নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন তুই কৃষ্ণ কথা বল

সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে

দেশী পোলা

হিজ নেম ইজ - পোলা, দেশী পোলা ; ম্যান উইথ এ ডাবল-ও লাইসেন্স ; টানে সবাইকে, বাঁধনে জড়ায় না

দেশী পোলা › বিস্তারিত পোস্টঃ

সবাইকে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের নববর্ষের শুভেচ্ছা

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

ইয়া আইয়ুহ্যাল বলগ

যারা যারা এখনও এই ব্লগে আসেন, সবাইরে 2024 নয়া বছরের শুভেচ্ছা।
যারা যারা জিন্দা আছেন সহি সালামতে থাকেন,
যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন উনাদের উপর রহমানুর রাহিম দয়া ও রহম বর্ষন করুন

বিশেষ করিয়া জানা ও আরিল দুলাভাই কে অশেষ ধন্যবাদ জানাই এই ফোরামটি টিকাইয়া রাখার জন্য


উপরওয়ালা বাচাইয়া রাখিতেছেন, উনার অনুমতি থাকিলে সামনের বছর আবার একই রকম পোস্ট দেয়ার ইচ্ছা প্রকাশ করি


মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। সুস্থ ও ভালো থাকুন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

মিরোরডডল বলেছেন:




যারা যারা জিন্দা আছেন সহি সালামতে থাকেন,
যারা যারা ইন্তেকাল ফরমাইয়াছেন উনাদের উপর রহমানুর রাহিম দয়া ও রহম বর্ষন করুন


গতবারের মত এবারও এই লাইন পড়ে হাসলাম :)

উপরওয়ালা বাচাইয়া রাখিতেছেন, উনার অনুমতি থাকিলে সামনের বছর আবার একই রকম পোস্ট দেয়ার ইচ্ছা প্রকাশ করি

আগামীতেও প্রতি বছর এই পোষ্টের কপি পেষ্ট দেখতে চাই :)

দেশী পোলা, পাজি পোলা, ঢাকার পোলা, সামুতে পোলার অভাব নেই।
যাই হোক, দেশী পোলাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।


৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা দিলেন তাও আবার এক সপ্তাহ লেট করে!
বিষয়টা কি বলেন তো?!

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: নিয়মিত হোন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

তার মানে আপনি কি প্রতিবছর এই একটি পোস্টই দিবেন।

আরে তা কি করে হয়।

নিয়মিত পোস্ট করুন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। আমি এ বছরে ফেসবুক ছেড়ে ব্লগে ফিরে এলাম।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

ঙঘভমণ বলেছেন: Happy New Year 2024! Wishing you and everyone a happy, prosperous and https://incrediboxgame.co/ joy-filled new year.

We hope those who are still alive are always peaceful and happy. May the mercy and grace of Rahmanu be bestowed on those who have passed away.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.