নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষ কি দয়া করে ব্যাবস্থা করে দিবেন ?

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

আমি আর ছদ্ম নামের আড়ালে লুকিয়ে থাকতে চাইনে, আমার নিক ঢাকার লোক ছেড়ে স্বনামে লিখতে চাই, সামু কর্তৃপক্ষ আমাকে কি দয়া করে এর ব্যাবস্থা করে দিবেন ?
"সহযোগিতা" য় গিয়ে সমস্যা হিসাবে এ অনুরোধ জানাতে বেশ কয়েকবার চেষ্টা করেছি , অনুরোধটা কোনোমতেই যাচ্ছেনা !

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাহসীরা আসল না‌মেই লি‌খেন। আপনার সিদ্ধান্ত সঠিক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

ঢাকার লোক বলেছেন: তেরীমাকাশি, সাজ্জাদ ভাই ,সাহসের আভাবেই সবাই নিক ব্যাবহার করেন তা যেমন নয়, সত্য বলতে ভয় করাও ঠিক না !

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


দেখিয়েন, সাহাস ও ভুল করে অন্যের নাম দিয়ে দিয়েন না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

ঢাকার লোক বলেছেন: না ভাই, নিজের নামেই লিখবো ভাবছি !

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার মনে হয় নিক নেমটা থাক।
আমার পরিচয় অংশে "বাংলা ভালোবাসি" এর সাথে নিজের পরিচয়টা দিয়ে দিলেই হয়।

এখানে উল্লেখ্য যে, সততা নিজের কাছে। ভার্চুয়াল মমধ্যমে অন্যকে ধোঁকা দেয়াটা যেমন সহজ, নিজেকে লুকিয়ে রাখাটা ততটা কঠিন। তপু নিকে কেউ লিখলে তার নাম যে বাস্তবে তপুই হবে এমনটা নয়। বাঁকিটা আপকা ইচ্ছা...;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

ঢাকার লোক বলেছেন: অন্য ব্যাবস্থা না হলে হয়তো তাই করবো, ধন্যবাদ পরামর্শের জন্য .

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সঠিক সিদ্ধান্ত। ফিডব্যাকে মেইল করে কর্তৃপক্ষকে জানান। দেখুন কিছু হয় কি না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

ঢাকার লোক বলেছেন: ফীডব্যাকটা কোথায় ভাই? "সহযোগিতা"তে সমস্যা হিসাবে অনুরোধ করতে চেষ্টা করেছিলাম , পারি নি

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: কেন ঢাকা ছাড়ছেন নাকি ভাই? :)

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সৈয়দ ইসলাম বলেছেন:
এই ইমেইলে সমস্যা জানান। - [email protected] 

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। সমাধান পাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

আশাবাদী অধম বলেছেন: নতুন করে আকীকা দিয়ে সামুর সবাইরে দাওয়াত করে খাওয়াবেন। এই শর্তে আমরা সবাই আপনার নিক বদলের পক্ষে আগামী ঈদের পরে কঠোর আন্দোলনে ঝাপিয়ে পড়তে প্রস্তুত। আপনি শুধু তারিখ আর বাসার ঠিকানাটা বলেন।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

এখওয়ানআখী বলেছেন: আপনি খুব দ্রুত আশি মন ঘি দিয়ে দুই মন জিলাপি ভেজে সামুতে পাঠিয়ে দিন। আপনার কাজ হয়ে যাবে এটা জানা কথা।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

ঢাকার লোক বলেছেন: ফিডব্যাক ও যাচ্ছেনা ! জানিনা কোথায় সমস্যা ! অপেক্ষা করি, এ পোস্ট সামু র চোখে যদি পড়ে !!
Delivery has failed to these recipients or groups:

[email protected] ([email protected])
Your message couldn't be delivered. The Domain Name System (DNS) reported that the recipient's domain does not exist. .

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যেটা বলতে চাইছিলাম তা পাঠক বলে দিয়েছেন। আপনি আরেকবার সহযোগিতায় আবেদন করুন। এটা সাথে সাথেই হয়ত করা সম্ভব হবে না, একটু অপেক্ষা করতে হবে বৈকি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

ঢাকার লোক বলেছেন: সাথে সাথে এ হয়ে যাবে আমি আশা করছিনা , সমস্যাটা হচ্ছে আমার এ অনুরোধটুকু "ফিডব্যাক" বা "সহযোগিতা" র মাধ্যমে পাঠাতে পারছিনা , ইমেইলগুলো যাচ্ছেনা !

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

জোকস বলেছেন: বর্তমানে সামুর টেকনোলজিতে শনির দশা চলছে :P ৩ নং মন্তব্যে সহমত।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সার্ভারে হয়ত কাজ চলছে, সেজন্য সমস্যা হতে পারে। আপনি কাল আবার ট্রাই করুন। একই সাথে হেডিংটা পালটে এভাবে দিতে পারেন- মডারেটরের সদয় দৃষ্টি আকর্ষণ- আমার নিক 'ঢাকার লোক' পালটে 'শেখ সালমান' করতে চাই। তারপর টেক্সটে এটা উল্লেখ করুন যে ফিডব্যাকে মেইল যাচ্ছে না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য !

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: কল্যাণ হোক।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া'র সাথে সহমত।

চেষ্টা করে দেখুন। না হলে, পরিচয় অংশে নিজের নাম দিয়ে দিন।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো চিন্তাভাবনা, শুভ হোক আপনার।

কাভা ভাইয়ের নজরে আসুক প্রত্যাশা

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: অনেক দিন তো হলো। এবার ‘লেখালেখির কষ্টকাহন’ নামে একটা বই লেখা যেতেই পারে।
অবশ্য পরের বইটা হবে ‘লেখালেখির সুখবিলাস’

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

নতুন নকিব বলেছেন:



স্বনামে আসতে চাচ্ছেন কেন?

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: [email protected]
এই ঠিকানায় মেইল করে জানান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.