নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জীবনের সমীকরণ

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২১


জীবনের সমীকরণ
ধ্রুব নয়ন চৌধুরী

বিধাতার সৃষ্টি আদম এবং আদম সন্তান-
আদমের সৃষ্টি জাত- কুল- ধর্ম আর মান,
তুমি হাই সোসাইটির রিচ আলট্রামড্রান-
আমার দেহময় কাঁদা, ধুলা-বালি, সোনালী ফসলের ঘ্রাণ।

আমার আঙ্গিনায় হাঁটু সমেত কাঁদা
তোমার ড্রয়িং রুমের টাইলস শুভ্র-সাদা,
প্রকৃতি আমার সত্তা-
প্রকৃতির উদারতা আমার শ্রেষ্ঠ কবিতা।

আহা!
তোমার বেলকুনির কৃত্রিম শোভা-
কি মনোললভা,-
আমার কাছে দম বন্ধের নরদমা- ডোবা।

শরতের আসমানে ভেসে ভেসে সাতাশটি শরৎ
আজ কষেছি জীবনের সমীকরণ-
তেলে- জলে এক হবে না
হবে না প্রাণের পড়শির মিলন।

আমার কলেমা, তোমার সিঁদুর
মিলন? সে তো দাদা ভাইদের আঁকা অচিনপুর।
সমীকরণ-
অশ্রুসিক্ত দু নয়ন।

তোমার গতি-
স্বার্থের পৃথিবী,
সত্যি-
মিথ্যে বলছি না এক রতি।

কফির চুমুকে শুরু রোজ তোমার চমক
ততোক্ষণে সূর্যকে বশ করেছি দিয়ে ধমক,
তোমার স্কিনে ভিনদেশী আগাছার পারফিউম
আমার আছে ফ্রিডম, আছে লাঙল আছে কলম। 

পথিক বেশে ঘুরে ঘুরে  পথে
জীবনের সমীকরণ কষেছি এই নিশিতে,
তুমি দৃশ্য অথচ- মৃত
আমি বাষ্প কিন্তু জাগ্রত।

তোমার কণ্ঠে হাতে হাতে তালি
তুমি জগত শেষ্ঠ সর্বহারা তুমিই খালি,
তুমি ঘুমে ঘুমে সপ্ন-ঘুমন্ত
আমি চির সত্য, আমি ধ্রুব।

তোমার ইশারাতে ছুটে শত-
দুপা পিপিলিকা,
আমি তখন বক্র রেখা ক্রস করে-
এঁকেছি সফলতার সরল রেখা।

জীবনের চূড়ান্ত সমীকরণ-
জাত- কুল- মান ভুলে মরণ,
চলে যাবো আমিও-
রেখে যাবো তোমাদেরই ধ্রুব নয়ন।

০৩/১০/২০১৫ইং
মোহাম্মাদপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.