![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
আমি সকল সময়ে বিবাহ করার পক্ষপাতি, বিবাহ করা ফরজ ও ইহাতে সওয়াব হয়,
কেউ কেউ বিবাহ করিতে চান না, লজ্জা দ্রারিদ্রতার কারণে, এটা করা উচিত নয়, ভয় ডরকে পিছহে ফেলে বিবাহ করুন
আমি বলি সবাই বেশী বেশী করে বিবাহ করেন, এতে করে সবার বেশী বেশী সওয়াব হবে
বিবাহ অনেক রোগের মহৌষধ, বিশেষ করে অলস পুরুষরে ঝাড়ুর বাড়ি দিয়া কর্মঠ করার জন্য বিবাহ নামক ঔষধের জুড়ি নাই
একমাত্র বহুবিবাহই পারে দেশ ও জাতিকে আসন্ন বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে
আজকে দেশের এক নম্বর সমস্যা কি? যাহাকেই জিগ্যেস করি, ভিন্ন ভিন্ন উত্তর পাই, তবে ৯০ শতাংশ সরকারের ব্যার্থতাকেই মোটামুটিভাবে এক নম্বর সমস্যা বলিয়া চিহ্নিত করেন। সরকারের স্বজনপ্রীতি, দলীয় প্ররোচনাকে এড়াইয়া সমাজে চলাফেরা করা মুশকিল।
তাই আপনারা বহুবিবাহ করেন, এক বধুকে সরকারী দলে মহিলা এমপি হিসাবে ঢুকাইয়া দেন। বাস! আপনি এখন নিজেই সরকারে লোক, হোয়েন ইউ আর নট পার্ট অফ আ সলুশন, জয়েন দেম। এখন সরকার ডাইনে যাক, বামে যাক, দেশটারে মাইন্দার বাচ্চা মাড়োয়ারীদের কাছে বেচুক, সরকার দলে আপনার বউ থাকার সুবাদে আপনার কোন সমস্যা হবে না।
দ্বিতীয় সমস্যা ভারত ও পাকিস্তান, উহারা আমাদের সাথে বৈরী থাকে, বিএসএফ দিয়া অপমান করে। উহারও সমাধান বহুবিবাহ, গোটা কয়েক পাকিস্তানী ও ভারতীয় বধু বিবাহ করিয়া ঘরের জৌলুস বৃদ্ধি করুন। পাপীষঠ ইন্ডিয়ান ও পাকিরা আপনাকে জামাই আদরে রাখিবে।
বেকার সমস্যা? বহুবিবাহ করুন। এখনকার যুগে মেয়েরা অধিক শিক্ষিত হয়ে এম এ , এমবিএ পাশ করে সমশিক্ষিত ছেলে পাচ্ছে না। আপনি এরকম একজন চাকরীজিবী রমনীকে বিয়ে করে সুখে ঘরে বসে দিন গুজরান করুন
দেশের নতুন জেনারেশনের মধ্যে সাংস্কৃতিক অবক্ষয় হচ্ছে? ডিজ্যুস পোলাপানে দেশ ভরে যাচ্ছে? বহুবিবাহ করুন, গন্ডায় গন্ডায় আন্ডাবাচ্চা পয়দা করে গুলশান বনানী ডিজ্যুস অকুপাই আন্দোলন করুন, দরকার পরলে কিছু কিছু পোলাপানকে মাদ্রাসায় পাঠিয়ে তালেব এ এলেম বানিয়ে ছেড়ে দিন, সকল নয়া নাস্তিকরে মেসওয়াক দিয়া থাপড়ে সোজা করে দেবে
দেশ বৈদেশিক মুদ্রা সংকট, বহু বিবাহ করুন। আপনার বাংলাভাষী সন্তানরা বিদেশে গিয়ে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাবে।
টিভিতে ঈভা রহমানের গান দেখে বিরক্ত? বহুবিবাহ করুন, ভবিষতে আপনার সন্তানরাই বাংলা ভাষায় নির্মীত চলচ্চিত্র নির্মান করে তাক লাগিয়ে দেবে, ঈভা রহমান তাদের সাথে গুতিয়ে পারবে না।
আপনার নাস্তিকতা নিয়ে চুলকানী বা সমস্যা আছে? গোটাখানেক হিজবুত তাহিরীর সদস্যাকে বিবাহ করুন, আপনার নাস্তিকতা নিবারন করে দেবে
আপনার নারীবাদ নিয়া লিখতে ভাল লাগে, বেশি বেশি করে বিবাহ করুন, বিবিরা আপনাকে অন্যান্য নারীবাদি ব্যাভিচারীদের খপ্পর থেকে প্রটেকশন দিয়ে রাখবে। পরকীয়া করে ফেসবুকে ধরা খাওয়ার চান্স পাবেন না
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
দেশী পোলা বলেছেন: জ্বী ভাল আছি, আপনি কেমন আছেন?
