নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের দখলে চাদ-আকাশ-বাতাস-সূর্যঃচাদে সাঈদী ও অন্যান্যরা যাওয়াতে আমরা কি পেতে পারি

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

একদা আমাকে এক মুমিন বান্দা কইলেন আপনার 'ঈমান-আকীদা' তে সমস্যা আছে।আমি জিগাইলাম কেন ভাই?কি হইছে?

আপনার ঈমান-আকীদা ঠিক থাকলে আপনি চান্দে সাঈদি হুজুর রে দেখতেন।তারে আর বুঝাইতে পারলাম না ইসলামে এগুলা বলা-ভাবাও নিষিদ্ধ।

মন খারাপ বাসায় গেলাম।তারপর সাইকোলজিস্টদের মত অনুযায়ী শেয়ার করে কষ্ট কমানোর ধান্ধা করলাম।দাদী আর বাপরে কইলাম।উনারা কইলেন মন খারাপ না করতে।দেশের ক্রান্তিকালে চাদে-সূর্যে-আকাশে-বাতাসে হাবিজাবি বহুত কিছু দেখতে পাওয়াটা বাংলাদেশীদের অভ্যাস।প্যাশনেট জাতি তো তাই আর কি।

আমি জিগাইলাম তাই নাকি?উদাহারন দেন।

১ নং উদাহারনঃ

৪৭ এর দেশভাগের সময় নাকি মুসলমানরা ফযর নামাজ পড়ার আগে ওযুর পানির পাত্রে সূর্যের আলো প্রতিফলনে পাকিস্তানের চাদ-তারা পতাকা দেখতে পাইতো।

আর হিন্দুরা সকালে পূজ়ার সময় একই ভাবে দেখতো ভারতীয় কংগ্রেসের পতাকা।

মার শালা।

২নং উদাহারনঃ

৭১ এর মার্চে পেপার পত্রিকায় একটা খবর দেখা গেল।সারাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা সারারাত জুড়ে আকাশের দিকে তাকায় পুজ়া করে।তো কাহিনী টা কি আসলে?

তেমন কিছু না,বংগবন্ধুরে ভগবানের অবতার হিসেবে নাকি আকাশে দেখা যাইতেছে।

আইরে সর্বনাশ।

তো আমি সিদ্ধান্তে আইলাম আসলে আমরা প্যাশনেট জাতি তাই সারাক্ষনই কাউরে না কাউরে দেখতাছি।সমমতাবলম্বীদের কেই শুধু ইনফর্ম করি আর কি।

যেমনঃ

অনেকে নিজেদের প্রিয় নায়ক-নায়িকাদের নিশ্চিত দেখে।প্রতিরাতে আকাশের পানে চেয়ে দেখি শাহরুখ,সালমান,আমির,অনন্ত,শাকিবদের এই টাইপ অবস্থা।

নায়িকাদের কে মনে হয় না আজকাল কেউ দেখে।সানি লিওন আইসা সবার বাজার খাই দিসে।

প্রিয় গায়ক-গায়িকাদেরকেও দেখতে পারেন অনেকে।তবে পড়শী,সালমা,আরেফীন রুমী,হৃদয় খান এর ভক্তরা এদের কে দেখে আমি ১০০% নিশ্চিত।

মেটাল যারা শুনেন অথবা মনে করেন যে শুনেন তারাও কম না।উনারা দেখবেন জ়েমস হ্যাটফিল্ড থেকে শুরু কাভালেরা,মাস্টেইন সবডিরে দেখে।আমিও এই গ্রুপে আমি হঠাত হঠাত জন পেট্রুচ্চিরে দেখি।শালায় যা বাজায়।

ফুটবল ফ্যানরা এই লিস্টে অন্যতম।ম্যানইউ এর ফ্যানরা স্যার এলেক্স রে উনার রিটায়ারমেন্টের দিনে দেখছেই।মাদ্রিদিস্তারা ইদানিং সি আর৭ রে আর বার্সার ফ্যানরা মেসিরে।আমি বিশ্বকাপ আইলে দেখি শোয়ানস্টাইগার রে।সো লজ্জার কিছু নাই।

আবার চেতনা বাজরা দেখেন জাফর ইকবালরে অথবা আরো কত বুদ্ধিজীবী আছেনা?ঐ আর কি?

আবার এদের এন্টি যারা।আই মিন মামুরা তো অলরেডি সাঈদিরে দেইখা ফেলছে।গোলাম আজম,নিজামী এখনো বাকি আছে বলে মনে হয় না।

এগুলা নিয়ে লুকানোর কিছু নাই।স্বাধীন চট্টগ্রামে যেখানে শিক্ষামন্ত্রী Tanvir Islam

আসমানে কলা দেখে রেগুলার।সেখানে বাকীরা যা ইচ্ছা দেখতে পারবে।স্বাধীন চট্টগ্রাম চাদ-সূর্য-আকাশ-বাতাস সবার জন্য।

তয় ট্রাই করবেন বাইরের মানুষ জন না দেইখা ঘরের মানুষজন মা-বাবা-ভাই-বোন-বাইচ্চা-বউ দের দেখতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সিরাম অইচে। +++

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

ধ্রুব অন্যকোথাও বলেছেন: থ্যাংক ইউউউউউউ

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

puronodin বলেছেন: হা হা হা..দারুন ;) ;) ;) ;)

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

ধ্রুব অন্যকোথাও বলেছেন: :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.