নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুর রব শরীফ বেশ লেখেন , আজই একটা পোস্টে তিনি লিখেছেন , বঙ্গবন্ধু নাকি কোনো এক প্রসঙ্গে বলেছেন ," তুমি যখন ভদ্র লোকের সাথে খেল তখন ভদ্র হয়ে খেলো , আর যখন বেজন্মাদের সাথে খেলো তখন আরো বেশি বেজন্মা হতে হবে , নাহলে তুমি হেরে যাবে । "
বঙ্গবন্ধু কবে কোথায় কি প্রসঙ্গে একথা বলেছিলেন আমার জানা নেই তবে বক্তব্যটা যথেষ্ট অর্থ বহন করে, তিনি প্রতিপক্ষের মতো "বেজন্মা" হতে না পেরে ইয়াহিয়া-ভুট্টোর সাথে হেরে গিয়েছিলেন, জীবনের শেষেও হয়তোবা প্রতিপক্ষ কতটা "বেজন্মা" আন্দাজ করতে ব্যার্থ হয়েই হেরে গিয়ে সপরিবারে প্রাণ দিয়েছেন ।
ভালোদের সাথে তাদের চেয়ে বেশি ভালো হওয়া সহজ নয় সবসময়, তাই হয়তো টি টোয়েন্টিতে আমরা বেশি ভালো করতে পারিনা !
জাতির পিতার শিক্ষা থেকে এখন আমরা হুঁশিয়ার হতে শিখেছি , এ ভুল আর নয়, বেজন্মাদের সাথে খেলায় যত বড় বেজন্মা হতে হয়, হতে হবে, হারা যাবে না ।
আর প্রতিপক্ষ, সে যেই হোক , সে তো আমার প্রতিপক্ষ ! আওয়ামী লীগ বিনপির প্রতিপক্ষ , বিনপি আওয়ামী লীগের ; সরকার বিরোধী দলের, বিরোধী দল সরকারের; পুলিশ জনতার, জনতা পুলিশের !
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:১৭
ইব্রাহীম আই কে বলেছেন: সুন্দর বলেছেন।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
তিনি ইয়াহিয়া ভুট্টোর সাথে কোথায় হেরেছেন?
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৫৬
নাহিদ০৯ বলেছেন: আপনি এই কথা উনার পোষ্ট এ মন্তব্য আকারে লিখতে পারতেন। আবদুর রব শরীফ ভালোই লিখেন বলে আমারো ধারনা। লিখা পড়ে উনাকে বেশ স্বচ্ছই মনে হয়েছে। আশা করি উনি আপনার প্রশ্নের উত্তর দেবেন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪
ঢাকার লোক বলেছেন: ভ্রমরের ডানা কে বলছি, ৭১ এর মার্চে ঢাকায় সংলাপের নামে ভুট্টো আর ইয়াহিয়া এক খেলা খেলেন, সে ছিল এক প্রহসন, মুজিব তাদের ছলনা ধরতে পারেননি, ফলে হেরে যান এবং তাঁকে পাকিস্তানের জেলে থাকতে হয় পরবর্তী ৯ মাস। এ আমার নিতান্ত ব্যাক্তিগত এসেসমেন্ট।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: উনাকে জিজ্ঞেস করেন রেফারেন্স দিতে পারবেন নাকি?
৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রতিপক্ষ নয়; এরা দেশ ও সম্পদ দখলের প্রতিপক্ষ