নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

সবাইকে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

ইয়া আইয়ুহ্যাল বলগ

যারা যারা এখনও এই ব্লগে আসেন, সবাইরে 2023 নয়া বছরের শুভেচ্ছা।
যারা যারা জিন্দা আছেন সহি সালামতে থাকেন,
যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন উনাদের উপর রহমানুর রাহিম দয়া ও রহম বর্ষন করুন

উপরওয়ালা বাচাইয়া রাখিতেছেন, উনার অনুমতি থাকিলে সামনের বছর আবার একই রকম পোস্ট দেয়ার ইচ্ছা প্রকাশ করি

অনটপিক: কুখ্যাত ব্লগার শয়তান অনেকদিন ধরেই সবখানেই সাইলেন্ট,
উনার ইহজাগতিক খবর কি কেউ জানেন??


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: রহমত ইহজগতে বর্ষন করলে কিছু কাজে দিতো।

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

কাঁউটাল বলেছেন: ভাইজান কি এখনও মেক্সিকোতে আছেন?

০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

দেশী পোলা বলেছেন: নো কমেন্টস

৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


ননববর্ষের শুভেচ্ছা।

এখানেই থাকুন, ওপারে অনেক রাশিয়ান ও ইউক্রেনের লোকজন ভীড় জমায়েছে।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪

দেশী পোলা বলেছেন: রাশিয়ার প্রেসিডেন্ট বদল হল বলে, তেলের খনি বেহাত হয়ে যাবে

৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:




যারা যারা জিন্দা আছেন ………………………
যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন …………….…


হা হা হা….. অভিনব!
পোষ্ট ছোট কিন্তু মজার :)

কুখ্যাত ব্লগার শয়তান

এ আবার কে? শয়তান কি কারো নিক, নাকি দেশী পোলার দেয়া টাইটেল ?

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩

দেশী পোলা বলেছেন: আপনি নতুন ব্লগার মনে হয়
একটু পুরোনো দিনের ব্লগ লেখা গুলো পড়ুন

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

দেশী পোলা বলেছেন: সেম টু ইউ

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ।
মাঝে মাঝে এই রকম উদয় হলেও পারেন!

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

দেশী পোলা বলেছেন: সব উপরওয়ালার ইচ্ছার উপর নির্ভরশীল

৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫০

James Owen বলেছেন: google

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.