নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"অনিবার্য কারণবশতঃ স্পর্শহীনতার রাত"

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১


জং ধরা মাটির পুতুলগুলো রঙ করে সং সেজে
পারফিউমের গন্ধে দশ দিক হুতাশন তুলে
গলার নিচে স্তন পর্যন্ত তিন বিঘা করিডোর খুলে
আধুনিকতার নামে ট্রানজিট ট্রান্সফার সব ভুলে।

কোমর দুলানো পাকা মধুর মৌ মৌ গন্ধে
কতো শত মাছি ভনভন করে ওদের পিছে।
কার্ত্তিক মাসে যেমন জোড়া লাগে যেথা সেথা-
প্রভু প্রবাসে কিংবা অফিসে প্রভুনিরা মাছির হেথা।

হায় হায় হ্যাপি নিউ ইয়ার-
চেনা বড় দায় বাপু- কোনটা কার!
লাল নীল আলোয় মারো ঝাঁকি-
যার যেটা খুশি দাও উঁকি।

বাপ চলে ক্লাবে, মা চলে পার্টিতে
ছেলে আছে ড্রিংকে, মেয়েটা ড্যান্সে
ওয়ান মোর ওয়ান মোর সোসাইটির তালে
জীবনটা গেল রঙ পালিশের গোলেমালে।

হায় হায় হ্যালো কোম্পানি
ব্যাস্ত সব কার যন্ত্র কতো দামি।
উদারা- মুদারা- তারার সুর কয়জন খুঁজে!
যন্ত্রকণ্ঠ চায় সবাই, প্রকৃতি কি বুঝে?

অনিবার্য কারণবশতঃ স্পর্শহীনতার রাত
আহা ঐশীঃ এই কি তোর বরাত?
কে দায়ী? কে জয়ী?
আমি, আপনি?

রচনাকালঃ ০১/০১/২০১৬ ইং
কলাবাগান, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.