নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের কারিশমা

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

গত পরশু কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহর। বন্যার সময় আমরা জানি যে নদী ভাঙ্গনের ফলে নদীর পানি ঢুকে পড়ে গ্রামে , শহরে। কিন্ত বৃষ্টিতে যে একটি শহর ডূবে যেতে পারে তা আমাদের চিন্তা চেতনার বাইরে !! তবে এসবই আসলে উন্নয়নের কারিশমা। অপরিকঅল্পিত নগরায়ন নিয়ে যে ক্যরিশম্যটিক উন্নয়নের গীতিমালা রচিত হয় , সেই রচনার কারিশমাই ভোগ করছে নগরবাসী । তবে মুশকিল হচ্ছে জীবিকার তাগিদে যাদের বাসার বাইরে বের হতে হয় তারা এই কারিশমা বুঝতে পারে না। হুদাই ফেসবুকে পোস্ট দেয় যে , কয়েক ঘন্টা জ্যাম ও পানিতে সাতাঁর কেটে কোনমতে জান হাতে নিয়ে বাড়ী ফিরেছে!! -



কি চিনতে পেরেছেন জায়গাটা? আমাদের সবার প্রিয় নিউমার্কেট এটা। পত্রিকায় দেখলাম যে, পানি ঢুকে দোকান পাঠের জিনিষপত্র সব নষ্ঠ হয়ে গেছে। ব্যবসায় বিড়াট লস খাওয়া এই ব্যবসায়ীরাও উন্নয়নের কারিশমা বুঝতে পারছে না!!



ঢাবির ফুলার রোড। সাতরিয়ে ক্লাস করতে যাওয়া শিক্ষার্থীরা হয়ত ক্লাসে বসে নীল দলের শিক্ষকদের উন্নয়নের কারিশমার নোট নিচ্ছে !!



বুয়েট ক্যম্পাস হল। চেয়ারের উপড় পা গুটিয়ে বসে পড়তে পড়তে হয়ত শিক্ষার্থিরা কবে উন্নয়নের কারিশমার এই দেশ ছাড়বে সেই দিন গুনছে!



মিরপুর। পত্রিকায় এসেছে মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪!! এটাও উন্নয়নের কারিশমা !



ধানমন্ডি ২৭ রোড। এই এলাকায় একেকটা ফ্ল্যটের দাম শুনেছি কয়েক কোটি টাকা। ফ্ল্যটবাসীদের নাগরিক সুবিধাও উন্নয়নের কারিশমারই অংশ !!

ছবি সুত্রঃ গুগল

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

ডার্ক ম্যান বলেছেন: আমি আতঙ্কে থাকি, কবে আমার বাসায় পানি ঢুকবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

ঢাবিয়ান বলেছেন: আপনাদের চট্টগ্রামের অবস্থাতো আরো খারাপ। আপনার মত আতংকে মনে হয় সকল চট্টগ্রামবাসীরাই থাকে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



ঢাকাকে জলবদ্ধতা থেকে মুক্ত রাখার জন্য সেই ধরণের ইন্জিনিয়ারিং প্রজেক্টের দরকার ( জিওলোজিক্যাল সল্যুশান ও পানির স্বাভাবি প্রবাহ ) সেই দরকার দক্ষ লোকজন আমাদের নেই

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: দক্ষ লোকের অভাব নেই দেশে। ডাক দিলে দক্ষ প্রবাসীরাও এক দৌড়ে চলে আসবে নিজ দেশে। কিন্ত আসল সমস্যা হচ্ছে দক্ষ লোকদের কাজ করতে দেয়া হয় না।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

আমি সাজিদ বলেছেন: তিন বছর আগে আমাদের এক ব্যাচ সিনিয়র ভাই বৃষ্টির পানিতে ডুবে থাকা বিদ্যুৎ তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিলেন। পান্থপথেই ঘটনাটা ঘটে। ওইসময় দক্ষিণের মেয়র ছিল সাঈদ খোকন। এখন একই লেভেলের তাপস সাহেব। উনাদের কথা বলার ভঙ্গী/ বডি ল্যাংগুয়েজ / প্রশাসনিক দক্ষতা কোনটা মেয়র লেভেলের না। উত্তরের মেয়র বরং কিছুটা চেষ্টা করে কাজ করার জন্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ঢাবিয়ান বলেছেন: তাপস সাহেব শেখ পরিবারের লোক। তার সম্বন্ধে নাহয় নিশ্চুপই থাকি। ঢাকা উত্তরের মেয়রতো পুরাই জোকার। কাজ করার চেষ্টা করে লোক হাসানোই উনার কাজ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: আমরা মিরপুরের রুপনগরে ভালই আছি । পানি উঠে না এখানে । উঠলেও কাছের খালে নেমে যায় দ্রুত । কিন্তু পাশের এলাকাগুলো বেশ ভুগছে পানির জন্য ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৬

