![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
আনমনা-১
ধ্রু/ব/ ন/য়/ন/
নীহারিকা-
মাকড়সার জাল বুন্তে বুনতে
যদি কখনো এমন মনে হয়
তুমি বড্ড ক্লান্ত, ঠিক তখন-
নক্ষত্র খুঁজে দেখ,
সে তোমার মাথার উপরেই আছে।
আর যদি আনমনা হয়ে বসে পড়,
বসে পড় জীবনের শুরুতেই-
তবে সামনে এগুতে পারবে না,
তুমি তো মুক্তির সূচনা
তুমি অমাবতশ্যা রাতের পূর্ণিমা
তুমি সুনয়না
তুমি তো নও আনমন।।।
০৯/০৮/২০১৫
আনমনা- ২
ধ্রু/ব/ ন/য়/ন/
তুমি আমার শ্রাবণও ধারা
আজ হৃদয় আঙিনায় পরেছে সাড়া।
টাপুর-টুপুর বৃষ্টি ঝরে-
সিক্ত আমার অবনি তোমার পড়ে।
তুমি আমার অমাবতশ্যা রাতের ভরা পূর্ণিমা
তুমি আমার পয়লা শিহরণ প্রথম সূচনা।
তুমি আমার শরতের কাশফুলের ছোঁয়া
তুমি আমার নিসি-কাননের মায়া।
তুমি আমার হেমন্তের নবান্ন উৎসব
তুমি আমার প্রভাতের সুপ্ত-পদ্মর সৌরভ।
তুমি আমার শীতের উষ্ণ কবিতা
তুমি আমার বসন্তের মাতাল হাওয়া।
তুমি আমার চৈত্রের ক্লান্ত দুপুরের ছায়া কন্যা
তুমি আমার কালবৈশাখীতে মায়ার বন্যা।
মন মানে না-
আজ কেন তুমি আনমনা?
আকাশের নীল তোমার স্বাধীনতা
তোমার আছে যত কাব্যকথা-
বলে ফেল নির্দ্বিধায়
তুমিহীনা নেইত কোন উপাই।
হোক আমাদের আত্মার প্লাটফরম
এই অনলাইন,
নাইবা হল মিলন তবুও চেয়ে দেখ-
সমান্তরাল শুয়ে আছে পাশাপাশি ঐ রেল-লাইন।
১০/০৮/২০১৫
শ্যামলী, ঢাকা।
(চলবে)
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্যার, আপনার মন্তব্যর জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
প্রেমের কবিতা অনেক লিখা হচ্ছে; প্রকৃতিকে ভালোবাসেন, সেটা নিয়ে লেখেন।