![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
একটি হাইপোথেটিকাল কোশ্চেন ছিল জনগনের কাছে, একটু চিন্তা করে জওয়াব দিয়েন
হেফাজতী রোমিও মামুনুল আর মানবতাবাদী জুলিয়েট তসলিমা নাসরীন আন্টির মধ্যে মানবিক বিবাহ করায় দিলে কি হবে?
১) মামুনুল ধর্মকর্ম লইয়া চালবাজি ছাড়িয়া তসলিমার লাইনে যাইবেন
২) তসলিমা মামুনুলের ভালোবাসায় শিক্ত হইয়া ধর্মের পথে আসিবেন
মুক্ত হস্তে মন্তব্য করুন
২| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: বাসররাতেই দুইজন দুইজনকে খুন করে ফেললে কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে ভাইয়া।
খুনাখুনিতে প্ররচনার দায়ে
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৪
দেশী পোলা বলেছেন: আরে না, দুজনেই প্রেমিক টাইপের, ভালোবাসার জয় হবে
৩| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৬
লাতিনো বলেছেন: দেশি পোলাকে অনেকদিন পর ব্লগে দেখে খুব ভালো লাগছে।
এই বিয়ে দেওয়া খুব জরুরী। মামুনুল এবং তসলিমা দুইজনেরই ইসলাম ধর্মমতে একটা করে বিয়ের স্লট খালি আছে। তাইলে তসলিমাও স্বামীর অনুগত্য করবে এবং তসলিমা বৈবাহিক সূত্রে বাংলাদেশে বসবাসের অধিকার পাবেন।
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৬
দেশী পোলা বলেছেন: হে, নয়া লেবাসে পুরানা পাপী
আপনের লগে করোনার আগে কোথায় কোথায় কোলাকুলি করিয়াছিলাম?
৪| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৩
ওমেরা বলেছেন: এক্কেবারে পারফেক্ট প্রস্তাব!
৫| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: ছেলে মেয়ে হবে কিনা প্রশ্ন
৬| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,"সোনায় সোহাগা হবে"।
আর আপনার প্রস্তাবের পরপরই অধীর আগ্রহে অপেক্ষায় আছি এ " মধুর মিলনের" তয় ঘটকালী করব কিডা?
৭| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিন একজন সত্যভাষী, যাকে নিয়োরত এবং বাংলাদেশের কিছু মানুষ অনবরত ইচ্ছেমতো মিথ্যেচার করেছে। এটাই তাদের কাছে ফ্যাশন মনে হয়।
৮| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই উত্তম প্রস্তাব। তবে আপার চাহিদার কথা বিবেচনা করে সাথে ব্লগার রাজীব নূর ভাইকে ফ্রি দেয়ার প্রস্তাব জানালাম।
৯| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫
সপ্তম৮৪ বলেছেন: কোনো রিসোর্টের রুম নাম্বার ৫০১ বুক করে দিলেই হয়। দুইজন সুখে থাকতে পারবে। একটা মানবিক লিভ টুগেদারের ব্যবস্থা হয়ে যায়। তাসলিমা এবং মামুনুল কেউই কথিত বিয়ের ব্যাপারে আগ্রহী নন।
১০| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬
মা.হাসান বলেছেন: ওনাদের ঘরভর্তি বাচ্চাকাচ্চা কামনা করছি। সিলসিলা তো চালু রাখতে হবে। খরচা পাতি কিছু লাগলে চান্দা দেওনের লাইগা তৈরি।
১১| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: দুঃখজনক। প্রচন্ড দুঃখজনক।
১২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫
স্থিতধী বলেছেন: ১) এটা সম্ভব।
২) এটা কষ্ট কল্পনা । আর যদি ঘটেও তাহলে ক বছর পর আমরা মামুনুলের আরো গোপন খবর পাবো 'ঙ' নামক কোন বইতে।
১৩| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: একশত ভাগ দুইজনকেই হেফাজতের প্রস্তাব!
১৪| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনাদের যদি বিয়ে হতো তাহলে তসলিমা ওনার পরের বইয়ে তাদের বাসর রাতের সব কাহিনীর বিস্তারিত বর্ণনা দিয়ে আরেকটা বই বের করতে পারতেন। আর তসলিমার চাহিদা মিটাতে না পেরে মামুনুল হয়তো লজ্জায় গলায় দড়ি দিত। ওনার বহু বিবাহ করার সাধ চিরতরে মিটে যেত। কাজেই বিয়ে হয় নাই এটাই ভালো।
১৫| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৪
পদ্মপুকুর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই উত্তম প্রস্তাব। তবে আপার চাহিদার কথা বিবেচনা করে সাথে ব্লগার রাজীব নূর ভাইকে ফ্রি দেয়ার প্রস্তাব জানালাম।
রাজীব নুর বলেছেন: দুঃখজনক। প্রচন্ড দুঃখজনক।
১৬| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৫
আমি নই বলেছেন: কাল্পনিক_ভালোবাসার প্রস্তাবটিও অতি উত্তম, এরশাদ সাহেব মামুনুল আর তসলিমার বাসর রাতে সম্পর্ক উন্নয়নের ব্রিজ হিসেবে কাজ করতে পারবেন।
শুভকাজে দেরি করতে নেই, দেশি পোলা ভাই আপনি এরশাদ সাহেবকে দিয়েই তসলিমার কাছে প্রস্তাব পাঠাতে পারেন।
১৭| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪২
জিকোব্লগ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই উত্তম প্রস্তাব। তবে আপার
চাহিদার কথা বিবেচনা করে সাথে ব্লগার রাজীব নূর ভাইকে ফ্রি
দেয়ার প্রস্তাব জানালাম।
প্রস্তাবে আমারো সম্মতি থাকলো
১৮| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩
লাতিনো বলেছেন: মামুনুলের সাথে রাজীব নুর ফ্রি। এরচেয়ে ভালো কোন প্রস্তাব হতেই পারেনা। রাজীব নুর সাহেবও বহুদিনের আরাধ্য দেবী দর্শনে পুণ্য লাভে ধন্য হতে পারবেন।
১৯| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫৪
অনেক কথা বলতে চাই বলেছেন: আচ্ছা, "ধইরা" বিয়ে দিতে হবে কেন? এই প্রোপোসালটা নিয়ে গেলে কি দুইজন দুইদিকে দৌড় দেবে নাকি?
২০| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: You need to re-post all of your classic post!
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২২
দেশী পোলা বলেছেন: খাইছে!! আমার পোস্ট কবে ক্লাসিক হইলো?
২১| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৩০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিয়ার পর পুলা হইলে সেইটা হইবে 'ইমরান খান' আর মাইয়া হইলে 'সানি লিওন'।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪১
সোনালি কাবিন বলেছেন: পদ্মপুকুর বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই উত্তম প্রস্তাব। তবে আপার চাহিদার কথা বিবেচনা করে সাথে ব্লগার রাজীব নূর ভাইকে ফ্রি দেয়ার প্রস্তাব জানালাম।.
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কিছু বলিব না