![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না
দেশে বিজ্ঞান পড়ার কোন দরকার দেখি না, এমনিতেই বিজ্ঞান পইড়া বা পড়াইয়া দেশের আলটিমেট কোন উপকার হইতেছে না
ডাক্তার, ইন্জিনিয়ার, বৈজ্ঞানিক, বিমান চালক থেইকা শুরু কইরা বালের কন্পিউটার মিস্ত্রি পর্ষন্ত টুপ কইরা দেশ ছাইড়া পরদেশে পারি জমাইতেছে। উল্টা আমাদের বিজনেসম্যানরা তাদের ফ্যক্টরি চালানোর জন্য বিদেশ দিয়া কর্মকর্তা আমদানী করতাছে দেশের ফ্যাক্টরী চালানোর জন্য।
তো এই বিজ্ঞান পইড়া হবে টা কি?
তার চাইতে সবাই বেশি বেশি কইরা বেদ রামায়ন তাওরাত ত্রিপিটক কোরান হাদিস বেহেস্তি জেওর পড়লে দেশের ধার্মিক ভিত্তি জোড়দার হবে। সতীদাহ, বর্ণভেদ, মহিলাদের হায়েজ-নেফাজের নামে ঘরে বন্দী কইরা দেশটার ঘরে ঘরে ধর্মশালা বানায় দেওয়া হবে। আর ধর্মগ্রন্থে জোড়দার ট্রেনিং থাকলে এসাইলামপ্রেমী আর্টস কমার্স পাশ নাস্তিক ভাইসকলের এসাইলাম কেস আরও মজবুত হবে
চাইনা এই গুপ্তকেশের বিজ্ঞানশিক্ষা, এতশত বছর ধইরা কবিরাজী জড়িবুটি আর হেকিমি দাওয়াখানার সিরাপ খাইয়া আইলসা বাঙালির ইয়ে চির উন্নত ও সমুন্নত ছিল, আধুনিক বিজ্ঞানের ভায়াগ্রা আমাদের দরকার নাই
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১২
দেশী পোলা বলেছেন: উহা গু হইলেও গু এর মর্যাদা দেওয়া উচিত, ফ্রি স্পীচ মানে সব মতামতই অবমুক্ত হবে। সায়েন্টিফিক লোকজন ক্যামেরা ফেসবুক এইসব বালছাল বানাবে, আর আমজনতা সেগুলা দিয়া আমজনতার মনোরন্জনের জিনিস বানাবে।
২| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৭
সাসুম বলেছেন: কঠিনভাবে সহমত জানাইলাম।
এই সব বেজ্ঞান টেজ্ঞান পড়ার দরকার নাই, কারন সব জ্ঞান অল্রেডী আমরা মুখস্ত কইরা বইসা আছি।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৭
দেশী পোলা বলেছেন: বিজ্ঞানের খেতা পুড়াইতে ছাই
৩| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪
আরইউ বলেছেন:
কইষা পেলাস পোস্টে!
যে অবস্থা দেখতেছি তাতে সারাদেশ মক্তবে ভইরা দেওয়া উচিত। আধুনিক বিজ্ঞান পইড়া লাভ কী বা দরকারই বা কী। কুরআন, বেদ, ত্রিপিটক, বাইবেলে বিজ্ঞানের সব আগেই বলা আছে। তো আসেন সবাই বিজ্ঞান পড়ারে ধুর্বাল কইয়া মূলে ফিরা যাই!
৪| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১
প্রতিদিন বাংলা বলেছেন: যদি তাই হয় তবে বুঝা গেলো
দেশে শ্রমিক শ্রেণীর লোকের অভাব নেই এবং তাদের দেশত্যাগের স্বামর্থ বা ইচ্ছা নে।
অর্থাৎ দেশে শ্রমিক শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি/নাই
ফলে -
যে কোনো বিষয় সঠিক শিক্ষা পড়া
সবার আগে দরকার ?
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৮
দেশী পোলা বলেছেন: আপনি আসলেই কতটুকু বুঝছেন সেটা বলে দেওয়া যায় ক্যালকুলাসে হিসেব করে, কিন্তু আপনি ক্যালকুলাস বুঝবেন কিনা সেটা তো জানা নাই
জিপিএ কেমন ছিল?
