নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ শাহবাগ,ধন্যবাদ জামাত শিবির,ধন্যবাদ বামদল,ধন্যবাদ আওয়ামী লিগ,বিএনপি

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

হাহাহা,প্রজন্ম,তরুনসমাজ,জামাত শিবির,সেক্যুলার,বাম-ডান কোনকিছুই আর গায়ে লাগেনা।হাস্যকর সবই হাস্যকর।হরতালের পর হরতাল।রক্তের বন্যা আর লাশ চারিদিকে।সংখ্যালঘুদের উপর অত্যাচার।মন্দির-মসজিদ ভাংচুর।ব্রাভো।ইসলাম ঘুটে খাইয়া ফেলছে সবাই মিলে।সরকার পার্টি নিজের পাছা বাচাতে গিয়ে ১০ হাত বাশ ঢুকায়া বসছে।চমতকার।আরেক আছেন নবী মাহমুদুর রহমান আর নাস্তিক নবীরা।এতদিন ধরে নাস্তিকরা ব্লগ লিখেন আর এখন মাহমুদুর রহমানের দাড়ানোর সময় হইছে।সুন্দর।

বামদের কথা আর কি কমু।অন্ধ,বন্ধ্যা কইলেও হইবোনা।যে দেশের মানুষের একটা বড় অংশ শ্রমিক আর কৃষক সেখানে বামদের সিটের কোন খবরই নাই।আর তারা রাস্তাঘাটে পুলিশি প্রহরায় নেচে গেয়ে বেড়ায়।আজব।

যে তরুন মিডল ইস্টে থেকে,মালয়েশিয়া,সিংগাপুর প্রভৃতি দেশে থেকে মাথার ঘাম পেয়ে ফেলে টাকা পাঠায়া দেশ গড়তাছে সেই দেশরে সবাই মিলে বাশ দাও।আহা দেশপ্রেম।যেসব তরুন সমাজ গার্মেন্টস ও অন্যান্য জায়গায় কাজ করছে তাকে দশে মিলে ভাংগি।

আমার কি ঠেকা?

যাই ঘুমাই।জীবন টা এমনিতেই পেড়া এগুলা আর নতুন করে আর কত পেড়া যোগ করবে?

নাস্তিক হইলেও ভালো হত যখন ইচ্ছা তখনই পিস্তল নিয়ে মাথায় একটা বুলেট চালাতাম জান্নাত জাহান্নামের চিন্তা থাকতোনা।

বাংলাদেশের মত দেশে গনতন্ত্র???হাহাহা

বাম???? পাবলিক

সেন্টিমেন্ট বুঝার চেষ্টা কইরেন বাবাজান রা?

জামাত-শিবির???

আসেন ইসলাম এর নাম দিয়ে দোকান দিয়া বসি।যার যতটুকু দরকার বেচেন গিয়া।

চান্দে সাঈদির ছবি???হাহাহা

সাঈদির ডীকের ছবি দেখেন গিয়া চান্দে

জীবনটা শেষ হইয়া গেল।মিশন আই হেট পলিটিক্স সাকসেসফুল।

প্লাস আই হেইট লাইফ+আই হেইট মাইসেলফ

থ্যাংক্স শাহবাগকে এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করার জন্য,থ্যাংক্স জামাত-শিবির,আওয়ামী লীগ,বিএনপি,বাম দেরকে বিক্রিয়ার উপাদান হিসেবে কাজ করার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

প্যারাসিটামল বলেছেন: Joke pailam

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ধ্রুব অন্যকোথাও বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.