ঢাবিয়ান বলেছেন: মিরপুরের রুপনগর, নিঊ ডিওএইচএস এলাকাগুলো ভাল। বাদবাকি এলাকার অবস্থা শোচনীয়।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১১

আমি সাজিদ বলেছেন: কেন সমালোচনা করা যাবে না কেন? একটি পরিবারের লোক হলেই ধরা ছোঁয়ার বাইরে?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: ডিজিটাল আইন দিয়েতো শিকল পড়ানোর ব্যবস্থা আছে

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০

ঢাকার লোক বলেছেন: ঢাকায় আগে কিছু পুকুর ডোবা খাল ছিল, যেমন, পুরান ঢাকায় ধোলাই খাল, খিলগাঁও সি ব্লকে লেক, জোড় পুকুর, ইত্যাদি। বৃষ্টি হলে এগুলো রিটেনশন পন্ড হিসেবে কাজ করতো। শহরে সীমান্ত ঘেঁষে নীচু ধানের খেতেও সহজেই পানি সরে যেত। এখন প্রায় সব‌ই তরাট হয়ে লোকজনের বাড়িঘর, দোকানপাট হয়ে গেছে, পানি দ্রুত সরে যাওয়ার জায়গা নেই! যার ফলশ্রুতি এই! ল্যআন্ড ডেভলাপমেন্টের অংশ হিসেবেই সাধারণত বৃষ্টির পানি সরার জন্য উপযুক্ত রিটেনশন/রিটেনশন পন্ড সহ ড্রেইনেজ সিস্টেম অপরিহার্য। আমাদের দেশে যত বৃষ্টি হয় অনেক দেশেই অত বৃষ্টি হয়না, আর এ বিষয়টি এত অবহেলাও অন্য কোথাও করে না!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: খাল সব ভরাট, ড্রেনেজ সিস্টেম অকেজো । চকচকে কিছু হাইরাইজ বিল্ডিং, মেট্রো রেল ও ফ্লাইওভার নির্মানকে সংজ্ঞায়িত করা হয় উন্নয়ন হিসেবে!! তো এই উন্নয়নের কারিশমাতো নগরবাসীকে ভোগ করতে হবেই।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি একদিন চিপস কিনে সেই প্যাকেট ফেলেছিলেন, সো সব দোষ আপনার।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: চিপ্সের প্যকেট রাস্তায় ফেললে জরিমানা করলে বা রাস্তা পরিষ্কারের দ্বায়িত্ব দিলে , সকল প্যকেট অটোমেটিকালি ডাস্টবিনেই পড়বে। সভ্য দেশে সেভাবেই রাস্তাঘাট পরিষ্কার রাখা হয়।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৬

আরোগ্য বলেছেন: আমাদের ধোলাইখালে পানি উঠে না। তবে ইংলিশ রোডের মোর থেকেই শুরু হয়। যেহেতু ওই দিকটায় ইদানীং যাওয়া হয় না তাই স্বচক্ষে দেখার এবার অভিজ্ঞতা হয়নি। কোরবানি ঈদের সময়তো হরর মুভির সীন ছিল। পুরাই blood sea. করোনার আগের কথা, নান্নার বিরিয়ানির দোকানের সামনে আমার রিক্সা জ্যামে বসে আছে। আর বৃষ্টির পানি রাস্তা থইথই। এক বৃদ্ধলোক বলে " উন্নয়নের জোয়ার "। তবে আপনার সেই মন্তব্যটা একদম ঠিক, ভেনিস নগরী। এত উন্নয়ন কোথায় রাখবে সরকার???? :(

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

ঢাবিয়ান বলেছেন: বাহ blood sea !! উন্নয়নের এমন নজির পৃথীবির আর কোন দেশে নাই!!

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

করুণাধারা বলেছেন: ভালো লাগে না আর!

ক'দিন আগে এক লোক বাড়ি যাবার পথে দুই দল সন্ত্রাসীর মধ্যে পড়ে গুলি লেগে এখন সংকটাপন্ন অবস্থায় আছে। কোথাও জীবনের নিরাপত্তা নেই।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১২

ঢাবিয়ান বলেছেন: দেখেছি আপু খবরটা। হাসপাতালের সিড়িতে বসে আছে মা মেয়ে। অপারেসনের জন্য টাকার অভাবের কথা পড়লাম। অথচ এই দ্বায়িত্ব কার ? আমার এখানে একটা ছোট এক্সিডেন্ট হলেও সেটা পুলিশ কেস হয়ে যায়। ভুক্তভোগী এরপর রাজিকীয় ট্রীটমেন্ট পায়।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

ডার্ক ম্যান বলেছেন: আমাদের হালিশহরে সবসময় পানি উঠলেও আল্লাহর রহমতে এখনো আমাদের বাসায় পানি ঢুকে নাই।
২০২১ সালে অল্পের জন্য ঢুকে নাই। তবে বৃষ্টি বেশি হলেই আতঙ্কে থাকি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

ঢাবিয়ান বলেছেন: বৃষ্টি সবার প্রিয় হবার কথা, অথচ আমাদের দেশে এখন সেটা আতংকে পরিনত হয়েছে!!

