নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবের স্পিরিটের মুখে চপেটাঘাত

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩









থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যচেলর টাইপ তৃ্তীয় শ্রেনীর মুভি নির্মাতা এবং সবচেয়ে বড় কথা যে লীগের সুবিধাভোগী এই ব্যক্তি কিভাবে অন্তর্বর্তী সরকারে জায়গা পায় ? উপদেষ্টা সিলেকশন কারা দেয় ? এই দেশের সাংস্কৃতিক মন্ডলে পরিছন্ন ইমেজের ব্যক্তির কি অভাব আছে ? এই জাতীয় ডিসিশনগুলো খুবই এলার্মিং । ডঃ ইউনুসের মত একজন ব্যক্তিত্বের পক্ষে দেশের সবাইকে চেনা সম্ভব না। খুব সম্ভবত তাকে ভুয়া তথ্য দেয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে।







মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

মেঘনা বলেছেন: এই ব্যক্তির দাড়ির স্টাইলটা জামাতিদের পছন্দ ।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

ঢাবিয়ান বলেছেন: দাড়ি দিয়ে আর ট্যাগ করার দিন শেষ। প্রচুর হলিউড, বলিউড নায়কেরা এখন দাড়িঅলা।

২| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: শিবিরের পছন্দের নির্মাতা তিনি। ক্লাস ফোরে প্রথম ফারুকীর নাটক দেখি শিবিরের মেসের এক বড়ো ভাই থেকে নাটকের ক্যাসেট এনে।ইসলামিক ছাত্র শিবির মনে মনে খুশি। আপনার আর আমার টপিক মিলে গেলো আজকে।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

ঢাবিয়ান বলেছেন: শিবির নিয়ে আর কতকাল খেলবেন ?

৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

আমি সাজিদ বলেছেন: এখন তো বলা হয় আমলা ও সমন্বয়ক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যারা আওয়ামী লীগের প্রশংসা করেছে, তারা ভয় থেকে করেছে। শিবিরের সভাপতিও ছাত্রলীগ করেছে। কাজেই এইসব স্ট্যাটাস নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। ভয় থেকে বা লোভে পড়ে এইসব লিখেছে। সবার দায়মুক্তি হচ্ছে। এই ভদ্রলোকেরও হবে। অনেক জরুরী বিষয়ে কাজ রয়ে গেছে। নিরাপত্তা, ডেঙ্গি, বাজারমূল্য এইসব নিয়ে কাজ করুন।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

ঢাবিয়ান বলেছেন: বাহ কি দারুন যুক্তি আপনার!!! দায়মুক্ত করে বরং আওয়ামিলীগের সকল মন্ত্রীদেরই জেল থেকে বের করে উপদেষ্টা মন্ডলীতে নিয়ে নেয়া হোক। তারাও যা করেছে ভয়ে বা লোভে পড়েইতো করেছে!

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ডঃ ইউনুসের মত একজন ব্যক্তিত্বের পক্ষে দেশের সবাইকে চেনা সম্ভব না। খুব সম্ভবত তাকে ভুয়া তথ্য দেয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে। কথা সত্য। কিন্তু কথা হলো, এরা কারা? এদের সনাক্ত করার কোন মেকানিজম সরকারে নাই কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ বা দেশ-বিদেশের স্বৈরাচার বিরোধী অনলাইন এক্টিভিস্টদের তথ্যভিত্তিক রিপোর্ট কিংবা বক্তব্যগুলো কি ড. ইউনুসের সামনে কার্যকরভাবে আসতে দেয়া হচ্ছে না? নাকি ড. ইউনুসের ভাবনা-চিন্তা ওই ম্যাজিক চেয়ার দ্বারা আজকাল প্রভাবিত হচ্ছে? বালুতে মুখ গুজে থাকা আর কতোদিন?

অনেক প্রশ্নের উত্তর জানা নাই। দেশে ভিন্ন ফর্মে আবার স্বৈরাচার প্রত্যাবর্তনের বা পুনর্বাসনের পদধ্বনি শুনতে পাচ্ছি। ব্লগ আর সরকার যেন একই সুতায় বাধা। আমরা, সাধারন মানুষরা যা দেখি বা শুনি, তা এনারা কেন শুনতে পায় না? বড়ই আচানক অবস্থা!!!! দেশে হচ্ছেটা কি? X(

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

ঢাবিয়ান বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তিন জন সমন্বয়ককে না পারতে উপদেষ্টা মন্ডলিতে জায়গা দেয়া হয়েছে। কিন্ত সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে দেশ-বিদেশের স্বৈরাচার বিরোধী অনলাইন এক্টিভিস্টরা। অথচ এই বৈষম্যবিরোধি আন্দোলনের প্রেক্ষাপট তৈ্রি হয়েছে এদের কল্যানে। দিনের পর দিন পিনাকি ভট্টাচার্য , জুলকার নাইন সায়ের, তাসনিম খলিল , ইলিয়াস হোসাইনদের অনুসন্ধানী রিপোর্টই ছাত্রদের বিপ্লবী হিসেবে তৈ্রি হতে অনুপ্রেরনা জুগিয়েছে। একজন বিপ্লবীতো আর একদিনে তৈরী হয় না। অথচ এদেরকে পুরোপুরি অগ্রাহ্য করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সফলতার উপর নির্ভর করছে ভবিষ্যতের নির্বাচিত সরকারের আচার আচরন। দেখা যাক ডক্টর ইউনুস ও তিন সমন্বয়ক উপদেষ্টার উপড় আমার এখনও পুর্ন আস্থা রয়েছে।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

