নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দুই সতীনের ঘর

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

দুই সতীনের ঘর
_ধ্রুব নয়ন

দুই সতীনের বৃত্তে আজ আমার পুরুষত্ব বন্দি-
অপারগ সবে মুখের সাথে করেছে কুলুপের সন্ধি ।
ঘরে আমার করেছে একশ চুয়াল্লিশ ধারা জারি-
পুরুষত্বকে পড়িয়েছে আমার চুড়ি আর শাড়ি।

জ্বালাও-পোড়াও, ভাংচুরের স্বামী নই আমি
স্বামীর চেয়ে ভিনদেশি পরপুরুষ আজ হয়েছে দামি।
কথায় কথায় নারী নির্যাতনের আইন দেখাই-
আমিতো নই ভাই মোল্লা কিংবা পুরুত মশাই!

এক বউ আমার হাই-ভোল্টেজের পরহেজগার,
সংসারের সংসদে ওয়াকআউট করে-
ঘর জ্বালিয়ে আমায় পুড়িয়ে বলে আল্লাহু আকবার,
আরেক জনের গুনগুনানি শুধু তাঁর বাবার।

ঘরের লক্ষ্মী মা আমার ডুকরে কাঁদছে বেশ-
ঘরেই আমার পরাধীনতা পাইনি আজো মিলনের রেশ।
জ্ঞাতি গোষ্ঠীর কাছে বারবার দিয়েছি সামাজিক দরবার -
মাতব্বরদেরও দেখেছি হিটলারি কারবার।

ঘরের আগুনে পুড়েছে আমার সন্তান-
ঘরের আগুনে আজ হচ্ছে তারা জঙ্গি- তালেবান।
তাই মাতব্বরদের কাছে আমার বিনীত আহ্বান-
সমাজ পোড়ার আগে ফিরিয়ে দাও আমার সাজানো বাগান।

কাব্যগ্রন্থঃ ''বিন্দু থেকে বৃত্ত''

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: ভাল লাগলো পড়ে ভাই

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

নোমান প্রধান বলেছেন: বাহ ভাল লাগলো

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ইফতি সৌরভ বলেছেন: এ তো "হমু এরশাদ - মায়াকান্না 1" হতে সংগৃহীত

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক সুন্দর হয়েছে। কিছু অসাধারণ কথা আছে।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ধননন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.