![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই
দাদাদের দেখানো দাদাগিরিতে-
শীতলক্ষ্যার জলে মধুর প্রেমলীলায় উছলে পড়ে
প্রাণের সাথে প্রাণের প্রাণান্ত সহবাসে মরে
প্রাণের দাবীদার চৌকিদার বলে বিচ্ছিন্ন ঘটনা।
চুমুপ্লাজা, মরার ফ্যাশন কিংবা পেট্রোল বোমা-
কেউ জানেনা,
ক্যামেরা-কলম কেন হারায়
তনু-কে কোন জানোয়ার খায়,
আহাঃ এমপি লিটন, বিশ্বজিৎ,
হলি আর্টিজান থেকে ধর্মযাজক
আফসানা থেকে বুলেটখানা-
প্রাণের দাবীদার চৌকিদার বলে বিচ্ছিন্ন ঘটনা।
জুরাইন, ঢাকা।
২৪/০১/২০১৭ ইং
©somewhere in net ltd.