নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

একটি প্রতিবাদ !!

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৬

নিমো বলেছেন: আমি আশ্চর্য হই নি, যখন দেখেছি কিছু কুলাঙ্গার তথ্য, প্রযুক্তি, যোগাযোগ এসব মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দািয়ত্ব পেয়েছে। আর এখন ব্লগ সহ সামাজিক মাধ্যমে এসব জানোয়ারের নূতন করে জানার নেশা পেয়েছে। এসব কুকুরগুলোর নিজেদের জন্মের খো্জ আগে নেয়া দরকাী, তারপর না হয় দেশের জন্মের খো্জ নেবে। আর শেরজা, আমি নই সহ আরও যাদের প্রশ্নের চুলকানি, তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দারুন সুযোগ দিয়েছে, বিনা ভিসায় পাকিস্তান যাওয়ার। দেশে যেহেতু ইতিহাস বিকৃতি ঘটেছে, তাই পাকিস্তানে যেয়ে গবেষণা করে আমাদের সঠিক সংখ্যাটা জানানোটা উনাদের কর্তব্য, সেটা শূন্য হলেও আমি মেনে নেব। পাকিস্তান নিশ্চয়ই ইতিহাস বিকৃতি করে নি। কারণ নিজামি, মুজাহিদ যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির পর তাদের শোক প্রকাশ দেখার মত ছিল। পাকি ভায়েরা অবশ্যই সঠিক সংখ্যা জানে। তাই আমার নিবেদন দেশের এই মুহূর্তের সবচেয়ে জরুরি এই প্রশ্নের উত্তর জেনে আপনাদের উত্তপ্ত ঘিলু ঠান্ডা করুন ও আমাদের বাধিত করুন।

শেরজা তপন বলেছেন: সুপ্রিয় নিমো, এই দেশ আমার দেশ। এই দেশের মাটিতে দাঁড়িয়ে চিৎকার করা প্রশ্ন করা আমার অধিকার।
কিছু হইলেই রাজাকার, পাদা আর পাকিস্তানে পাঠিয়ে দে। বিরাট আমার দেশ প্রেমিক আসছেন উনি। আপনার বাপের কেনা দেশে থাকিও না- আপনার চৌদ্দগুষ্টির পয়সায় খাইও না। এইসব ডায়লগবাজি অন্য জায়গায় কইরেন। আমি দেশে থেকে সরকারকে যে ট্যাক্স ভ্যাট দিই সেটা আপনার জমিদারি থেকে না। যে কোন প্রশ্ন আমি করতে পারি- এই ব্লগে সেই অধিকার আমার আছে। যাকে প্রশ্ন করি তার সমস্যা নাই কিন্তু আপনার এত চুলকায় ক্যান ভাই?

নিমো বলেছেন: আরে শেরজা চামার যে, তা চামড়া ব্যবসায়ীর চামড়াতো আরও মোটা হওয়ার দরকার। আপনাকে রাজাকার, পাদাতো বলি নি। চোরের মন পুলিশ পুলিশ হলে হবে। আপনাকে পাকিস্তানে পাঠাতেও বলিনও। বলেছি পাকিস্তানে যেয়ে গবেষনা করে সঠিক তথ্য দিতে। ট্যাক্স, জমিদারির কথাও আমি বলি নি। াবশ্য সামন্তবাদের মোটা মাথাশ এসব ঢুকবে না। এড রেগে যায়েন না, এখন ক্সমতা আপনার কখন আবার হত্যা মামলায় ফঁাসায় দেন কিংবা বুলডোজার পাঠায় দেন। আপনারাই এখন দেশের নূতন বাপ কিনা।

ব্লগ কতৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করে কোন লাভ আছে কিনা জানি না। কা_ভা নামে কোন ব্লগ মডারেটর আছে কিনা তাও জানা নাই। তারপরেও প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেই এই পোস্ট দেয়া। জনাব নিমো কি ব্লগের নীতিমালা ভঙ্গ করে নাই? এমন নোংরা ব্যক্তি আক্রমনমুলক কমেন্ট করার পরেও যদি সেই কমেন্ট কতৃপক্ষ মুছে দিয়ে ব্যবস্থা না নেয় , তাহলে ব্লগিং নীতিমালাটা ব্লগ থেকে সরিয়ে ফেললেই হয় !!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



নিমো যা বলেছে, শেরজ তার উত্তর দিয়েছে; আপনার সমস্যা কি?

