![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলছে আমার রাস্তা ... রাস্তা উদ্দেশ্যহীন ~~ উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন ~~ আরো অনেক অনেক দূর পরের শহর ~ চলতে হবে আমায় রাত্রিভোর ~~ নেই যে আমার কোন অবসর ~~ যদি খুঁজে পাওয়া একটা ঘর!
আমাদের ক্লাসে মেহেদী হাসান নামে একজন ছেলে আছে।খুবই মজার ছেলে।অপরিচিত ও পরিচিত সবার সাথে মেশার এক অদ্ভুত ক্ষমতা তার আছে।ছাত্র হিসেবে সে মোটামুটি,তবে মানুষ হিসেবে যে ভালো,তাতে কোন সন্দেহ নেই।
আমরা তাকে CNG নামে ডেকে থাকি।আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি,CNG এর পূর্ণ রূপ কি।সে উত্তর দেয়নি।শুধু বলেছে এর অর্থ নাকি খারাপ,তাই আমাকে সে বলবে না।
যাই হোক,সিএনজির মাথায় প্রচুর শয়তানি বুদ্ধি সবসময় খেলা করে।এগুলোর মাধ্যমে সে অনেক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে।আবার অনেক ঝামেলাও বাঁধিয়ে ফেলে।তবে আজকে আমি তার এমন এক বিপদের কথা বলব,যখন সে তার ফিচলে বুদ্ধি দিয়ে পার পেয়ে গিয়েছে।
ক্লাস এইটে থাকতে আমাদেরকে বৃত্তি পরীক্ষা ছাড়াও আরেকটা সরকারী পরীক্ষা দিতে হয়েছিল।পরীক্ষাটা অনেকটা বর্তমানের সমাপনী পরীক্ষার মত।সব সাবজেক্ট থেকে প্রশ্ন করা হত।তবে সে পরীক্ষায় অংশগ্রহণ করাই বড় কথা ছিল,পাস-ফেল বলে কিছু ছিল না।স্যাররা বলত এর মাধ্যমে সরকার আমাদের পড়াশোনা সম্পর্কে নাকি খবর নিত।
এখন,সিএনজি পরীক্ষা দিতে গিয়েছে।প্রশ্ন হাতে পাবার পর সে চোখ বুলিয়ে দেখে নেয় পুরোটায়।দেখে ধর্ম ছাড়া বাকি সব সাবজেক্ট থেকে প্রশ্ন মোটামুটি কমন পড়েছে।সে ভাবে ধর্মের প্রশ্ন সে অন্য কারো থেকে পরে দেখে নিবে।আপাতত সে বাকিগুলো লিখবে।সে তা-ই করে।
সব প্রশ্ন মোটামুটি লিখে ফেলার পর সে ধর্মের প্রশ্নের দিকে আবার তাকায়।দেখে সত্যিই কোন প্রশ্ন কমন পড়েনি।সে চারপাশ তাকাতে থাকে।এমন সময় গার্ডটিচার তাকে বেশ জোরে ধমক দেয়।সে তখন বুঝতে পারে এভাবে হবে না।অন্য উপায় বাতলে নিতে হবে।
সে পরীক্ষায় তার পাশে সুজন বড়ুয়া নামে এক বৌদ্ধ ছেলে বসে।তার আবার ধর্মের প্রশ্ন সব কমন পড়ে।এদিকে উপায় না দেখে সিএনজি তাকে জিজ্ঞেস করে ,"সুজন,তোর ধর্মের প্রশ্ন সব কমন পড়েছে?"সুজন বলে,"হ্যাঁ"।সিএনজি বুঝতে পারে ধর্মে পাশ করতে গেলে এই সুজনেরই সাহায্য নিতে হবে।তাই সে বলে,"তুই মুখে মুখে উত্তর বলতে থাক,আমি লিখি।"সুজন কিছু বলে না।কারণ সে ছোটবেলা থেকে সিএনজির এমন অদ্ভুত আচরণের সাথে পরিচিত।সে কেবল উত্তরগুলো মুখে মুখে বলতে থাকে আর সিএনজি লিখতে থাকে।
ধর্মের প্রশ্ন লেখার পর সে পড়ে আরেক ঝামেলায়।পরীক্ষার খাতায় তার নাম সে লিখেছে 'মেহেদী হাসান' (স্বাভাবিক)।এখন সে ভাবে কি করবে।অনেক ভেবে সে পরে নামটা কেটে লিখে দেয় 'মেহেদী বড়ুয়া'!
এত বড় কান্ড করার পর সে অতি স্বাভাবিকভাবে হেঁটে খাতা জমা দিতে যায়।গার্ডটিচার খাতা জমা নেবার সময় নাম মেলাতে গিয়ে দেখে ডালমে কুছ কালা হ্যায়।তিনি সিএনজির দিকে তাকিয়ে বলে ,"তোমার নাম কি?"সে বলে ,"ম্যাডাম,মেহেদী হাসান।"তখন তিনি বলেন,"তাহলে এমন নাম লিখেছ কেন?"সে তখন বলে,"কি করব ম্যাডাম,ইসলাম ধর্মের প্রশ্ন একটাও কমন পড়েনি।বৌদ্ধের প্রশ্ন পড়ে দেখি কিছু কিছু কমন পড়ছে।তাই নাম চেঞ্জ করে দিয়েছি!"
