![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত ও বাংলাদেশ দুটি দেশেই বিভিন্ন জেলায় প্রলয়ঙ্করী ব্ন্যা চলছে। বন্যা দুর্গত এলাকার মানুষেরা সীমাহীন দুঃখ দুর্দশার মধ্যে দিন পার করছে। আমাদের গনমাধ্যমগুলোর অনলাইন লিংকে ঢুকলে বোঝার উপায় নাই যে দেশে বন্যা চলছে। বন্যা সংক্রান্ত কোন লিডিং নিউজই নেই কোথাও। স্ক্রল করে নীচের দিকে নামলে বন্যা্সংক্রান্ত দুই একটি খবর দেখা যায়।বরং ফেসবুক ও ব্লগে বন্যা সংক্রান্ত প্রচুর ছবি ও পোস্ট দেখা যাচ্ছে। সর্বস্তরের জনগনের অংশগ্রহনে ত্রান তৎপরতার দৃশ্য আমরা দেখতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্ত দুঃখজনক যে সরকারী পর্যায়ে ত্রান তৎপরতার কোন ছবি বা খবরাখবর দেখা যাচ্ছে না কোথাও । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বন্যার্তদের কাছে ত্রান পৌছানোর দ্বায়িত্ব এককভাবে জনগনের!!
অপরদিকে ইন্ডিয়ার আসামের বন্যার খবর জানতে চাইলে তাদের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারে আজকের অনলাইন সংস্ক্ররনে ক্লীক করলে দেখবেন তাদের লিডিং হেডলাইন নিউজ হচ্ছে-
Maharashtra Crisis: বন্যাদুর্গত অসমের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে ব্যস্ত! হোটেলে ধর্না তৃণমূলের । (বিস্তারিত জানতে ক্লীক করুন)
view this link
গনমাধ্যমের হওয়ার কথা জনগনের আয়না যেখানে জনগনের পাওয়া না পাওয়ার কথা থাকবে। জনগনের অধিকার আদায়ে যদি কোন খবর তারা প্রচারিত না করতেই পারে তাহলে সেই সাংবাদিকতার কি মূল্য?
২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬
ঢাবিয়ান বলেছেন: ''কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে অল-ওয়েদার সড়ক সমাধানের বদলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে'' সংক্রান্ত বেশ কিছু খবর বিভিন্ন নিউজ পোর্টালেও এসেছে। কিন্ত কি যায় আসে এসব খবরে? জবাবদিহিতা বলে কিছুতো নাই এখন। লিডিং গনমাধ্যমগুলো যদি এসব খবর হাইলাইট করত তাহলেতো কিছুটা হলেও সমস্যার সমাধান হত।
সাংবাদিকরা বিভিন্ন চাপের কথা বলে যেসব অজুহাত দাড় করায় তা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়।
২| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:১০
ভুয়া মফিজ বলেছেন: আর গণমাধ্যমের কথা বলে লাভ নাই। গণমাধ্যমে বন্যাকে ব্ল্যাক আউট করা হয়েছে,
১. নিজেদের দোষকে আড়াল করার জন্য।
২. পদ্মা ব্রীজের উদ্বোধনকে হাইলাইট করার জন্য।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৭
ঢাবিয়ান বলেছেন: টাকার কাছে বিবেক বিক্রি করে দিয়েছে সাংবাদিক সমাজ।
৩| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:২০
শূন্য সারমর্ম বলেছেন:
ভারতের আয়নায় বেশি আলো প্রতিফলিত হবে এটা স্বাভাবিক,আসল সমস্যা ভারতের পদ্মাসেতু নেই।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮
ঢাবিয়ান বলেছেন: ঠিকই বলেছেন
৪| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আফগানিস্তানে ভূমিকম্প, হাজার হাজার ঘরবাড়ী ধ্বংশ, শুধু পাকতিকা প্রদেশেই প্রায় হাজার মানুষের মৃত্যু।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০১
ঢাবিয়ান বলেছেন: আগে নিজের দেশের কথা ভাবেন, তারপর অন্য দেশ।
৫| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কোনো নিরপেক্ষ দৈনিক পত্রিকা নেই। টিভি চ্যানেল নেই।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০৩
ঢাবিয়ান বলেছেন: নির্লজ্জতার সকল সীমা পার করছে আমাদের গনমাধ্যমগুলো। বন্যার প্রকৃত খবর আমাদের পেতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি পত্রিকায়।
৬| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: পত্রিকা কেউ পড়েনা।