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: আপনাকে বারবার নিক চেঞ্জ করতে হয় কেন?

২| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৯

বিজন রয় বলেছেন: ঢাবিয়ান এটা কি ক্যাঁচাল পোস্ট?

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: আপনার কি তাই মনে হচ্ছে ?

৩| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ, তাই মনে হচ্ছে।

ঘটা করে এখানে পোস্ট দিলেন তো, তাই মনে হচ্ছে।
ব্লগে এর চেয়েও অনেক অনেক বেশি কিছু ঘটেছে এর আগে।

আচ্চা, আমি তৈরি হলাম ক্যাঁচাল করার জন্য।
আপনার সবাই আসুন এখানে, ক্যাঁচাল করতে।

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৫

জনারণ্যে একজন বলেছেন: @ ঢাবিয়ান, ছিঁচকাঁদুনে ছিলেন আপনি ছোটবেলায়, রাইট? কেউ কিছু বললেই ভ্যাঁ করে কেঁদে, নাকের পানিতে-চোখের পানিতে একাকার হয়ে বাপ-মা-শিক্ষকদের কাছে গিয়ে বিচার দিতেন মনে হয়। ওই অভ্যাস এখনো কিছুটা বর্তমান।

আপনি আপনার বর্তমান সমস্যা সমাধানে এক কাজ করতে পারেন। ঠিক ছোটবেলার মতো নাকি কান্না কেঁদে, ওই কান্নার ভিডিও ইউটিউবে আপলোড করে, লিংক এই প্লাটফর্মের তথাকথিত মডারেটরদের কাছে পাঠিয়ে দিতে পারেন। দ্যাখেন কাজ হয় কিনা।

পুনশ্চ: নিমো এই প্লাটফর্মের হাতেগোনা বুদ্ধিমান কয়েকজনের মধ্যে একজন। দিন দিন ওনার মতো ইউজার এখন এখানে বিলুপ্তির পথে। ওনার করা মন্তব্য পারলে যুক্তি দিয়ে প্রতিমন্তব্য দিন। নাকি উত্তর দেয়ার মতো মেধা নেই?

ঢাবিয়ান নিক নিয়েছেন, মাগার আচরণ প্রাইমারি ইশকুলে পড়ুয়ার মতো। সাবজেক্ট কি ছিলো ঢাকা ইউনিভার্সিটিতে? আলমারি ও তাক বিজ্ঞান?

৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০০

নিমো বলেছেন: আপনি কি আদৌ লেখাপড়া করেছেন? মনে হয় না। দুটো বইয়ের নাম দিচ্ছি পড়বেন। তাহলে বুঝতে পারবেন আগামী বিশ বর জন্য আপনি, শেরজারা কতটা অপ্রয়োজনীয়।
the Phoenix project এবং the unicorn project.

৬| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০৭

নিমো বলেছেন: কাঁউটাল নামক জঘন্য ইতরটার মন্তব্যগুলোতো স্টিকি করে রাখার মত, তাই না।