ম্যাডাম তখন মুচকি হেসে বলেন,"নামটা চেঞ্জ করে ফেল তাড়াতাড়ি।"সিএনজি আর কথা না বাড়িয়ে সেটা কেটে আবার 'হাসান' উপাধি লাগিয়ে দেয়।
সত্যিই,এমন মজার কাজ আমাদের সিএনজি ছাড়া আর কেউ পারবে না!
হেডলাইনটার বিশ্লেষণ : ধর্ম এত সহজে কেউ চেঞ্জ করতে পারে না,যেভাবে সিএনজি করেছে।তাই এ ব্যাপারটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে।আর এটা যে মজার কাহিনী,তাতে ত আর সন্দেহ নেই!
বি: দ্র: :: এই কাহিনীর মাঝে কেউ আস্তিক-নাস্তিক গন্ধ খুঁজে বের করবেন না।একে এক মজার গল্প হিসেবেই গ্রহণ করবেন এই আশা করি।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৩
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ দু-পেয়ে গাধ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৯
এস বাসার বলেছেন: মজা পেলাম। প্লাস।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
সুস্ময় পাল বলেছেন: আপনাকে মজা দিয়ে ভালো লাগল ।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: মজা পাইলাম...
ও পিলাচ......
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৯
সুস্ময় পাল বলেছেন: পোষ্টটি পড়ার জন্য এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪
স্বাধীনতার বার্তা বলেছেন: মজাই লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩০
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
প্রলাপ বলেছেন: মজা পাইলাম
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩১
সুস্ময় পাল বলেছেন: আবারো ধন্যবাদ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৮
জাহাজী পোলা বলেছেন: পেলাচ দিলাম!
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ।
আপনাকে কথা দিয়েছিলাম আপনার গল্পটার এন্ডিং আমি আমার মত দিব।কিন্তু এখন পর্যন্ত দিতে পারলাম না ।
আশা করি আগামী দুইদিনের মধ্যে এন্ডিং দিয়ে দিব ।
আমি জানি আপনি আপনার গল্পটার এন্ডিং দেননি।আমি আসলে প্রথম পার্টের এন্ডিং এর কথা বলেছিলাম।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩১
বাল্যবন্ধু বলেছেন: ভালো লাগলো। +++ লন।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৬
সুস্ময় পাল বলেছেন: নিলাম।
ধন্যবাদ।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৩
নষ্ট কবি বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪১
সুস্ময় পাল বলেছেন: আপনার হাসি মুখ দেখে ভালো লাগলো।
একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি,আপনার মর্জি হলে উত্তর দিবেন।
আপনি কোথা থেকে আর্কিটেকচারে পড়ে এসেছেন?
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৭
সায়েম মুন বলেছেন: সিএনজি'র মজার কাহিনী জমপেশ হৈছে
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৩
সুস্ময় পাল বলেছেন: তাই?ভালো! ভালো!!
কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৬
স্পেলবাইন্ডার বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৫
সুস্ময় পাল বলেছেন: আপনাকে হাসাতে পেরে ভালো লাগল।
ধন্যবাদ।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৬
ছোট মুখে বড় কথা বলেছেন: মজাদার তো !!!! কিভাবে
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৮
সুস্ময় পাল বলেছেন: কিভাবে?সিএনজিই জানে।তার মাথায় যা বুদ্ধি!
আমি এমনিতেই বোকা ছেলে আর বুদ্ধির দিক থেকে তার কাছে তো রীতিমত শিশু
!
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৮
গরম কফি বলেছেন:
্োোোহ্্্্.........আচ্ছা...
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৯
সুস্ময় পাল বলেছেন: আপনি মনে হয় চিন্তায় পড়ে গেলেন!
যাই হোক,পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
ছোট মুখে বড় কথা বলেছেন: + দিলাম। আর এমন পড়ালেখা ওয়ালা ছেলে এখন কি করে ???
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫১
সুস্ময় পাল বলেছেন: + এর জন্য ধন্যবাদ।
কি আর করবে,পড়াশোনা করে।ইন্টার ফার্স্ট ইয়ার।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
আলিম আল রাজি বলেছেন: মজা পেলুম।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৫
সুস্ময় পাল বলেছেন: কষ্ট করে আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
'বেদনা' ডাউনলোড করেছি।এখনো শুনিনি।মনটা খারাপ ত,তাই। দু-একদিনের মধ্যে শুনে আপনার পোষ্টটাতে গিয়ে একটা আওয়াজ দিয়ে আসব।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১
ছোট মুখে বড় কথা বলেছেন: আর ভাই, ঠকার কথা লিখেছেন কেন ??? ব্লগে সবাই জেতে
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০০
সুস্ময় পাল বলেছেন: নারে ভাই,সবাই জিতে না।
এটা পড়েন - Click This Link
আর এটা পড়েন - Click This Link
অনেক আশা নিয়ে এ দুটো লেখা লিখেছিলাম কিন্তু পাত্তা পাইনি!