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৪

সোহানী বলেছেন: শহরগুলোর এ জলাবদ্ধতা অনেকদিন থেকেইতো চলছে কিন্তু এ নিয়ে কি কোন কাজ করছে কেউ? গত বছরেও মনে হয় কেউ এ নিয়ে পোস্ট দিয়েছিল তখন আমি কানাডার উদাহরন দিয়েছিলাম। এখন আবার দেই........

কানাডার শীতে টনে টনে বরফ পড়ে। তারপর সে বরফ একদিনের গরমেই গলে পানির স্রোত তৈরী করে। ওরা যেটা করেছে সেটা হলো রাস্তার নীচেই টানেল। আর প্রতি কয়েক ফুট দূরে দূরে পানি সরে যাবার জন্য ছোট ছোট জলামুখ। মূহুর্তেই পানি সরে যায়।

আমি বলছি না বাংলাদেশ কানাডার মতো রাতারাতি এ ব্যাবস্থা নিতে পারবে কিন্তু প্রতি বছরইতো রাস্তা খুঁড়াখুঁড়ি চলে। যখনই যে রাস্তার কাজ চলবে সেটা নতুন পদ্ধতিতে তৈরী হলে আস্তে আস্তে পুরো শহরেই এ ব্যবস্থা হবে। আমি এ বলছি না যে এ পদ্ধতিই সেরা কারন আমি এ বিষয়ের লোক নই। কিন্তু যদি সঠিক পরিকল্পনা করা হয় তাহলে একদিন না একদিন এ সমস্যার সমাধান হবেই।

কিন্তু দেশ নিয়ে ভাবনার লোক আছে কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

ঢাবিয়ান বলেছেন: চাইলে সকল সমস্যার সমাধান সম্ভব। কিন্ত সেটা করতে হলেতো দেশে গনতন্ত্র দিতে হবে, প্রসাষনকে স্বাধীন করে দিতে হবে সুষ্ঠুভাবে কাজ করার জন্য । কিন্ত তখনতো আর প্রসাষন কারো গদি টিকিয়ে রাখার জন্য ব্যবহ্রত হবে না।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা কেও দেখে না। সবাই দেখে বড় বড় বিল্ডিং ব্রিজ আর সেতু।

পানি থাকলে ⛵ নৌকায় ভরসা রাখুন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

ঢাবিয়ান বলেছেন: কি আর করা ! উন্নয়নের কারিশমা উপভোগ করতে বৃষ্টি হলে ঢাকা শহরের রাস্তায় নৌকা ভ্রমন উপভোগ করুন!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

বাউন্ডেলে বলেছেন: সমস্যা সাময়িক। সহ্য কইরা নেন । দুদিন পর ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ বলেন-
“হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর।” (সূরা আলে ইমরান ২০০ আয়াত)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

ঢাবিয়ান বলেছেন: বিশ্বাষীরা ধৈর্য ধারন করে বলেইতো এই দেশে এত সমস্যার মাঝেও টিকে থাকতে পারছে।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: বললে অনেক কিছুই বলতে হয় ভাইজান।
তবে কিছুই বলব না ।
কারন - কিছু বলা নিরাপদ না।

তারপরও আসুন সবাই মিলে বলি- "উন্নয়নের জোয়ারে (গরমে) , পানি খান আরামে"

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

ঢাবিয়ান বলেছেন: রাস্তার দুই গ্রুপের সন্ত্রাসীর এলোপাথারি গোলাগুলির মধ্যে পড়ে প্রান গেল ভুবনের। তাহলে দেখুন যে , মুখ না খুললেও কি আর নিরাপদে থাকা যায় ?

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

শাওন আহমাদ বলেছেন: চারদিকে উন্নয়ন আর উন্নয়ন কিন্তু আমাদের চোখ অন্ধ থাকায় আমরা তা দেখিতে নাহি পাই!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩

ঢাবিয়ান বলেছেন: ট্রফিক জ্যামে বইসা ফ্লাইওভার ও মেট্রোরেলের দিকে চেয়ে থাকেন। এগুলাই উন্নয়ন !!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকায় জলাবদ্ধতা নতুন কিছু না। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। অবশ্য দিন দিন গজব অবস্থা হচ্ছে। কর্তা ব্যাক্তিরা চ্যাটাং চ্যাটাং কথা বলে। ফলাফল শূন্য।
ডেঙ্গু আতঙ্কে আছি সারাক্ষণ। শেখ হাসিনা কিই বুঝতে পারছেন দেশ উন্নয়নের মহাসড়কে নেই?

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

জটিল ভাই বলেছেন:
এগুলো আমাদের চরমভাবে স্মরণ করিয়ে দেয় যে, বাংলাদেশ নদীমাতৃক দেশ। জীবন-জীবিকার সঙ্গে নদীর সম্পর্ক নিবিড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.