![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
”আমি খুন হলে”
-ধ্রুব নয়ন
********************************************
ঘরের দুয়ারে হায়েনার আনাগোনা
চতুর্দিক অন্ধকারের বোবা কান্না,
জাতিসত্তার জাতি বিভাজন-
হাত তালি..............
কমিশন
আমি খুন হলে-
আমার দেহ দান করিও মেডিকেলে।
আমার লাশ নিয়ে-
কোন তদন্ত কমিটির নেই প্রয়োজন,
ভন্ড শিবির আর জয় বাংলারা-
যেন না করে নোংরা মিছিলের আয়োজন!!
আমি খুন হলে-
তোমরাও হবে পরের দফায়,
সাগর-রুনীর মতো ঝর উঠবে মিডিয়ায়
রানা প্লাজা ঘুমায়, তনু ঘুমায়-
তদন্ত কমিটি ঘুমায়-
কমিশন ঘুমায় দফায় দফায়!!
আমি খুন হলে-
আমার দুঃখিনি মা কে
কাঁদতে করিও বারণ,
খুনীর খুনে আমার তাজা রক্তে-
রিক্ত-সিক্ত জন্মভূমির মাটি,
আমি আগামীর আমি ধ্রুব নয়ন!!
আমি খুন হলে-
খুনের প্রয়োজনে আবারো জন্মাবো এই বাংলায়,
কমিশনকে হুঁশিয়ার এই কবিতায়।
শুকুনের পালমুক্ত ব-দ্বীপের আকাশ চাই-
নয়তো আমি মহাবিদ্রোহীর খুনী হবার ছাড়পত্র চাই!!!
২৩ এপ্রিল’১৬ইং
৩২ নাম্বার, ধানমন্ডি, ঢাকা।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার ঝাঁঝালো কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
আরাফআহনাফ বলেছেন: "আমি খুন হলে-
খুনের প্রয়োজনে আবারো জন্মাবো এই বাংলায়,
কমিশনকে হুঁশিয়ার এই কবিতায়।
শুকুনের পালমুক্ত ব-দ্বীপের আকাশ চাই-
নয়তো আমি মহাবিদ্রোহীর খুনী হবার ছাড়পত্র চাই!!! "
বিদ্রোহী কবিতায় অনেক ভালো লাগা.....।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী আপনাকে শুভোকামনা।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আরাফআহনাফ আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭
বিজন রয় বলেছেন: দারুন কবিতা।
+++