![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
দুইটা শিরোনাম দেইখা আজ মেজাজটা চইড়া আছে,
প্রথমটা জাফর ইকবালের উপর আক্রমনকারী, তারে নানাবিধ আদর কইরা পুলিশ বাইর করছে সে নাকি নিজে নিজেই সন্ত্রাসী জঙী হইছে।
আরেকটা খবর মালয়েশিয়া ফেরত মালিন্দ এয়ারলাইনসের, সেখানে এক বাংলাদেশী ফোনে পর্ণ দেখতে দেখতে কাপড়চোপড় খুইলা প্লেনের মাঝে স্বমেহন শুরু করছিল, পরে লোকজন তারে উত্তম মধ্যম দিয়া পুলিশে দিছে।
একটা দেশের সুশিক্ষিত লোকজন কমা শুরু করলে অশিক্ষিতরাই চেগাইয়া বসে, দেশের অবস্থা ধীরে ধীরে তাই হইতেছে। বাঙালী যখন হিন্দু আছিল তখন নীচু জাতে বেশি ফাল দিলে উচু জাত আইসা মাইরা কাইটা জাতপাত বুঝাইয়া দিতো, ইসলাম আসার পরেও আশরাফ আতরাফ এর কিছু বাছবিচার ছিল। ডিজিটাল যুগে আইসা আশরাফ আতরাফ গুলায়া গেছে। এখন তিন পয়সার নেতা হইতেছে ভিভিআইপি আর উচ্চ শিক্ষিত উচ্চ বংশীয় আশরাফ হইতেছে নমশুদ্রের খালাত ভাই।
কালো টাকা সাদা টাকারে ল্যাং মাইরা উপরে উইঠা গেছে আর সৎ লোকেরা আর্থসামাজিক ব্যবস্থার এমন ব্রেকডাউন দেইখা ডিপ্রেশনে ভুগতেছে ; আগের যুগে সমাজবেত্তাদের এখন দাম নাই, সত্য কথা কইতে গেলে সমাজবেত্তা এখন কে কে সেটাই আইডেনটিফাই করা মুশকিল হয়ে যাইতেছে। নয়া নয়া ডিজিটাল সমাজের জন্য নয়া সমাজবেত্তা চাই, এটলিস্ট এইসব নয়া চেগাইন্না জঙী আর প্লেনে বইসা পেন্ট খুল্লামখুল্লা করা শুয়োরের বাচ্চাগুলারে বুঙাবুঙা দিতে পারে এমন লোকজন দরকার।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
দেশী পোলা বলেছেন: Click This Link
ঢাকার বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, ২০ বছর বয়সী ওই যুবক ফ্লাইটের ভেতরে যেসব কাণ্ড ঘটিয়েছেন, শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর থানাতেও তার সেই আচরণ চলতে থাকে।
“মানসিক অসুস্থতার কথা বিবেচনা করে এবং চিকিৎসার কাগজপত্র থাকায় কোনো আইনি ব্যবস্থা না নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”
ওই বাংলাদেশি যুবকের বাড়ি নোয়াখালী জেলায়। মালয়েশিয়ার সাইবারজায়ায় একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন। শনিবার রাতে মালিন্দ এয়ারের একটি ফ্লাইটে তার কর্মকাণ্ড সহযাত্রীদের বিব্রতকর অবস্থায় ফেলে।
২| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার লেখাটি ভালো কিন্তু ভাষা পছন্দ হয়নি।
৩| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
হাঙ্গামা বলেছেন: বুঙ্গা বুঙ্গা কে দিবো?
চেগাইয়া বসা মাদা****দ গুলাই তো ঐসব চেয়ারে বইসা দখল কইরা আছে।
লেখার ভাষা দারুন হইসে। মিউ মিউ টাইপের লেখা দেখতে দেখতে চোখ টাটাইতেসিলো।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২
দেশী পোলা বলেছেন: চেয়ারের দরকার নাই, চেয়ারের পিছের লোকজনই আসল, তারা পাল্টাইলেই হবে
৪| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চেগাইন্না
আপনি আসলেই দেশি পোলা।
৫| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১
বিলিয়ার রহমান বলেছেন: প্লেনের খবরটা বেশ কিছু দিন আগে পড়েছি!
লোকটা ইন্ডিয়ান ছিলো!!
