নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

ফাইজারের ভ্যক্সিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

অবশেষে বহুল প্রতিক্ষিত ফাইজারের ভ্যক্সিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। দেশের জনগনকে ফ্রি দেয়া হবে ফাইজারের ভ্যক্সিন । প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি ও তার কেবিনেটের সদস্যরা সবচেয়ে আগে ভ্যক্সিন নেবেন যাতে জনগন আশ্বস্ত হয় যে, এই ভ্যক্সিন সেইফ। এরপরে দেয়া হবে ফ্রন্টলাইনে কর্মরতদের এবং পর্যায়ক্রমে অন্যান্যদের। এডাল্টদের ভ্যক্সিন নেয়ার ব্যপারটা ঐচ্ছিক। তবে প্রেসিডেন্ট সবাইকে ভ্যক্সিন নিতে অনুপ্রানিত করেছেন। এ মাসের শেষে এসে পৌছাবে ভ্যক্সিনের প্রথম শীপমেন্ট। জানুয়ারী থেকে দেশব্যপী ভ্যক্সিন দেয়া শুরু হবে।

সিঙ্গাপুরের প্রায় সবাই যে ভ্যক্সিন নেবে তা বলার অপেক্ষা রাখে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্রমন নিশেধাজ্ঞার মাধ্যমে সিঙ্গাপুরে কোভিড সম্পুর্ন নিয়ন্ত্রনে রাখা হয়েছে । ভ্যক্সিন দেবার পর হয়ত সেটা কিছুটা শিথিল হতে পারে। এই আশায় এখনকার সবাই ভ্যক্সিন নেবেই। তাছাড়া এখনকার প্রেসিডেন্ট হচ্ছে এখানকার রোল মডেল। তিনি যা করেন, বলেন তা মেনে চলার চেষ্টা করে সবাই।

প্রায় বছরব্যপী করোনা মহামারীর সাথে যুদ্ধে ক্লান্ত সবার মনে স্বস্তির হাওয়া এনে দিয়েছে প্রসিডেন্টের আজকের স্পীচ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



এখন যদি সেখানে করোনা কন্ট্রোলে থাকে, তারা সবাইকে কেন টিকা দিবে? হাসপাতালকর্মী, সাপ্লাইচেইন, পুলিশ, ছাত্র-শিক্ষকদের দিয়ে, বাকীরা নিয়ম মেনে, মাস্ক পরে চললেই তো হতো; বাকী টিকাগুলো অন্য জাতি পেতে পারতো।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

ঢাবিয়ান বলেছেন: সিঙ্গাপুর ব্যবসা বানিজ্য, টুরিজম সব কিছু এক প্রকার অচল করে সরকার করোনা কন্ট্রোলে রেখেছে। কিন্ত এভাবে কতকাল? টিকা ছাড়া কোন দেশই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



এখন যদি ভিয়েটনাম টিকা কিনে পুরো জাতিকে দিতে থাকে, সেটা বুদ্ধিমানের কাজ হবে না।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ঢাবিয়ান বলেছেন: ভিয়েতনাম হয়ত এখনি নেবে না। ফাইজারের টিকা কেনার সক্ষমতা তাদের আছে বলে মনে হয় না।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

আমি সাজিদ বলেছেন: লক ডাউনে ওরা ইকোনমিকে কিভাবে সাপোর্ট দিয়েছে?

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ঢাবিয়ান বলেছেন: সিঙ্গাপুরে লকডাউন মুলত দেয়া হয়েছিল দুই মাসের জন্য ( মে/জুন)। সেই দুই মাসেই সরকার করোনাকে পুরোপুরি কন্ট্রোলে আনতে সমর্থ হয়। এরপরই স্কুল, কলেজ, অফিস সব খুলে দেয়া হয়। তবে কোভিড কন্ট্রোলে রাখার জন্য কঠোর স্বাস্থবিধি বাস্তবায়ন করে এবং বিদেশ ভ্রমনকে বিভিন্ন বিধিনিশেধের আওতায় এক প্রকার নিশিদ্ধ করে রেখেছে বলা যায়। প্রতিদিন লস গুনছে লাখ লাখ ডলার।টুরিজম , এয়ারলাইন সেক্টরগুলোই মুলত স্মরনকালের ভয়াবহ ক্ষতির সম্মুখীণ। তবে অর্থনীতিকে সচল রাখতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে বিভিন্ন প্যকেজ , চাকুরি হারানোদের দেয়া হচ্ছে ফাইনান্সিয়াল সাপোর্ট।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

শাহ আজিজ বলেছেন: ভাল সিদ্ধান্ত ।


আমরা কি সিঙ্গাপুরের কাছাকাছি না ?

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

ঢাবিয়ান বলেছেন: হা হা হা ফাইজারের টিকা আইনা এবার প্রমান করুক যে এই দেশ সিঙ্গাপুর হয়ে গেছে :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

এম এ হানিফ বলেছেন: আমরাও পাব একদিন ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

ঢাবিয়ান বলেছেন: তা পাবেন তবে কি পাবেন সেটাই হচ্ছে প্রশ্ন

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ওমেরা বলেছেন: আমাদের এখানে জানুয়ারীর সাত তারিখ থেকে টিকা দেওয়া শুরু হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

ঢাবিয়ান বলেছেন: টিকা নেবেনতো আপু?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ফাইজার ধনী বিশ্ব জয় করছে। আমাদের কি হবে হায় আল্লাহ

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ঢাবিয়ান বলেছেন: অপেক্ষায় থাকুন। ধনীদেশগুলোর সাথে বানিজ্য শেষ হলে ফাইজার খুব সম্ভবত ফর্মুলা ওপেন করে দেবে। ভ্যকসিন আবিষ্কারের পেছনে যত খরচ হয়েছে তার কিছুটাতো তুলতে হবে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: ভালো খবর।
ফাইজার আমাদের ফর্মূলা কি দিবে?
দিলে আমাদের জন্য অনেক উপকার হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ঢাবিয়ান বলেছেন: আগামী বছরে বোঝা যাবে।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিনামুল্যে পেলেও ৫০% আমেরিকান টিকা গ্রহণে অনিচ্ছুক।
কারনটা হয়ত বাজারে ৩ টিকার কার্যকারিতা সাইড এফেক্ট যাচাই হওয়ার পর সিদ্ধান্ত নিবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ঢাবিয়ান বলেছেন: প্রথমিকভাবে অনেকেই টিকা হয়ত নেবে না। তবে কিছু এয়ারলাইন অলরেডী ঘোষনা দিয়ে দিয়েছে যে টিকা ছারা প্লেনে ওঠা যাবে না। পর্যায়ক্রমে সব এয়ারলাইন থেকেই একই ঘোষনা আসবে। এ কারনেই মানুষ না নিয়ে পারবে না।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

জুন বলেছেন: আমাদের কি হবে ঢাবিয়ান :-/
দরবেশের ভ্যাক্সিনই কি কপালে :(

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

ঢাবিয়ান বলেছেন: আপু, অক্সফোর্ডের ভ্যক্সিন এখন পর্যন্ত কোন দেশই এপ্রুভ করে নাই। মনেতো হচ্ছে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে ব্যবহার করবে। তবে বেসরকারি উদ্যোগে সামনে মনে হচ্ছে ফাইজার ইন করবে দেশে।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৯

সোহানী বলেছেন: আজ থেকে কানাডায় ভ্যাক্সিন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ইর্মাজেন্সি সার্ভিস এর লোকজন পাবে। পর্যায়ক্রমে দেয়া হবে। তবে সাধারন মানুষজন এপ্রিলের আগে পাবে না। প্ররো করোনায় যেভাবে সামাল দিয়েছে কানাডা তা এক কথায় প্রশংসার দাবী রাখে।

সিঙ্গাপুর কি বাংলাদেশের জন্য ওপেন করেছে?

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

ঢাবিয়ান বলেছেন: ইউএস এর পাশের দেশ কানাডা যেভাবে সফলতার সাথে করোনা কন্ট্রোল করেছে তাতে আমেরিকার ইমেজ বলা যায় একেবারে ধুলিসাৎ হয়েছে ;)

সিঙ্গাপুর করোনা মেইনলি কন্ট্রোল করছে বাইরের দেশের সাথে যাতায়ত এক প্রকার বন্ধ করে। জনপ্রতি ২২০০ ডলার সরকারকে জমা দিয়ে কঠোর কোয়ারেন্টাইন সিস্টেম যেতে হয় সিঙ্গাপুরের বাইরে যেতে হলে। আর ভিসা দেয়াও এখন বন্ধ অল্প কিছু সেইফ কান্ট্রি ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.