![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। কিন্তু দীর্ঘ দশ বছর তিনি দেশে না ফিরে ভারতেই অবস্থান করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। দেশে ফিরেই কক্সবাজারে সংবর্ধনা নেওয়ার সময় এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সমোলোচিত হন সালাহউদ্দিন আহমেদ।সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে, সালাউদ্দিন সাহেবের ছেলে বর্তমানে এস আলমের অফিসে বসতেছে!!
Former Sylhet Bureau Chief at Ekattor এর সাংবাদিক Iqbal Mahmud এর এক ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে , যেখানে তিনি লিখেছেন -
২০১৬ সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা করেছিলাম। সে এক অদ্ভূত রহস্য! অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া একজন বন্দি সেখানে কোন জেলে বন্দি ছিলেন না। একটি রাজসিক বাংলো বাড়িতে ছিলো তার আবাস। বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লনে বেতের আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন। লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা। শুধুমাত্র ছবি তোলা আর অডিও/ভিডিও রেকর্ডে নিষেধাজ্ঞা ছাড়া বুঝার উপায় ছিলো না তিনি বন্দি। সে বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে। সালাহ উদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা এ সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন। শর্ত ছিলো কোন নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না। সালাহ উদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারতে তার রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোন গুম কিংবা বন্দীত্ব ছিলো না, ছিলো রাজনৈতিক প্রশিক্ষণ। সে প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন ৫ আগস্টের পর দেশে ফিরে। রাজনীতির রহস্য পুরুষ! খেলেরাম খেলে যা!!
৯ ই জুন, ২০২৪ প্রথমালোতে একটা প্রতিবেদন প্রকাশ হয় সালাহউদ্দিনকে নিয়ে।ভারতে অবস্থানরত বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদকে ঘিরে ‘রহস্য’ এখনো কাটছে না। আদালতে খালাস পাওয়ার পরও কেন তিনি দেশে ফিরছেন না বা তাঁর ফেরা হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করছে। যদিও ভারতে থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।view this link
দীর্ঘ দশ বছর ভারতে(!!!!!!) বসে বিএনপির রাজনীতি করা এই ব্যক্তি এখন বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে !! ড ইউনুস পদত্যাগ করতে চাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সালাউদ্দিন আহমেদ বলেন-
ডক্টর ইউনুসের সাথে বৈঠক শেষে গতকাল যমুনার সামনে সাংবাদিকদের সালাউদ্দদিন আহমেদ জানায় যে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। কো্ন কারন ছাড়াই বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে মেধাবী , যোগ্য ও চৌকশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং স্বৈরাচারকে উৎখাত করা জুলাই বিপ্লবের সম্মুখভাগের সৈ্নিক দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় কেন বিএনপি ? যুক্তরাস্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এবং নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের সাবেক কর্মকর্তা ডঃ খলিলুর রহমানকে উৎখাত করতে চাওয়াটাতো কোন অবস্থাতেই কোন বাংলাদেশপন্থীর কাজ হতে পারে না। বিএনপি যেভাবে বাংলাদেশবিরোধি অবস্থানে এসে দাড়িয়েছে , তাতে স্পষ্ট যে ডক্টর ইউনুস এদের চাপে সংস্কার ও বিচার শেষ না করে নির্বাচন দিলে , বাংলাদেশ আবারো ফিরে যাবে অতীতের চাইতেও আরো ভয়াবহ আইয়্যামে জাহেলিয়ার যুগে ।
২| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৪
ফেনিক্স বলেছেন:
ব্লগে আপনি আজীবন "মিলিটারীর শাসন" চাইলেন, জিয়া জিয়া, বিএনপি বিপএনপি করলেন, এখন একাত্তরের জল্লাদের পক্ষে বলছেন, আপনি কোন বনের পাখি, কোন গাছের ফল?
৩| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৫
নতুন বলেছেন: এই দাবীর পেছনে সত্যতা কতটুকু?
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা কালিন সময়ে বিএনপির নেতার সাথে ভারত কেন এমন করবে?
২৫ শে মে, ২০২৫ রাত ৯:৪১
ঢাবিয়ান বলেছেন: ১০ বছরতো ইন্ডিয়া থেকেই বিএনপির রাজনীতি করেছে। আর তথ্যসুত্রতো গনমাধ্যমের সাংবাদিক ।
৪| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: বিএনপি নেতারা বাতিলের খাতায়।সালাহউদ্দিনই ভরসা।
৫| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:২৮
নিমো বলেছেন: আগে আপনি ঝেড়ে কাশুন, কাকারাইলের সাগরেদ হয়ে খালি লম্বা লম্বা কথা।
৬| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:৩০
নিমো বলেছেন: ওহ! আপনিতো আবার মগবাজার আর বাংলামোটরের পশ্চাৎপাত্র।
৭| ২৫ শে মে, ২০২৫ রাত ১০:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতে গিয়ে কি আরেকটা বিয়ে করেছিল? নাকি আগের বউ ছিল সাথে?
ওনার বউকে ওনার এই সব পাগলামি নিয়ে জিজ্ঞেস করা উচিত।
৮| ২৫ শে মে, ২০২৫ রাত ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: প্রেস সচিব কি বলেছেন আগে সেটা দেখেন !
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৩
নকল কাক বলেছেন: