নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাব্বায়িক আল্লাহুম্মা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

লাব্বায়িক আল্লাহুম্মা
ধ্রুব নয়ন

লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
কেনো আজ মিনায় শোকের কান্না?
শান্তির মিছিলে কেন আজ অশান্তির বন্যা?
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
তথ্য প্রকাশে কেন এতো টালবাহানা?

লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
এ কেমন দূর্ঘটনা-
সারা জাহান জুড়ে বোবা কান্না।
যে প্রান্তরজুড়ে ছিল-
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
সে প্রান্তরে কেন গণকবরের বন্যা?

লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
কাঁদছে আজ বিশ্ব-জননী মা-
হে প্রভু, তুমি আমাদের করো ক্ষমা
আমরা অবুঝ, তোমার লীলা বুঝিনা।

লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
তুমি আমাদের সরল-সঠিক পথ দেখাও
এই একটায় অন্তরের বাসনা,
তুমি আমাদের হেদায়েত করো
করো তুমি মার্জনা।

লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক আল্লাহুম্মা

উৎসর্গ: দূর্ঘটনায় শহীদী সকল হাজী সাহেবদেরকে।

২৭/০৯/২০১৫
মোহাম্মাদপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

অাকাশ কালো বলেছেন: Nice ভাল লিখেছেন

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:

মানুষ অনেক অপ্রয়োজনীয় কাজ করছে, বিনা কারণে বিপদ ডাকছে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: কেনো ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.