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০
দেশী পোলা বলেছেন: ভুল বলছেন, খবরের লিংক দিচ্ছি, লোকটি আসলেই বাংলাদেশের
https://bangla.bdnews24.com/bangladesh/article1467556.bdnews
ঢাকার বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, ২০ বছর বয়সী ওই যুবক ফ্লাইটের ভেতরে যেসব কাণ্ড ঘটিয়েছেন, শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর থানাতেও তার সেই আচরণ চলতে থাকে।
“মানসিক অসুস্থতার কথা বিবেচনা করে এবং চিকিৎসার কাগজপত্র থাকায় কোনো আইনি ব্যবস্থা না নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”
ওই বাংলাদেশি যুবকের বাড়ি নোয়াখালী জেলায়। মালয়েশিয়ার সাইবারজায়ায় একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন। শনিবার রাতে মালিন্দ এয়ারের একটি ফ্লাইটে তার কর্মকাণ্ড সহযাত্রীদের বিব্রতকর অবস্থায় ফেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়,উড়োজাহাজে নিজের আসনে বসে ওই যুবক নগ্ন হয়ে মোবাইল ফোনে পর্ন দেখতে দেখতে স্বমেহন করেন। নগ্ন অবস্থায় চলাফেরা করেন এবং নিজের আসনেই মূত্রত্যাগ করেন।
কাপড় পরতে বলায় এক বিমানবালার ওপর তিনি চড়াও হন।
রোববার মালিন্দ এয়ারের ফেইসবুক পেইজে ওই যাত্রীর কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির জন্য কর্মী ও যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করা হয়। তবে তিনি যে মানসিকভাবে অসুস্থ এবং ওই ফ্লাইটে যে তার বাবাও ছিলেন, সে তথ্য মালয়েশিয়ার নিউজ পোর্টালগুলোতে আসেনি।
ঢাকায় পৌঁছানোর পর ওই যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় মালিন্দ কর্তৃপক্ষ। সেই রাতে তাকে থানায় রাখতে গিয়ে পুলিশকেও একই পরিস্থিতি সামাল দিতে হয়।
ওসি নূর এ আজম বলেন, “কোনোভাবেই সে গায়ে কাপড় রাখছিল না। যেখানে সেখানে প্রস্রাব করছিল। পরে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হলেও একই আচরণ করে। তখন তাকে তার বাবার জিম্মায় দিয়ে দেওয়া হয়।”
বাবার বরাত দিয়ে ওসি জানান, মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছিলেন ওই যুবক। কিন্তু সেখানে সে এ ধরনের আচরণ শুরু করলে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকেই তাকে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়।
৬| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
বারিধারা ২ বলেছেন: আসলেই তো! লোকটা তো ইন্ডিয়ানই ছিল?
আপ্নে দেশি পোলা হইয়া দেশের খবর রাখেন না? আপ্নে কোন দেশের পোলা হেইডা আগে খুইল্লা কোন।
৭| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ভাই আসসালামুয়ালাইকুম।
ভালো আছেন?
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
দেশী পোলা বলেছেন: জ্বি ভালো আছি, আপনি কেমন আছেন, বিয়ে শাদী করেছেন?
৮| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭
শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,
২০ বছরের পোলা আবার শারীরিক সমস্যায় ভূগছে তাকে নিয়ে গুরুত্ব কিছু দেখিনা। আদম হাওয়া থেকে সকলে সৃষ্টি হয়ে কপি কপি হয়ে থাকলে,সে প্রত্যেকের আপন জন হয়। ফলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত। তাছাড়া আমি মনে করি ৪০ বছরের নিচের মানুষগুলো এক রকম ঘোর ও আবেগের মধ্যে চলে। আর দেশ সম্পর্কে ডিজিটাল ও আপডেট যেটা বলেছেন সেটা আসলেই খুবই মর্মান্তিক ও ভয়াবহ অবস্থায় পৌছেচে সত্যি।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কারে জিগান বিয়াশাদীর কথা(?)
হেতের এক মাইয়্যার বাপ। সাচ্ছা লেখক মানুষ।
দেশি পোলা হিসেবে খবর তো ভালই রাখতাছেন দেখতাছি। তা শরীর গতর আছে কেমন?
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
যেটা পর্ণ দেখছিলো, সেটাও কোন লেভেলের নেতা হওয়ার সম্ভাবনা আছে।