নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দ্বিমুখি আচরন !!

৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৪



দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত । এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে।
সুত্র - উইকিপিডিয়া

শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি
- amadershomoy.

ঢাবিতে রমজানের আলোচনা সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ। এতে আইন বিভাগের তিন শিক্ষার্থীসহ আহত হয়েছেন সাত শিক্ষার্থী
। সুত্র - প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আইন অনুষদের শিক্ষার্থীরা।এই হামলায় নেতৃত্বে ছিলেন শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম। যার বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। সুত্র - jagonews24

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। সুত্র - প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অবস্থান দেখেতো মনে হচ্ছে মোদীজির কোন রাজ্যে আমাদের বসবাস ----




মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাবি জাতির জন্য কি চায়?

৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

ঢাবিয়ান বলেছেন: একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা হওয়া উচিৎ নিরপেক্ষ। ধর্মীয় অনুষ্ঠান নিশিদ্ধ করতে হলে, সকল ধর্মের অনুষ্ঠানই নিশিদ্ধ ঘোষনা করতে হবে।

২| ৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



রোজার মাসে এই ধরনের কার্যক্রম ভয়ংকর বেকুবীর সামিল ও পুলিশের উচিত ছিলো ইহা থামানো।

কিন্তু আপনি পোষ্ট মোদীজীর রাজ্যের কথা কেন এনেছেন? আমাদের পুরো জাতিতে মোদীর মতো বুদ্ধিমান কোনকালে জন্মেছিলো? কোন কিছুই সঠিকভাবে লিখটে জানেন না; কিন্তু ঢাবির গ্রেজুয়েট!

৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

ঢাবিয়ান বলেছেন: রোজার মাসে এই ধরনের কার্যক্রম ভয়ংকর বেকুবীর সামিল ও পুলিশের উচিত ছিলো ইহা থামানো।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের উচিত ছিল এটা থামানো। একজন ছাত্রের বয়ানে জানা গেল যে ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজক!!

বাকি ব্যক্তি আক্রমনাত্মক অংশটুকুর বিষয়ে কোোন প্রতিক্রিয়া নাই । আপনি বুদ্ধিমান তাই আপনার বোঝা উচিত ছিল কেন লিখেছি ।

৩| ৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

ভুয়া মফিজ বলেছেন: বর্তমানে ''পোগতিশীলতা'' মানেই ইসলাম বিরোধিতা। শুধু ইসলামী সংস্কৃতি বন্ধ, বাকী সব চলতে পারে। আমাদের প্রধানমন্ত্রী এসব বাড়াবাড়িকে আশকারা দিচ্ছেন। এই উনিই আবার একবার ভোটের আগে তজবীহ-হিজাব নিয়ে শো-অফ করেছিলেন। এখন যেহেতু ভারত সরকারের কল্যানে আর নির্বাচন করার দরকার পড়ে না, তাই সেইসব শো-অফও বন্ধ।

ভারতের বিজেপি সরকারের মনোরন্জনের জন্য ভবিষ্যতে আরো কি কি হয় দেখার জন্য তৈরী হন। সবে তো সব উন্মুক্ত হতে শুরু করেছে।

৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

ঢাবিয়ান বলেছেন: আপনে, আমি ঢাবিয়ান । পোগতিশীলরা পোস্টে হামলে পড়ার বিড়াট সম্ভাবনা। রোজা রাইখা ফাইট করার এনার্জি বেশি নাই। তাই দরকারমত আরেকটূ উকিঝুকি দিয়েন পোস্টে। :)

৪| ৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

এভো বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ রং উৎসব করবে নাকি ওয়াজ মহফিল করবে ? সাবাশ !!! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইসলামিক মজলিস না করে কি কারনে বাহিরে করার পায়তারা করা হয়েছিল ? মসজিদের ভিতরে করলে কি কেহ বাধা দিত ?
রং উৎসব অন্য জায়গায় করলে অবশ্যই বাধা দেওয়া হোত , করা হয়েছে যথা স্থানে অর্থাৎ চারুকলা অনুষদের চত্বরে , মতলবি বেয়াদপ গুলো যথাস্থান অর্থাৎ মসজিদের ভিতের ইসলামিক মজলিশ করলে কেহ বাধা দিত না ।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: দয়া করে একটু গুগল করেন , যে খবরগুলোর লিঙ্ক দিয়েছি ।

চারুকলার শিক্ষার্থীরা ওয়াজ মাহফিল না করে কেবল হিন্দুদের দোল উৎসব করবে জেনে মর্মাহত হলাম। আমার মনে হয় শিক্ষার্থীরা আপনাদের এই মেসেজ আয়নি। তারুন্যের সহজাত আনন্দের উচ্ছাসে তারা ভেসে গেছে। তা নাহলে তারা বলত না যে , তারা রোজা রেখে এই উৎসবে অংশগ্রহন করেছে!! নিশ্চই তাদের রোজা রাখার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন । মূল্যবোধের এই অবক্ষয়ের নাম যে , প্রগতিশীলতা নয় একসময় তারা ঠিকই বুঝতে পারবে।

৫| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি যেভাবে মোদীকে ঘৃনা করেন, সব বাংগালীই তা করে; কিন্তু গত ১০ বছরে ভারতের উন্নয়নের হার একটি বিশাল অগ্রগতি।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: পোস্টের কন্টেন্ট কি ১০ বছরে ভারতের উন্নয়নের হার ?