৭| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫১

শেরজা তপন বলেছেন: নিমো, আসেন ক্যাঁচাল পোষ্ট যখন ক্যাঁচাল করি। ওই পোস্টে আমি আর কুতর্কে লিপ্ত হতে চাইনি বলে, প্রতিমন্তব্যে যাইনি।
এই ব্লগের সবাই জানে আমার প্রফেশন কি। কিন্তু একজন ব্লগারকে জিজ্ঞেস করেন তো তারা আপনার কি প্রফেশন সেটা জানে কি না? নিজেকে খুব উচ্চ শিক্ষিত উচ্চ রুচির ঋদ্ধ একজন ব্লগার হিসেবে জাহির করার চেষ্টা করেন সর্বক্ষন।
এখন আসুন দেখি আপনার সে শিক্ষার নমুনা;
আপনি আমাকে চামার বলেছেন; আমি যদি বলি এটা কাউকে তুচ্ছে বা নগন্য হিসেবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা গালি তবে আপনি বলবেন, চামড়া নিয়ে যারা কাজ করে তাদের চামার-ই তো বলে আপনাকে গালি দিলাম কই!!
আপনি যে সামন্তবাদের কথা বলেছেন, সেই সময়ে কুশিক্ষিত কিংবা মুর্খ ধনবান ক্ষমতাবান সমাজপ্রতিরা বা যারা নিজেদেরকে সমাজের উচু স্তরের মানুষ ভাবত তারা কিছু মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের প্রফেশনকে উদ্দেশ্য করে, জোলা, খালাসী, চামার, জাইল্যা, খুলু এইসব বলে নাক শিটকাত।
আপনার মানসিকতা তো ওই লেভেলেই পড়ে আছে- আপনিতো কুশিক্ষায় শিক্ষিত এক সামন্তবাদী ধ্যান ধারনার মানুষ। the Phoenix project এবং the unicorn project. উচ্চমার্গীয় fictional narrative পড়লেই মানুষ মন ও মননে উঁচু স্তরের হয় না।
এবার আসুন আপনার এই 'চামার' শব্দের আভিধানিক অর্থে গুগোলীয় ব্যাখ্যা শুনি;
'চামার' শব্দের আভিধানিক অর্থ হলো চর্মকার বা মুচি, যে চামড়ার কাজ করে বা জুতো তৈরি করে। এই শব্দটি সংস্কৃত 'চর্মকার' শব্দ থেকে এসেছে, যার অর্থ চামড়ার কাজ করে যে ব্যক্তি।
তবে, বর্তমানে এই শব্দটি প্রায়শই দলিত সম্প্রদায়ের জন্য একটি অবমাননাকর শব্দ হিসেবে ব্যবহৃত হয় এবং ভারতের সুপ্রিম কোর্ট এটিকে একটি জাতিগত অপবাদ হিসেবে উল্লেখ করেছে, যা তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ এর লঙ্ঘন বলে বিবেচিত হয়।
উইকি বলছে;চামার শব্দটি সাধারণভাবে দলিতদের জন্য একটি নিন্দনীয় শব্দ হিসেবে ব্যবহৃত হয়। চামার অর্থ -চর্মকার, মুচি; হৃদয়হীন, নৃশংস; নীচাশয়; অতি কৃপণ।
***
ঠিক আছে তর্কের খাতিরে ধরে নিলাম আপনি আমাকে হেয় করার জন্য সেটা বলেননি। আমার ব্যাবসা মূলত 'বিজনেস প্রমোশনাল গুডস' (ট্রেডিং) আর আমার ফ্যাক্টরি গিফট প্যাকেজ, চামড়াজাত পণ্য, পিউ/ আর্টিফিশিয়াল লেদার ও ফেব্রিক্সের পণ্য তৈরি হয়। তাহলে কোন দিক দিয়ে আমি চর্মকার বা চামার হই? তবে পৃথিবীতে অল্প কিছু মানুষদের মধ্যে আমি একজন, যে তার নিজের পেশা দারুন ভাবে উপভোগ করে ও সম্মান করে।
নিজের দৃষ্টিভঙ্গীকে উন্নত করুন- আরেকজনের প্রফেশনকে খাটো দেখার মধ্যে নিশ্চয়ই কোন মহত্ব নেই। শুধু চমৎকার বুদ্ধিদীপ্ত মন্তব্য করলেই একজন বুদ্ধিমান মানুষ হয় না।
***
আপনার মন্তব্যের প্রথম প্যারা নিয়ে আমার বিশেষ কোন অভিযোগ নেই। দ্বীতিয় প্যারায় যে হত্যার হুমকি টুমকির কথা লিখেছেন সেটার বিষয়ে আমি মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি।কতটা হীন, নীচু নোংরা মানসিকতার একজন মানুষ আমি সেটা আজকে টের পেলাম, অন্তত দারুন বুদ্ধীদীপ্ত মন্তব্যের জন্য আপনাকে শ্রদ্ধা করতাম, অপেক্ষা করতাম আপনার মত একজন ব্লগারের মন্তব্যের জন্য। ছিঃ ভাই নিজের কাছেই লজ্জা লাগছে, এ কিসব মানুষের সাথে মিথস্ক্রিয়া করি ব্লগে! ধিক্কার জানাই মানসিকভাবে পচে গলে ধ্বংস হয়ে যাওয়া আপনার মত এই ধরনে মানুষদের।
***
এই পৃথিবীতে আমার প্রয়োজন আমার পরিবারের কাছে আমার সন্তানদের কাছে, আমার বন্ধু আর কিছু মানুষের কর্মসংস্থান করেছি তাদের কাছেই। নিমো বা তার মত কোটি কোটি মানুষের কাছে আমার প্রয়োজন থাকলই কি না থাকল তাতে আমি থোড়াই কেয়ার করি। বিশ বছর পর আপনি নি তো রয়েই গেলেন পৃথিবীর প্রয়োজন মেটানোর জন্য।