ব্যারিস্টার সুমন, আস সুন্নাহ ফাউন্ডেশন, তৌহিদ আফ্রিদি প্রমূখ খুব প্রচার প্রচারণা চালাচ্ছেন।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:১১
ঢাবিয়ান বলেছেন: এই ব্লগ কতৃপক্ষও খুবই ভাল ত্রান কার্য পরিচালনা করেছে। যাদের কথা উল্ল্যেখ করছেন তারা ব্যপক সারা ফেলেছে।। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপও টাকা সংগ্রহ করে ত্রান বিলাচ্ছে। আমরা সবাই কোন না কোন সংগঠনের সাথে থেকে ত্রান তংপরতায় অংশ নিচ্ছি। কিন্ত এগুলো সবই ব্যক্তিগত পর্যায়ে। বন্যা দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রান পৌছানো, আবাসন, পুনর্বাসনের দ্বায়িত্ব দেশের সরকারের। সেসব সম্পর্কে কোন খবরাখবরই নেই গনমাধ্যমে।
৭| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮
জুল ভার্ন বলেছেন: গণমাধ্যমের কথা বলে লাভ নাই।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:১২
ঢাবিয়ান বলেছেন: খুবই দুঃখজনক।
৮| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
ফেসবুক ও ব্লগে বন্যা সংক্রান্ত প্রচুর ছবি ও পোস্ট দেখা যাচ্ছে। সর্বস্তরের জনগনের অংশগ্রহনে ত্রান তৎপরতার দৃশ্য আমরা দেখতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্ত দুঃখজনক যে সরকারী পর্যায়ে ত্রান তৎপরতার কোন ছবি বা খবরাখবর দেখা যাচ্ছে না কোথাও ।
বন্যায় মৃতের সংখ্যা কি সরকারি ভাবে প্রকার করা হয়েছে? সংখ্যাটা কতো?
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:১৬
ঢাবিয়ান বলেছেন: এসব খবর বের করে প্রচার করার দ্বায়িত্বটা কার?
৯| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: গণমাধ্যম এখন সরকারের মাধ্যম হয়ে গেছে। এদেরকে সরকারী পে স্কেলে নিয়ে আসা উচিত।
২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০
ঢাবিয়ান বলেছেন: পে স্কেলেই আছে মোসাহেবের দল ।
১০| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
জুন বলেছেন: বাস্তবে তো মানে পেপার পত্রিকায় কোন বন্যা দেখি না ঢাবিয়ান। বন্যাতো দেখি ফেসবুক আর সামুতে। পেপারের ক্রমান্বয়ে শিরোনাম আফগানিস্তানে ভয়াবহ ভুমিকম্প, খাশোগী হত্যা ভুলে সৌদি আরব ও তুরস্কের নতুন সমীকরণ, অজ্ঞান পার্টির খপ্পরে তিতুমীরের ছাত্র, পদ্মা সেতু উধবোধনের আর দুদিন বাকি ইত্যাদি ইত্যাদি _---
২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:২৬
ঢাবিয়ান বলেছেন: কিভাবে দেখবেন আপু? গনমাধ্যমগুলো এখন এরশাদের সময়কার বিটিভিতে পরিনত হয়েছে।
১১| ২৩ শে জুন, ২০২২ রাত ৯:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্ব মিডিয়া ইভেন পাকিস্তানেরও সব মিডিয়া ইমরানের কর্মসুচিগুলোকে ফ্লপ বলা হলেও বাংলাদেশের একশ্রেনির মিডিয়া সুপার হিট বলে মিছিলের ছবি ইমরানের ইয়া বড় বড় বিকট ছবি দিয়ে প্রথম পৃষ্ঠা ভরে রাখতো। বিশ্বের কোথাও এমনকি ইমরানকে নিয়ে লাফালাফি না করলেও, প্রথম আলো সহ কয়েকটি মিডিয়া হাউস প্রতিদিনই এটা করে গেছে।
আসলে গণমাধ্যমের স্বাধীনতা নেই!
২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩১
ঢাবিয়ান বলেছেন: মোয়াসাহেবীর দিক দিয়ে প্রথম আলোর স্থান এক নাম্বারে। কি খবর দিয়ে তারা পাতা ভর্তি করে জানা আছে সবার।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০০
খায়রুল আহসান বলেছেন: গণমাধ্যম আজ 'গতমাধ্যম', অর্থাৎ পরলোকগত মাধ্যমে পরিণত হয়ে গেছে। এখন সামাজিক মাধ্যমই যা একটু ভরসা! সেগুলোর উপরেও নাঙ্গা খড়গ ঝুলছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২২ দুপুর ২:০৭
ভুয়া মফিজ বলেছেন: দুইটা ভিডিও'র লিঙ্ক দিলাম। দেখেন।
১. view this link
২. view this link