নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

ভয়েস অফ দ্যা টাঙ্গাইল
ধ্রু/ ব/ ন/ য়/ ন/


যমুনার জলে গেল ভেসে
মা- জননীর সম্ভ্রম,
দমে দমে বীর্যের গরমে
তাজা তাজা প্রাণ খুন। 

ভয়েস অফ টাঙ্গাইল-
এই সোনার বাংলায় ভেঙ্গে গেছে
আজ নিরাপত্তার আইল,
মায়ের যোনির রক্তে ভাসে-
তৈলচিত্র ব-দ্বীপের  মানচিত্র।

হায়েনার বুলেটে-
টাঙ্গাইলে ভাষা ফুটেছে,
গর্জে ওঠো মুক্তিকামী জনতা
মুক্তির জয়গান হোক এই কবিতা।

ক্ষমতা লোভীরা হুঁশিয়ার- সাবধান
দিকে দিকে জানাই আহ্বান-
ভয়েস অফ টাঙ্গাইল
মুছে দাও-
যত নকশা নীল।

নিস্পাপ প্রাণের বিনিময়ে-
পাপীরা নিপাত যাক!
নিস্পাপ প্রাণের বিনিময়ে-
জেগে ওঠো নিষ্পেষিত বিদ্রোহী-
তোমরা মুছে দাও এই করুণ আহাজারি।

আর যদি কোন মা বিবস্ত্র হয়
সে দিন আমার ধৈর্য হবে ক্ষয়,
আর নয়-
আর নয় চোখের জল অপচয়
মুক্ত করো ভয়।

বুলেট চালিয়ে দুমাতে পারবে না এই আন্দোলন
বিদ্রোহী বীর আমি লিখলাম এ রক্ত লিখন-
এসো এক সাথে ধর্ষকের আস্তানায় জ্বালাই আগুন
বাধা আসলে মুক্তি মিলবে-
জানালাম আমি ধ্রুব নয়ন।

২০/০৯/২০১৫
রবিবার, রাত ০১.৩২.১৭ সেকেন্ড 

মোহাম্মাদপুর, ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

এম এ কাশেম বলেছেন: সুন্দর।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: কাশেম ভাই, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.