নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

জামানত বাজেয়াপ্ত হবার সম্ভাবনা থাকা প্রার্থীদের নির্বাচনে দাড় করানোটা আহাম্মকির পরিচয়

২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৯





১০ দলীয় জোটের হয়ে এনসিপি থেকে দাঁড়ানো এই দুই নারী প্রার্থীকে এনসিপির সাথে আগে কখনও দেখা যায়নি। এনসিপির নারী নেত্রীদের মাঝে নুসরাত তাবাসসুম , তাসনিম জারা , সামান্থা শারমিন, তাসনুভা জাবীন , মাহমুদা মিতুই মুলত পরিচিতি লাভ করেছিল। এদের মাঝে তাসনিম জারাকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে হয়েছে। নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধি আন্দোলনে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হলেও এনসিপিতে তাকে খুব বেশি সক্রিয় হতে দেখা যায়নি। ১০ দলীয় জোটে যোগদান করায় বেশ কিছু নেত্রী দলত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে এনসিপির অজানা অচেনা ভুইফোর দুই নেত্রীকে ঢাকার মত প্রতিযোগিতামুলক জায়গায় প্রার্থী হিসাবে মনোয়ন দেয়ার মাজেজা কি তা বোধগম্য হয়নি। এদের জামানত যে বাজেয়াপ্ত হবে তা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়।

দশ দলীয় জোট কি মনে করে এনসিপিকে ৩০টি আসন দিয়েছে কে জানে! বৈষম্যবিরোধি আন্দোলন নেতৃত্ব দেয়া অল্প কয়েকজনকেই দেশব্যপী মানুষ চেনে। তবে মুখ চেনা ও ভোটের রাজনীতি এক বিষয় নয়। তৃনমুল পর্যায়ে এনসিপি একেবারেই নবীন। নাহিদ , হাসনাতদের জনপ্রিয়তার কারনে বিজয়ী হবার সম্ভাবনা থাকলেও তা শতভাগ নিশ্চিত নয়। একটা ইলেকশনে জয়ী হতে হলে বিভিন্ন স্ট্র্যটেজি থাকতে হয়। দশ দলীয় জোটে এই স্ট্র্যটেজির অভাব পরিলক্ষিত হচ্ছে। জামানত বাজেয়াপ্ত হতে পারে , এমন প্রার্থীদের মনোয়ন দেয়াটা কোনভাবেই বুদ্ধির পরিচয় নয়। ঢাকা ৯ থেকে দাঁড়ানো সম্ভাবনাময় এবং যোগ্য প্রার্থী তাসনিম জারার বিরুদ্ধে এনসিপির প্রার্থী দেয়া উচিত হয়নি। জারা ও জাভেদ রাসিনের ভোট ভাগাভাগি হয়ে অনায়াসেই সেই আসনে জিতে যাবে প্রতিদ্বন্দি প্রার্থী। ঢাকায় বাইরেও এনসিপি থেকে যারা দাড়াচ্ছে তাদের মাঝে হাসনাত, সারজিস, আখতার , হান্নান মাসউদ , সারোয়ার তুষার ও সাইফ মুস্তাফিজ সম্ভাবনাময়। বাদবাকিদের জামানত বাজেয়াপ্ত হবে বলেই ধারনা করা যায়।



মাহফুজুল আলমের ভাই খুব সম্ভবত মাহফুজের সুপারিশে মনোয়ন পেয়েছে। কিন্তু মাফফুজের বাবা ধানের শীষের জন্য প্রচারনা চালাচ্ছে!
সময় থাকতে থাকতে জামানত বাজেয়াপ্ত হবার সম্ভাবনা থাকা এবং দলকে পেছন থেকে ছুড়ি মারা প্রার্থীদের সরিয়ে দিয়ে এলাকার মাঝে জনপ্রিয়তা থাকা জোটের প্রার্থীদের ফিরিয়ে আনা উচিত। এনসিপির নিজেদেরই উচিত এসব প্রার্থীদের দ্রুত প্রত্যাহার করে নেয়া।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি এক সিট পাবে । সেটা আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুললাহর । ২৮ তারিখই কনফারম হয়ে যাবে ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এনসিপির নারী নেত্রীদের মাঝে নুসরাত তাবাসসুম , তাসনিম জারা ,
সামান্থা শারমিন, তাসনুভা জাবীন , মাহমুদা মিতুই

...............................................................................................
তারা কেহই মনোনয়ন পেত না ,কারন জামাত কোন নারী প্রার্থী দেয় নাই ।
অথচ আমি মনে করি , জারা, সামান্থা এদের সংসদে থাকা উচিৎ
অন্তত পক্ষে আমরা প্রতিবাদী কন্ঠসমূহ শুনতে পেতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.