রিফাত হোসেন বলেছেন: ভুল করে থাকলে স্বীকার করে নিলে গ্রহন করতে সমস্যা দেখছিনা। উনি করেছিলেন আর এখন করবেন, এই দুইটির মধ্যে পার্থক্য বিদ্যমান। সম্ভবত উনাকে নিরপেক্ষ কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ কাজে লাগাতে পারলেই হল।

এমন যেভাবে ভাবছেন, সেভাবে দেখলে তো ভাল মানুষ খুজতে গেলে গাও উজার হয়ে যাবে। :)

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪

ঢাবিয়ান বলেছেন: মানুষ খুজতে গা উজার হবে কেন? আব্দুল্লাহ আবু সাইদ , আফজাল হোসেন , হানিফ সংকেত এর মত আরো অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দীর্ঘদিন যাবত সমাজের অনিয়ম, বিশৃংখলার বিরুদ্ধে লিখছে, কাজ করছে।

৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

জুল ভার্ন বলেছেন: আন্দোলন বেহাত হয়ে গিয়েছে....

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: জুলাই আন্দোলনে এক চোখ হারানো আব্দুল্লাহ আল শাফিল গতকাল মাঝ রাতে একটা পোস্ট লিখেছে। সেই পোস্টে সে লিখেছে-
আপনারা খু*নিদের "পুনর্বাসন করতে চাইলে আমার চোখ ফেরত দেন।
কবরে চলে যাওয়া আমার ভাইদের কথা না হয় বাদ-ই দিলাম। আফসোস হয় আমার ধুঁকতে থাকা চোখটাও কেন বেঁচে আছে? কেন আমি বেঁচে আছি?
কেউ পারলে উত্তর দিয়েন।
আমি আর নিতে পারতেছি না।"

৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

নতুন বলেছেন: উনি আধুনিক ভাবনার মানুষ, উনাকে দায়ীত্ব দেওয়া ঠিক আছে।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: একমত নই আপনার সাথে।

৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

আমি সাজিদ বলেছেন: আমি তো ভোটবিহীন ও দুর্নীতিবাজ মাফিয়া বিগত সরকারের সাফাই গাইছি না৷ আপনি যে একটা দুর্বল যুক্তি দিচ্ছেন তা দেখিয়ে দিলাম মাত্র। রিঅ্যাক্ট করার কিছু নেই। আপনাকে আঘাত করে কিছু বলতে চাই নি। রিফাত হোসেনের মন্তব্যটা চমৎকার।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: আমরা কে কি বলছি তা জরুরী নয়। ফারুকী সম্পর্কিত তথ্য এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা কি সেটা জরুরী বিষয়।

৯| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: আপনি হয়তো ওনার সম্বন্ধে ঠিকঠাক জানেন না। তাকে একটু আধটু জানার জন্য তার 'অটোবায়োগ্রাফি'টা দেখবেন! আমার জানামতে গত সরকার ফারুকীর তিন তিনটে ছবি আটকে দিয়েছে কোনভাবেই বাংলাদেশ কোন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে দেয়নি। কয়েক মাস আগে বঙ্গবন্ধুকে আমিও আমার নায়ক হিসেবে ভাবতাম আর তারেক জিয়াকে পৃথিবীর সবচেয়ে বদ মানুষ হিসেবে জানতাম- কিন্তু অল্প কয়দিনে অনেক সত্য কিছু জেনে ধারণাটা কিছুটা হলেও পাল্টে গেছে। তার ফেসবুকে দিয়ে পোস্টগুলোতে আমি খারাপ কিছু তখন দেখছি না।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: তার তিনটা ছবি আটকে দেয়া্ কোন তাৎপর্য বহন করে না। সেটা সেন্সর বোর্ড ও তার মধ্যকার ব্যক্তিগত সমস্যা। যাক আপনার কথামত তাকে জানার জন্য গুগুল সার্চ দিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখলাম ফারুকী তেজগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন । পড়াশোনা সংক্রান্ত আর কোণ তথ্য পাই নাই অনলাইনে। মেট্রিকের পরে তিনি কি পড়াশনা করেছে সে ব্যপারে কোন তথ্য জানলে জানাবেন প্লিজ।ফেসবুকেও চাউর হয়েছে যে তিনি ইন্টারমিডিয়েটও পাস করে নাই।

১০| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মিডিয়া আর খেলাধুলা জগতের লোকজন তো সবার সাথেই ভারসাম্য বজায় রেখে চলার কথা। তাদের কাজই তো সবার জন্য। নাকি বঙ্গবন্ধুকে অপছন্দ করা লোককে এই চেয়ারে বসিয়ে দিলে ভালো হতো? সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন কেউ আছে বিশেষ কেউ?