৮| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯

নিমো বলেছেন: দ্বীতিয় প্যারায় যে হত্যার হুমকি টুমকির কথা লিখেছেন সেটার বিষয়ে আমি মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি
এখানে হত্যার হুমকি কোতায়? বরং ঢাবিয়ানই এর আগেও তালিকা করে আমার নাম এনেছেন। সেই হিসাবেতো আমারই ঢাবিয়ানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ দেয়া উচিত।

৯| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:০২

নিমো বলেছেন: আর বিশ বছরের কথা লিখিনি, বিশ্বর কথা লিখেছি। সোজা করে কথা বলাই আমার অভ্যাস। কৌশলে তালিকা বানিয়ে পোস্ট দেয়ার কুঅভ্যাস আমার নাই।

১০| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১২

নিমো বলেছেন: আর যে কিনা বলে বসেন মুক্তিযুদ্ধে কোন পরিবার দুই তিন জনের বেশি জীবন হারায় নি। তার মত মূর্খকে শ্রদ্ধা, সন্মান দেখানোর কোন দরকার দেখি না। মু্কিযুদ্ধে অনেকের পুরো পরিবারই নাই হয়ে গেছে। আপনাকে চমার কেন এর চেয়ে নিকৃষ্ট কিছু বলতে পারলো ভালো লাগবে। মনের ভিতর যে কুৎসিত দেশ, মুক্তিযুদ্ধ বিরোধী ধারণা নিয়ে বসে আছেন, আর অমুক লেখক তমিক বইয়ে কী দান্বি করেছেন, তার ভিত্তিতে তথ্য ডাম্প করেন, সেটার কথা নাই বা বললাম। ব্যবসার জন্য অনেকেই নিচে নামে। কিন্তু আপনার অধপতন কল্পনাতীত। আপমি দীর্ঘায়ু হন এতটুকুই বলি, কোন একদিন আপনার উপলব্ধি আসবে আশা করি।

১১| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ২:২৩

কলাবাগান১ বলেছেন: @নিমো
"কোন একদিন আপনার উপলব্ধি আসবে আশা করি। " আপনার আশায় গুড়েবালি....যে কিনা এখনও জীবত লোকজনের খঠা বিশ্বাস করে না বিশ্বাস করে জামাতি বয়ান, তার কোনদিন ও উপলব্ধি আসবে না। উনার অবস্হা হল 'ব্যারিস্টার' ফুয়াদ র মত ...গনহত্যার জন্য পাকিস্হান এর ক্ষমা চাওয়ার দরকার নাই (অনেক পুরানো) কিন্তু হাসিনার ক্ষমা/বিচার লাগবে গনহত্যার জন্য!!!

১২| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিমো সাহেব ভুল কিছু বলছেন বলে মনে হলো না। আপনি এত বেশি প্রতিবাদী হয়ে গেলেন কেন? নাম বলব না ব্লগে কয়েকটা নিক আছে অনবরত গালাগাল করে যাচ্ছে, মুক্তিযুদ্ধ ইস্যুতে এদের প্রচুর রসবোধ। কই কেউ তো এদের ব্যাপারে কিছু লেখে না। বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যা তা বলা বা সন্দেহ পোষণ করা লোকদের জন্ম নিয়ে সন্দেহ পোষণ করাও তো মনে হয় ভুল না। আপনি তো মনে হয় দেশের বাইরে থাকেন। হলোকাস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.