নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে অমানুষ ডাকুন
ফেসবুকে, ইন্সটাগ্রাম, রেডিটে অনেক বাংলাদেশী কমিউনিটি হইছে যেখানে সহজেই সেক্স রিলেটেড কন্টেন্ট ছেলেমেয়েরা পাবলিশ করে। অনেক মেয়ে ইদানীং সেক্স পজিশন সংক্রান্ত মিম পোস্ট করে কিংবা সেক্স রিলেটেড মিম এ কাপল রা তাদের মেয়ে পার্টনার দের মেনশন করে অনেক রকমের মজা নেয়। এতে অনেকেই অনেক রকমের ভালো মন্দ ফিল করে।
আমার অবশ্য ভালোই লাগে। কষ্ট করে পর্ন্সাইট পর্যন্ত যাওয়াই লাগে না। ফেসবুকে সফট কোর পর্ন এঁর ফিলিংস টা পাওয়া যায়। মেয়েরা যারা পোস্ট করে তাদের অনেকের আবার ফেসবুকের প্রোফাইল লক থাকে সো মিম টা থেকে আইডিয়া নিয়ে মেয়েটাকে কল্পনা করে আর মজা নেওয়া হয় না। কিন্তু অনেক মেয়ে আছে বুদ্ধিসুদ্ধি কম। তাদের প্রোফাইল পাবলিক এবং প্রচুর স্বল্পবসন ছবি আছে।
এক্ষেত্রে প্রোফাইল লকার রা আমার মনে হয় স্মার্ট। এক্ষেত্রে ফেসবুকের উচিত লকড প্রোফাইল খুলে দেখার জন্য একটা প্রিমিয়াম পেইড অপশন রাখা। মজা নেওয়া থেকে বঞ্ছিত কেন করবেন? অর্ধ মজা দিয়ে বাকিটা কেড়ে নেওয়া কি উচিত? সেই সাথে বাংলাদেশের প্রচুর বেকারচোদা মেয়েদের একটা গতি হবে। বাবা মা এঁর আর মেয়ের কি হবে চিন্তা করে ইতালি প্রবাসি স্যানিটারি ওয়ার্কার এঁর সাথে বিয়ে দিয়ে ঠকতে হবে না। মেয়েরা ঘরে বসে সহজেই ইনকাম করতে পারবে।
অথবা, র্যাব এসে কনজার্ভেটিভ দের ভালোবেসে এদের কে গুম করে দিতে পারে। দেশের সার্বিক আই কিউ বৃদ্ধি পাবে। সেই সাথে বাংলাদেশের কচি বুকের দুধের বোটায় চায়ের দোকানে ঝড় তোলা বামপন্থী দের মন টা একটু ভালো হবে। ওদের মনের যত কষ্ট, সস্তা ডিপ্রেশন এগুলো সব ডিস্কাউন্ট স্তালিনের ডিস্কাউন্ট গুম খুন এ কিছু টা প্রশমিত হবে।
বুঝতেই পারছেন, এক ঢিলে অনেক পাখি মারা যাবে
২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: যার যা ভালো লাগে করুক। করতে দেন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: আধুনিকতার আঁধার রূপ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬
নীল আকাশ বলেছেন: আপনার এই পোস্টে কেউ সহজে মন্তব্য করতে চাইবে না নিশ্চিত।
বেলাল্লাপণা নোংরামী অশ্লীলতা বেড়ে যাবার কারণে এখন মানুষ এখন নিজের ঘর বাড়ি রেখে সোশাল মিডিয়ায় এসে শুরু করেছে।
এইসব নিয়ে কিছু বলতে গেলে আপনি হবেন নারীর স্বাধীনতা বিরোধী কিংবা মধ্যযুগীয় অশিক্ষিত চাড়াল।
স্যাটায়ার লেখা কিন্তু জম্পেস লিখেছেন!