নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ কবিতা-১

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০



"ক্ষমা করো মুক্তি নাও"

(উৎসর্গঃ চাটগাঁও- এর 'ল'কুমারী প্রীতিলতা সেনকে।)

চুপ! চুপ! একদম চুপ!
কবিতারা নিষিদ্ধ হয়ে ঘুমাচ্ছে।
কবি আজ বড় ক্লান্ত-
কলম আজ কুয়াশায় ভিজে শান্ত।

তোমায় দিয়ে কিচ্ছু হবে না সে বলেছে
তোমার বিদ্রোহী পুরুষত্ব্ ঘুমিয়ে গেছে,
আমার জীবনের শেষ পুঁজি এই কাগজ-কলম
নিষিদ্ধ কবিতা, নিষিদ্ধ আমার দম।

তোমার যোনীর গভীরে উষ্ণতার ঝড়
আমার কলম কড়ি কাঠের চর।
সাক্ষী চট্টেশ্বরী মোড়, সাক্ষী গোল পাহাড়,
নিষিদ্ধ কবিতা, নিষিদ্ধ কবির আহার।

জিইসি, দেবপাহাড় আর ডিসি হিল
তোমার প্রবঞ্চনাত্ত্বা নর্দমার -বিল,
স্বপ্নের প্রত্যাশিত ছন্দগুলো করেছো খুন
নিষিদ্ধ কবিতা, কবিকে করেছো অপহরণ।

সবুজ- শ্যামল পাহাড় জুড়ে
বুনেছিলাম ভালোবাসার চারা,
কাঠুরিনীর মতো বুকটা চিরে-
উপহার দিলে নিষিদ্ধ কবিতার ঝর্ণাধারা।

ফয়'স লেকের ঐ কেবিনের কফিতে
ছিল তোমার চুমুকের নিমন্ত্রণ-
ভাবিনি ঐ কাপে শত ঠোঁটের আগুন
আজ নিষিদ্ধ কবিতা নিষিদ্ধ ধ্রুব নয়ন।

ক্ষমা করো মুক্তি নাও -
প্যাইনা জোঁকের মতন পেচিওনা আর
নিষিদ্ধ কবিতার শিকল ভেঙে-
গর্জে উঠবো আবার।

০৬/০১/২০১৬ইং
শাহবাগ, ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন - নিষিদ্ধ কবিতা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

আরাফআহনাফ বলেছেন: দারুণ! দারুণ!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.