নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তদের অফিসিয়াল সংখ্যা ১০ ক্রস করেনাই,তাতেই একজন মারা গেছেন। পার্সেন্টেজ হিসেবে সকল ডাটা থেকে এই সংখ্যা টা বিপরীত্মুখী।
মৃত্যু এবং আক্রান্তদের রেশিও টা এত স্ট্রং না। এটা আমাকে ভাবতে বাধ্য করায় যে আরো অসংখ্য করোনাভাইরাস পজিটিভ মানুষজন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং সবাইকে অসুস্থ বানাইতেছে। আল্লাহর সৃষ্টি এই ভাইরাস যথেষ্ট সফিস্টিকেটেড।মাঠে মসজিদে দোয়া কলমা পড়ে ভাইরাস মারা যাবেনা।
সরকার এর এই গোপনীয়তা দেখি চায়না/রাশিয়া কেও হার মানাচ্ছে। বামপন্থী রা এই খুশিতে প্যান্ট খুলে ঢাবিতে নাচতে পারেন। বামপন্থীরা জোক্স টা গায়ে লাগায়েন না এত। আপনাদের ভিতরে এখনো সেন্সিবল মানুষজন আছে দেখে আপনারা ফ্রিতে দুস্থ গরীবদের হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন।
আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছুটিতে সাজেক আর বিচে না গিয়ে হয় সচেতনতা বৃদ্ধির কাজ করেন ছোট ছোট গ্রুপে নাহয় হ্যান্ড স্যানিটাইজার বানানো শুরু করেন। এট লিস্ট নিজের বিশ্বিবিদ্যালয়ের স্টুডেন্ট দের জন্য বানান। পরের টা পরে। আবার শুধু মাত্র ভিসি ম্যাডামের সাথে ছবি তোলার জন্য ৫ বোতল বানায়ে ঘুম যাইয়েন না। চবি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমি তোমার দিকে তাকাচ্ছিনা।
এটাই আপনার আমার জেনারেশনের মুক্তিযুদ্ধ। সবাই মাঠে নামেন দলবাজি, গলাবাজি, চাপাবাজি ,ক্ষমতাবাজি বন্ধ করে।
২| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: বিদেশ ফেরত ব্যক্তির খামখেয়ালি জন্য পরিবারের বয়স্ক ব্যক্তিটি মারা গেলেন করোনাতে!
৩| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আক্রান্তের সংখ্যা ১৪। অন্যান্য দেশের তুলনায় এটা মারাত্মক।
আমাদের দেশে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। সরকার গোপন করে ভুল করছে। সঠিক তথ্য জানালে পাব্লিক সাবধান থাকতো।
৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "আল্লাহের সৃষ্টি এই ভাইরাস যথেষ্ঠ সফিষ্টিকেইটেড"
-আল্লাহ কি সারাক্ষণ এসব নিয়ে ব্যস্ত থাকেন?
৫| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫
শ. ম. দীদার বলেছেন: 'আল্লাহর সৃষ্টি এই ভাইরাস যথেষ্ট সফিস্টিকেটেড' - কই পান এইসব কথাবার্তা? দয়াকরে থামুন তো!
৬| ১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "আল্লাহের সৃষ্টি এই ভাইরাস যথেষ্ঠ সফিষ্টিকেইটেড"
-চীন, আমেরিকা, ইসরায়েলের কলেজের ছেলেরাও এই ধরণের বা কাছাকাছি ভাইরাস হয়তো তৈরি করতে পারবে।
৭| ১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১
নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
৮| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সামনে কি ভয়াবহ দিন আসছে??
০৩ রা জুলাই, ২০২০ সকাল ৮:৩৯
ধ্রুব অন্যকোথাও বলেছেন: এসে গেছে ভয়ংকর দিনগুলো
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩
রাশিয়া বলেছেন: এগুলা কোন মুক্তিযুদ্ধ না - মুক্তিযুদ্ধকে যেখানে সেখানে লাগাতে নিয়ে এর যথেষ্ট মর্যাদা হানি করা হয়েছে। আর তা চাই না।