![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
"সে রাতে জানালা খোলা ছিল"
সে দিন বিকেলে সিলেটের কাস্টঘরে-
তৃষ্ণা মিটিয়েছি কালার কালার বোতলে।
বাইকে চেপে চোষে বেরিয়েছি-
টিলাগড়, লাক্কাতুরা তালে-বেতালে।
মাঝরাতে পাহাড় চূড়ায় ফিরে
ক্লান্ত দেহ এলিয়ে দিলাম নীড়ে।
হারিয়ে গেলাম ঘুমের ঘোরে
বোতল ভরা রঙিনের ভিড়ে।
সকাল ন'টা কিংবা তারও বেশী-
আমি পাপী তবে নির্দোষী।
নিকোটিনের ধোঁয়ায় মিস লন্ডনী ফুটল,
সে রাতে জানালা খোলা ছিল।
সে রাতে জানালা খোলা ছিল, সত্যি-
মিথ্যে বলছি না এক রতি।
খোলা জানালার আলোয় ছুটেছিল শত শত পোকা-
ঝিম মেরে তাকিয়ে ছিলাম আমি এক বোকা।
সে রাতে জানালা খোলা ছিল,
আর সে রাতেই- মিস লন্ডনী আত্ম্যহত্যা করেছিল।
সাক্ষী পোকারা, সাক্ষী বৈদ্যুতিক কিরণ-
পরেক্ষনে বুঝেছি সত্য ছিল তার প্রেমের চরণ।
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েও আমি ছুটিনি
বিবেক থেকেও আমি আলো খুজিনি।
আমি পাহাড় চূড়ায়, সে ছিল চার তলায়-
এ ব্যবধান ভাঙার সাধ্য কার!
আমি প্রেমিক নই, আমি দরবেশ নই,
আমি ব্যাক্তি, মানুষ হবার চাই বই।
কেউ দিতে পারেন একটা, মাত্র, একটা বই-
যে বই পড়লে দিকে দিকে পড়ে যাবে হৈ চৈ।
আমি ঐ আলোর দিকে ছুটতে চাই!
আমি ঐ বোতল ছেড়ে সেই বই চাই!
আমি ঐ মিস লন্ডনীর প্রেমিক হতে চাই!
আমি ঐ ব্যাক্তি নই, আমি মানুষ হতে চাই!
২৩ শে জুলাই'১৩ ইং
রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।
©somewhere in net ltd.