত্রিকে দিয়েছিলাম সেটা হুবুহু কপিপেস্ট করে ছ্যাবলা নুনুদুলালের ব্লগে ছাপা হয়েছে। এমনকি আমার লেখা বিভিন্ন ব্লগের কমেন্টগুলোও সেই নিক দিয়ে কপিপেস্ট করা হচ্ছে।

নুনু-রে ফেচবুকে জানাইয়া ভাবলাম ঝামেলা শেষ, লেকিন কপিপেস্ট চলতেই থাকলো




মেজাজ খারাপ হইয়া প্রত্যেকটা লেখায় গিয়া এই টাইপের লিংক দিয়া আসলাম, তারপরেও কপিপেস্ট চলতে থাকলো



এরপর আমু আর চতুরে দিলাম বিশাল পুস্ট https://www.amarblog.com/deshipola/posts/175343

নুনদু ইস্টিশন ব্লগ খুলছে, হুইজ ঘাটলেই দেখা যায়
Domain Name: ISTISHON.COM Registrar http://www.godaddy.com Registrant Name: Nur Nobi Dulal

তয় আমি এই ব্লগের খবর পাইছি কাকতালীয় ভাবে, সেই ব্লগে "দেশী পোলা" নিক খুইলা আমার লেখাগুলারে আমার অনুমতি ছাড়া পোস্ট করা হইছে, গুগলে আমার লেখা সার্চ করতে গিয়ে এর প্রমান পাইলাম
প্রথম দিকে হাসি দিলাম, তারপর দেখলাম সেই নিক দিয়া আমার নানা রকমের কমেন্ট নাগুব্লগ থেইকা কাটপেস্ট কইরা দেওয়া হইতেছে, তারপরও সিরিয়াসলি নিতাম না, কিন্তু কয়দিন পরে দেখলাম "ক্রুসেডের সব পথ চলেছে কেয়ামতের পথে" নামে একটা কাটপেস্ট লেখা দেওয়া হইছে, এমন থার্ড ক্লাস লেখা আমি ক্লাস টুতেও লিখি নাই

মেজাজটা খারাপ হইল, ফেসবুকে নুনু-র আইডিতে মেইল দিলাম, আমু আর চতুর্মাত্রিকে প্রতিবাদ জানাইয়া লেখা দিলাম। এরপরেও সেই নিক বেন হয় না।

গত সপ্তাহে পাৎজকুয়ারো নিয়া একটা লেখা দিলাম চতুরে, সেই লেখাটারে হারামজাদা ছাগু আরেক শিরোনাম লাগাইয়া ইস্টিশনে কপি পেস্ট করলো, কাহাতক সহ্য করা যায়, দিলাম ওয়ার্নিং


শেষমেষ নুনু আইসা কয়, "এই পোস্টে যদি পোস্টের লেখক তার সম্পর্কে আনিত অভিযোগ সম্পর্কে কোন ব্যাখা না দেন, তাহলে একে ইস্টিশন থেকে বের করে দেওয়ার জন্য মডারেশন প্যানেলের কাছে দাবী জানায়া গেলাম"




গরীব লুকজন ব্লগ খুইলা ফাইভ পাশ করা পাতিমডারেশন টিম দিয়া ফ্রিতে ব্লগ চালাইলে এইরকম বেইজ্জতি হইতে হয়, এরপর দিয়া ফাতরামি করার জন্য ব্লগ না খুলার তরে সকল বাঙালীর প্রতি আকুল আবেদন রাইখা গেলাম

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


মন খারাপ করিয়েন না, আপনার লেখাই পছন্দ করেছে; বর্তমান বাংলা ব্লগিং এমন পর্যায়ে আছে, এগুলো আরো বাড়বে; সুতরাং, গালি টালি দিয়ে সহ্য করেন; কপিপেস্ট করতে করতে একদিন হয়রাণ হয়ে যাবে।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

কুকরা বলেছেন: হাসতে হাসতে শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.