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: সম্ভবত দ্বীতিয় ছবিটা দেখে এমন মন্তব্য করলেন! মুজিব সিনেমা সম্পর্কিত যাবতীয় দুর্নীতির সাথে শেখ মুজিনবকে অপছন্দের কোন সম্পর্কই নাই। এই সিনামায় এক টাকায় অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের কোটি কোটী টাকার দুর্নিতির খবর না দেখে থাকলে একটু দেখে নেবেএকটু। এক এঙ্গেলে নেরেটিভ দেয়া বন্ধ করুন দয়া করে।

১১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬

আমি সাজিদ বলেছেন: বৈষম্য বিরোধীর দেশে কি এখন শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের হিড়িক পড়ে গেছে? তাহলে তো অনেক উপদেষ্টাদেরই পদ থেকে বাদ দিতে হবে। আমাদের সমসাময়িক যারা আছে তাদের! কি অদ্ভুত যুক্তি।

একটু বেশীই ম্যাচুরিটি আশা করি ঢাবিয়ান। ক্ষোভ আর যুক্তি মধ্যে মিল পাচ্ছি না। ফারুকি আসা যাওয়ায় আমার কিছু যায় আসে না।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬

ঢাবিয়ান বলেছেন: বৈষম্য বিরোধি মানে কি মাস্টার্স ডিগ্রী ধারী যা , মেট্রিক পাসও তাই ?

১২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: 'অটোবায়োগ্রাফি' তার নির্মিত একটা ফিল্ম! আপনি একটু ভুল বুঝেছেন

১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২৬

ঢাবিয়ান বলেছেন: তার সিনেমা অটোবায়োগ্রাফি' দেখার কথায় ভাবলাম তার রিয়েল বায়োগ্রাফি আগে চেক করি। যাই হোক মুভির বায়োগ্রাফি দিয়ে কি আর মানুষ চেনা যায়?এইসব মুভিতে বাস্তব জীবনের খন্ডিত খন্ডিত অংশের সাথে একগাদা মিথ্যা জুরে মহান বানানো হয় সেলিব্রিটিদের।

১৩| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফারুকীকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। মনোনয়নের আগে তার এসব ফেইসবুক পোস্ট দেখলে তাকে উপদেষ্টা করা হতো না বলেই মনে করি।

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪

ঢাবিয়ান বলেছেন: ধরেন ফারুকীর সাথে লীগের কোনই সম্পর্ক কোনকালে ছিল না। তারপরেও কি তার মত তৃ্তীয় শ্রেনীর মুভি নির্মাতার অন্তর্বর্তী সরকারে জায়গা পাওয়া শোভা পায় ? এই সরকারের অন্যান্য উপদেষ্টাদের প্রোফাইল এর সাথে এই ব্যক্তির প্রোফাইল কি কোণ অবস্থাতেই ম্যাচ করে? ফেসবুকে এই ব্যক্তি সম্পর্কে যে ধরনের নোংরা তথ্য প্রকাশ পাচ্ছে তা আর এখানে শেয়ার করতে চাই না। একে ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারে ঢোকানো হয়েছে , সরকারকে বিতর্কিত করতে , যাতে ভবিষ্যতে এই লেভেল এর তৃ্তীয় শ্রেনীর , অশিক্ষিত , দুর্নিতিবাজদের নির্বাচনে মনোয়ন দেয়া যায়। বলা হচ্ছে নির্বাচন সংস্কার এমনভাবে করা হবে যাতে শুধু যোগ্য ব্যক্তিরাই নির্বাচনে দাড়ানোর সুযোগ পায়। ফারুকীকে নিয়ে সেই সংস্কারের কফিনে পেরেক মারা হল এবং এত মেধাবী তরুনের রক্তের সাথে বেইমানি করা হল।

১৪| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা কোন না কোন ভাবে ফেসিস্টদের সংগে জড়িত ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই অতি সতর্কতার সংগে পদক্ষেপ নিতে হবে। তবে ইতিমধ্যেই যা দেখছি তা হতাশার কালো মেঘ!

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: প্রচন্ড হতাশাবোধ করছে সবাই।। উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কারা? বিষয়টা খুবই সন্দেহজনক।

১৫| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

জটিল ভাই বলেছেন:
যুক্তি আছে। কিন্তু এতো বড় চেয়ারে বসে এমন খোড়া যুক্তি কি কাজ করে? :(

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯

ঢাবিয়ান বলেছেন: তা একদিকে ঠিকই বলেছেন। তবে প্রধান উপদেষ্টাকে সকল ক্ষমতার উৎস বলে মনে হলেও বাস্তবে তা নয় বলেই মনে হচ্ছে।

১৬| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১

করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২০

ঢাবিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেকদিন পর দেখা দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.