নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব : Click This Link
দ্বিতীয় পর্ব : Click This Link
আজকের এই তৃতীয় পর্বে রাসূলুল্লাহ (স) এর হাদিসের নামে আরো কিছু প্রচলিত ভিত্তিহীন কথা তুলে ধরা হলো,
১) দেশ প্রেম ঈমানের অঙ্গ ।
২) কুলুখ ব্যবহার না করলে কঠিন গোর আজাব হবে ।
৩) বেলাল (রা) কুলুখ ব্যবহার করতেন, এ কারণে জান্নাতে যাবেন ।
৪) খোলা স্থানে মল মূত্র ত্যাগ করলে ফিরিস্তারা বদদোয়া করেন ।
৫) ফরজ গোসল দেরি করলে গুনাহ হবে বা এঅবস্থায় হাঁটাচলা করলে মাটি অভিশাপ দেয় ।
৬) শবে বরাত বা শবে কদরের রাতে গোসল করলে বিশেষ সওয়াব হয় ।
৭) অজুর শুরুতে বিশেষ দোআ, প্রতি অঙ্গ ধোয়ার দোআ, অজুর শেষে সূরা কদর পড়ার ফজিলত । ( এখানে উল্লেখ করা দরকার, শুধু "বিসমিল্লাহ" বলে অজু শুরু করার কথা হাদিসে উল্লেখ আছে )
৮) অজু করা কালীন কথা বললে গুনাহ হবে ।
৯) মসজিদে দুনিয়াবী কথা বললে ৪০ বছরের আমল বাতিল হয়ে যায় ।
১০) মসজিদে বাতি জ্বালালে বা ঝাড়ু দিলে এতো সওয়াব , এতো হাজার ফিরিস্তা তার জন্য দোআ করে , বা এতো হজ/উমরার সওয়াব মিলে - ইত্যাদি সবই বানোয়াট !
রেফারেন্স:https://islamhouse.com/bn/books/806568/
২| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
মানুষ কত ভুল জেনে জেনে বড় হয়।
৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯
মাহমুদুর রহমান বলেছেন: সুবাহা'ন আল্লাহ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ২:১৭
হাসাস হোসেন বলেছেন: দীনে মোস্তফার সুন্নাত নিয়েও প্রতারণা