![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
সাংবাদিকদের ‘যোগ্যতা’ নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়লেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পৌরসভা ভোট নিয়ে বক্তব্য তুলে ধরার মধ্যেই সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হন জাতীয় পার্টির এই নেতা।
সাংবাদিকরা রওশনকে নির্বাচন নিয়ে দলের প্রধান এরশাদ এবং তার বক্তব্যের অমিল নিয়ে একাধিক প্রশ্ন করেন।
এছাড়া প্রায় দুই বছর হতে চললেও এখনও কেন সংসদ উপনেতা নির্বাচন করা হয়নি তা নিয়েও প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
এরই এক পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, “আমাদের দেশ একটি ছোট দেশ। আমি হিসাব করে দেখেছি এখানে ৪০টা ইলেক্ট্রনিক মিডিয়া। যেখানে ১০-১৫টা হলেই যথেষ্ট ছিল। আপনাদের এখন সংবাদ চোখে পড়তে হয় না, আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন। প্রত্যেক এলাকাতে যান আপনাদের করেসপন্ডেন্ট আছে। এখন তথ্য প্রযুক্তির আধুনিক যুগ।
“তবে কিছু কিছু খারাপ দিকও আছে আবার ভালো দিকও আছে। আপনারা কিছু মনে কইরেন না; যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান নাই বলে এই দশা হচ্ছে। আমাদের দেশে কর্মসংস্থান থাকত আপনারা এই পেশায় আসতেন না। আমি এটা বুঝি।”
এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি বলেন, “মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আমি আপনার কথায় বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। আমি নিজে পছন্দ করে এই পেশায় এসেছি।”
এর পর সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ সাংবাদিক রওশনের বক্তব্যের প্রতিবাদ করেন।
জাতীয় পার্টির সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং কাজী ফিরোজ রশীদকে এসময় সাংবাদিকদের থামানোর চেষ্টা করতে দেখা যায়।
শেষমেশ রওশন বলেন, “না, না আমি বলতেছি কী শোনেন। সাংবাদিকতা ভালো, নোবেল জব। আমি আপনাদের ডিসকারেজ করছি না। কারণ আমাদের ছেলে-পেলেরা ভালো চাকরি না পেয়ে বিপথে যাচ্ছে, ড্রাগ খাচ্ছে। আপনারা যে কজন সাংবাদিক আছেন, অনেক ভালো করছেন। অনেক আননোটিস বিষয় উঠে আসছে। আপনারা যেকজন সাংবাদিক আছেন ভালো বিষয়গুলো তুলে ধরছেন।”
“... আমি আপনাদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলতে চাচ্ছিলাম।”
এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা ক্ষিপ্ত হয়ে রওশন বলেন, “তুমি বেশি পেঁচাও। অনেক সিনিয়র হয়ে গেছো তো, তাই তুমি বেশি পেঁচাও।”
©somewhere in net ltd.