নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের বুকে কিছু কিছু নক্ষত্র আছে যাদের জৌতি এখনো পৃথিবীর বুকে এসে পৌঁছেনি, সেসব নক্ষত্রের ভিড়ে আমি একজন। - ধ্রুব নয়ন ঢাকা

ধ্রুব নয়ন চৌধুরী

সত্যের পথে প্রেম, অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবেই

ধ্রুব নয়ন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"রংতুলি"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭




হৃদয়ের ক্যানভাঁসে স্বপ্নের রংতুলিতে
পয়লা যৌবনের প্রথম আঁচড়ে,
তোমায় এঁকেছিলাম আপন হাতে
সাজানো এ বুকের ছোট্ট ঘরে।

ফাল্গুনের শুরুতে গুরুজনের আশীর্বাদে
স্বপ্ন জেগেছিল নয়নে নয়নে মনে মনে,
স্বার্থের ভেংচানো মুখে কঠিন ডাইনি আদলে
পাপড়িগুলো পুড়েছ গোলাপের আগুনে।

আহত ভালবাসা নিহত প্রেমের সমাধিতে দাঁড়িয়ে
দুঃখের গাইড কষ্টের ব্যাকরণ স্মৃতির উপন্যাসে,
দু'প্রান্তে বিয়োগান্ত দুটি দাম্ভিক প্রাণের অন্তে-
দু'জনেই মহাব্যাস্ত সংসারালয়ে অভিনয়ের বেশে।

বীজধান খুঁটে খুঁটে খায় দেখি নতুন শালিক
শিল্পীর রংতুলি আজ শুধুই অলীক,
প্রতিবেশীরা চোখে দেখে আমাদের উঠোনে-
সোনালী রোদ্রের ঝিলিক।

এক যুগ পরও গোলাপ উপন্যাসের শেষ পৃষ্ঠায়-
প্রেমের বনে ভুলের ফুল স্বীকার করেছ অবলীলায়,
মধ্য বেলায় সূর্যের মৃত্যু আমি নিরুপায়
সুখে থেকো ভাল থেকো জানালাম এই কবিতায়।

১২ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ
টিএসসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

নাগরিক কবি বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.