৬| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:১৬

এভো বলেছেন: দোল উৎসব চারুকলার ইথিকসের সাথে ম্যাচ করে এমন কি তারা কালচারাল ঈদ উৎসব করতে পারে । রোজা দিনে দোল উৎসব করলে ক্ষতি কি , রোজা রেখে যে হারাম ফুটবল ক্রিকেট খেলা হয় তাতে কি জাত যায় না ।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: দোল উৎসব চারুকলার ইথিকসের সাথে ম্যাচ করে !!!

কোন এথিক্স? আমিতো জানি চারুকলা ঢাবির একটা ডিপার্টমেন্ট যেখানে শিক্ষার্থীরা অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ,
ছাপচিত্র বিভাগ ,ভাস্কর্য বিভাগ , কারুশিল্প বিভাগ , গ্রাফিক ডিজাইন বিভাগ , প্রাচ্যকলা বিভাগ , মৃৎশিল্প বিভাগ
শিল্পকলার ইতিহাস বিভাগে অধ্যয়ন করে। ঢাবির অন্য আর দশটা বিভাগের যেই এথিক্স , চারুকলার এথিক্সও তাই হবার কথা।

৭| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৫

রানার ব্লগ বলেছেন: :D

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৪

ঢাবিয়ান বলেছেন: খালি ইমোজি না দিয়া কিছু কন এই বিষয়ে

৮| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: ছাত্ররা মজা তামাশা করবে এটাই স্বাভাবিক।
যখন ছাত্ররা কর্ম জীবনে প্রবেশ করবে, তখন আর হাসি তামাশা করতে পারবে না।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫

ঢাবিয়ান বলেছেন: পোস্টের বিষয়বস্তুর উপড়ে মন্তব্য করেন

৯| ৩১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪০

আমি নই বলেছেন: সাংবাদিক একজন ছাত্রকে প্রশ্ন করেছিলেন রোজা রেখে হোলিতে অংশ নিলে রোজা হালকা হবে কিনা তার উত্তর ছিল হবেনা বা হওয়ার কথা নয়। এই পোলা যদি পরিবর্তিতে সরকারি কর্মকর্তা হয় আমি শতভাগ সিওর সে ঘুস খাওয়া, দুর্নিতি করা ইত্যাদি করা যে অন্যায়, অপরাধ, অনুচিত তা মনেই করবেনা কারন উচিত/অনুচিতের বেসিক ধারনাই ওর নাই। বিশ্ববিদ্যালয় গুলোতে সম্ভবত এখন এগুলোই শিখানো হচ্ছে।



৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

ঢাবিয়ান বলেছেন: বিষয়টা দুঃখজনক , তাতে কোন সন্দেহ নাই । তারাতো আর অল্প বয়সী কিশোর নয়। বিনে পয়সায় রঙ বিতরন করা হয়েছে , আর তারা রোজা রেখে রঙ মেখে অশোভন নাচানাচিতে মেতেছে!! এক ছাত্র দেখলাম আবার ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে , এমন দারুন একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। খুবই হালকা ধরনের মনে হচ্ছে এই প্রজন্মকে। ঢাবির শিক্ষার্থীদের চিরচারিত নৈ্তিকতার ঐতিহ্য নষ্ট করছে এরা।

১০| ৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কর্তার ইচ্ছায় কীর্ত্তন।

৩১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

ঢাবিয়ান বলেছেন: এইটাই আসল কথা। তিক্ত সত্যে আবার অনেকের এলার্জি দেখা যাচ্ছে

১১| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৮

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: খালি ইমোজি না দিয়া কিছু কন এই বিষয়ে


ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটছে না ঘটছে এটা নিয়ে ভাবার কিছু নাই । বাংলাদেশে অনেক কিছু হচ্ছে যা জনগুরুত্বপুর্ন ওই গুলা নিয়া ভাবুন।

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২

ঢাবিয়ান বলেছেন: শিক্ষাঙ্গন দেশের বাইরের কোন জায়গা নয়।

১২| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ আর নতুন কী? কিছু মুসলিমের নিজের ধর্মীয় পরিচয় আর ধর্মীয় আচারের ব্যপারে আইডেন্টিটি ক্রাইসিস আছে। তেনারা যতটা স্বাভাবিক অন্য ধর্মের আচার অনুষ্ঠানের ব্যপারে ততটাই হীনমন্যতায় ভোগেন নিজ ধর্মের ব্যপারে...

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭

ঢাবিয়ান বলেছেন: এই সব আচরন হচ্ছে উপড়ে উঠার শিড়ি ---

১৩| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

:) :) :) :) :) বলেছেন:

১৪| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৮

ধুলো মেঘ বলেছেন: আজব বিশ্ববিদ্যালয়। চারুকলার শিক্ষার্থীদের রঙ্গ মেখে বেলেল্লাপনার অধিকার আছে, কিন্তু আরবী বিভাগের শিক্ষার্থীদের কুরআন প্র্যাকটিসের অধিকার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.