| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশেষ এই রণকাব্য
ধ্রুব
জীবন যুদ্ধে জয়ের লক্ষ্যে অসাধ্য সাধন,
খুবই দৃঢ় মনোভাব নিয়ে সৃষ্টি এই বাধন।
এক পথের পথিক না হলেও এক এই জীবন,
কখনো হয়ে পরে দেহ জীবিত মনের হয় মরণ।
অন্তরে অতৃপ্তি চোখে ঘুম নিয়ে স্বপ্ন দেখে হাজার,
রাত জেগে এই আকাশের বুকে ধ্রুব তারা খোঁজার।
উদ্দেশ্যহীন পথে পা দিয়ে করে লক্ষ্য কি বুঝার,
দূর্গম চলার পথ তবুও অবশেষে তা মজার।
অবাধ্য সাহস নিয়ে বুকে এগিয়ে চলে যায় নির্ভয়,
এই জীবন যুদ্ধে অংশ নিয়ে দেখে মহান বিজয়।
চলমান এই কাব্যের নেই শেষ এই দৃঢ় প্রত্যয়,
অশেষ এই রণকাব্য তাই হবে না এর পরাজয়।
©somewhere in net ltd.