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
কুকরা বলেছেন: এই পোষ্টের খবর আপনার বেগম সাহেব জানেন?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
দেশী পোলা বলেছেন: বেগম সাহেব প্রায়ই আমাকে ঐশ্বরিয়া বা দিপীকা পাডুকন কে বিয়ে করতে উৎসাহ দেয়
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেশ মজার।
তবে একটা বিয়ে করতেই যে খরচ! বহুবিবাহ কেমনে সম্ভব?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
দেশী পোলা বলেছেন: এমবিএ করা পাত্রী বিবাহ করে ঘরজামাই হয়ে যান
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: বিয়ে একজন মানুষকে দায়িত্বশীল, কর্মঠ করে তোলে, আবার নি:সঙ্গ জীবনে ভালবাসায় পূর্ণ করে।
পোষ্টটি মজার ছিল।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
দিলের্ আড্ডা বলেছেন: একটাই তো এখনো করতে পারিনি। তবে বহুবিবাহ করার ইচ্ছা আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
দেশী পোলা বলেছেন: বহুবিবাহ করে বহুসাওয়াব অর্জন করার তৌফিক যেন পান সেই দুয়া করি
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: বিয়ে একটাই করা ভালো। ২/৩ তা না।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪
দেশী পোলা বলেছেন: সবার পেটে ঘি সয় না, আপনি বিস্কিট খান
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫
কাইয়ুম বাঙালি বলেছেন: বিয়ে না করাই উত্তম। জীবনের শান্তি বিয়ের আগ পর্যন্তই। বিয়ের মাধ্যমে একটা মেয়ে লোক আপনার ঘরে আসবে, সারাক্ষণ ঘেনঘেন করবে, আপনাকে তুই তুকারি করে গালি দেবে, পরকীয়া করবে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬
দেশী পোলা বলেছেন: ভায় ডরকে পিছে ফেলে বিবাহ করুন, যানবাহনে দুর্ঘটনা ঘটলেও আপনি প্রতিদিনই যানবাহন জাহাজ বিমানে চড়ছেন।
কোন বিয়ে যে পারফেক্ট হতে হবে, এটা রূপকথা
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: দেশে টাকা আর মামু ছারা কোন চাকরি নাই।
যাদের টাকা নাই তাদের চাকরি নাই।আর যাদের চাকরি নাই তাদের বিয়া নাই।
আর যাদের বিয়া হয় নাই তারা বউ কোথায় পাবে?
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫০
দেশী পোলা বলেছেন: পলিটিশিয়ান মহিলা বিবাহ করুন, টাকা চাকরি সব হয়ে যাবে
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিমতী মেয়েরা বিবাহিত পুরুষ বিবাহ করেন। বিশেষ করে যে সন্তানের বাবা।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি এখনো বিদেশে?
১১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশী পোলা আশি টাকা তোলা । ভাবীর মোবাইল নম্বাররা দিন আগে ভাবীরে এই সুখবরটা দিয়া আপনার পরকিয়াটা
আটকাই।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ২:০১
দেশী পোলা বলেছেন: বেগম সাহেব প্রায়ই আমাকে ঐশ্বরিয়া বা দিপীকা পাডুকন কে বিয়ে করতে উৎসাহ দেয়
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি দেশে কিন্ডার গার্টেন খুলেছেন সম্প্রতি? তবে, বিয়ে মানুষকে পুর্ণাংগ করে!
ভালো আছেন তো?