৫| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫০
রানার ব্লগ বলেছেন: আমি তো বলি দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, অংক সব সাব্জেক্ট ব্যান্ড করা উচিৎ। যার কাছে অংকের বই বা বিজ্ঞানের বই পাওয়া যাবে তাকে শুলে চড়ানো হবে এই বলে ফরমান জাড়ি করা হোক ।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১১
দেশী পোলা বলেছেন: সাবজেক্টটাই উঠায় দেওয়া উচিত, এই সাবজেক্ট পইড়া পোলাপান যে উচ্ছন্ন্যে যাইতেছে, তা এই ঘটনা থেকেই প্রমানিত হয়। মাদ্রাসা বা গুরুকুল এ এই ধরনের ছাত্ররে পিডাইয়া তক্তা বানায় দিতো ক্লাসে বেয়াদবীর জন্য।
এই ক্ষেত্রে এই ঘটনার জন্যও বিজ্ঞান দায়ী, বিজ্ঞান না থাকলে কেউ ক্যামেরা বানাইতেও পারতো না
বিজ্ঞানের ব্যান চাই
৬| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: আমি আমার কথা বলে যাবো। যাবোই- ধর্ম দরকার নেই সুন্দর জীবনযাপনের জন্য। কিন্তু বিজ্ঞানের দরকার আছে। আছে।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৮
দেশী পোলা বলেছেন: ধর্মের অবশ্যই দরকার আছে, মানুষের বিবিধ মরাল ও ফিলসফিকাল সমস্যা বিজ্ঞান দিয়ে মোকাবেলা করা যায় না।
তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মান্ধদের প্রচরনা ও প্রশ্রয় দিয়ে যা হচ্ছে সেটা শ্রেফ কূপমন্ডুকতা
৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিজ্ঞানের আলপিন দিয়া ধর্মরে না খোঁচাই্লেই তো হয়।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৪
দেশী পোলা বলেছেন: হ, বিজ্ঞান খুব খ্রাপ, বিজ্ঞান এর ভ্যানচাই (ব্যান চাই)
৮| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সহমত জানালাম।
৯| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
সোবুজ বলেছেন: বুয়েটই যখন মাদ্রাসা তখন আর বাকি আছে কি?লাইভে এসে বুয়েটের এক শিক্ষক কোরান অনুসারে সম্পত্তির ভাগ বটোয়ারার হিসাব মিলাতে গলদঘর্ম।সে নিজেকে অংকের শিক্ষক দাবি করে।বুয়েটে কি এই অংক শিখানো হয়।যেখানে হুমায়ূন আহমেদ বলেছে আল্লাহ অংকে অকটু কাঁচা।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০২
দেশী পোলা বলেছেন: তিন মাস বয়সী নিক, একটাও অরিজিনাল পোস্ট করে নাই, কিন্তু কমেন্ট করছে এগারো হাজার
এই নিক এর মালিকরে টেকাপয়সা দেয় কেডা সেই অংক বুয়েট না অক্সফোর্ড থেইকা বুঝার ইলেম লাগবে
১০| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৫
সোবুজ বলেছেন: অংকে আপনিও একটু কাঁচা।এগার হাজার না এগার শ।
১১| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই কথাটি আমার মনে খুবই ধরেছে অর্থাৎ ভালো লেগেছে "ধর্মের অবশ্যই দরকার আছে, মানুষের বিবিধ মরাল ও ফিলসফিকাল সমস্যা বিজ্ঞান দিয়ে মোকাবেলা করা যায় না।তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মান্ধদের প্রচরনা ও প্রশ্রয় দিয়ে যা হচ্ছে সেটা শ্রেফ কূপমন্ডুকতা।"
১২| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫
বিটপি বলেছেন: বিজ্ঞান পড়ার দরকার অবশ্যই আছে, বিজ্ঞান না পড়লে কেমনে জানতাম যে ইহুদী নাসারারা সব বড় বড় আবিষ্কার কুরআন পইড়া কইরা ফেলছে?
১৩| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৩
রানার ব্লগ বলেছেন: মাদ্রাসাতুল আল বুয়েট !!! এখানে ধৈর্য সহকারে কোরানের আলোকে বিজ্ঞান শেখানো হয় ।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পোস্ট। পড়িয়া বড়ই চমৎকার হইলাম।
আপনি বাস্তবিকই একজন অত্যন্ত রসিক মানুষ।
আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে জান্নাত নসিব করুক।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
বিজ্ঞান পড়তে হবে খাবলা খাবলা,যেন প্যারাডক্সিক ভলিিউম ১-১০০ বের করা যায়।