ভাবছি,হেডলাইনটা চেঞ্জ করে বাকি পর্বগুলো লিখব।তাহলে হয়ত বা পাবলিক পড়বে।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২
পানকৌড়ি বলেছেন: মজাক পাইলাম ।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০২
সুস্ময় পাল বলেছেন: আপনাকে মজাক দিয়ে আমিও মজাক পেলাম !
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২
ভুলোমন বলেছেন: দরকার হৈলে ধর্ম চেন্জ কইরা হালামু মাঘার প্রশ্নের উত্তর দিমুই দিমু
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৫
সুস্ময় পাল বলেছেন: হাঃ! হাঃ!! হাঃ!!!দারুণ বলেছেন।এটাই মনে হয় সিএনজির মুলমন্ত্র।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৩
ছোট মুখে বড় কথা বলেছেন: শেভাগ কে নিয়া কিছু লেখা যায় নাকি ????
শালারে ফাটায়া দেন
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৭
সুস্ময় পাল বলেছেন: আমি পারলে তাকে (শেবাগকে) ফাটিয়েই ফেলব ্ব!বেয়াদব!!
দেখি কিছু লিখতে পারি কিনা।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৫
মনে নাই বলেছেন: প্লাস।
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৮
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৬
আসকওয়ানমি বলেছেন: মজা পাইলামমমমমমমমম
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১০
সুস্ময় পাল বলেছেন: আপনাকে মজা দিয়ে ভালো লাগল ।
ধন্যবাদ আপনাকে।
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫২
বাউন্ডুলে রুবেল বলেছেন: হে হে হে
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৩
সুস্ময় পাল বলেছেন: পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
ভাই,আপনি কি আমাকে একটা মাইনাস দিয়েছেন ?
আপনি একবার আমার পোষ্টে মাইনাস দিয়েছিলেন।এরপর থেকে আপনার নিক আর প্রোফাইল পিক দেখলে ভয় লাগে ।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৪
চিত্রকর বলেছেন: ছোট বেলার ঈশেপর গল্পের কথা মনে পরল সুস্ময় পালের গল্প পরে
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৬
সুস্ময় পাল বলেছেন: ঈশপের প্রায় সব গল্প ছোটবেলায় পড়েছিলাম।কিন্তু আপনি কোনটার কথা বলতে চাচ্ছেন,তা বুঝতে পারলাম না ।
যাই হোক,পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৬
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ওরে.................মজা পাইছিরে..........................
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
সুস্ময় পাল বলেছেন:
ধন্যবাদ।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৫
ড্র্রাকুলা বলেছেন: পড়িলাম....মজা পাইলাম...মনেহয় না ঠকিলাম...
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
সুস্ময় পাল বলেছেন: আপনি ঠকা খাননি বলে ভালো লাগল ।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার বন্ধুটি বেশ দুষ্টু বুঝা যায়
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
সুস্ময় পাল বলেছেন: আপনার বন্ধু - কথাটিতে একটু আপত্তি আছে।আমি তার সাথে অতটা কথা বলি না।একই ক্লাসে পড়ি,সে হিসেবে মাঝেমধ্যে দুই-একটা কথা হয়।
আমি খুশি হব যদি আপনি তাকে আমার ক্লাসমেট হিসেবে ধরে নেন।
তবে ক্লাসমেট হিসেবেও এমন মজার ছেলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭
বাদ দেন বলেছেন: সি এন জির শুধু ভাড়া না বুদ্ধিও বেশী ++++++
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬
সুস্ময় পাল বলেছেন: ঠিক!
+ নিলাম এবং ধন্যবাদ দিলাম ।
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩২
গিগাবাইট বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
সুস্ময় পাল বলেছেন: আপনার হাসি মুখ দেখে ভালো লাগলো।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৯
আমি তোমাদর-ই লোক,আমি তোমাদর-ই ভাই বলেছেন: ফানি
সামুতে আমার দ্বীতিয় কমেন্ট।
এইমাত্র জেনারেল হলাম।
আমার ব্লগ বাড়িতে সবার দাওয়াত থাকলো।
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩
সুস্ময় পাল বলেছেন: পলাশ ভাই,ভালো আছেন?
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
সাথে আমাদের ব্লগেও স্বাগতম।
জেনারেল হয়েছেন,আশা করি তাড়াতাড়ি সেফ হবেন।
আপনার লিঙ্কে কিছুক্ষণের মধ্যে ঘুরে আসব।
একটা কথা বলতে ইচ্ছা করছে।আপনারা যারা বুয়েটে পড়েন,তারা ট্রিপল ই পড়তে চান কেন?অন্য সাবজেক্টগুলোর কি তেমন মূল্য নেই?(আমি জানি মূল্য আছে।কিন্তু ছেলেদের ট্রিপল ই করতে করতে মুখে ফেলা তুলে ফেলতে দেখে এ প্রশ্নটা করলাম।)
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৮
বিপ্লবী স্বপ্ন বলেছেন: ভাল
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৪
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
***হাফিজ*** বলেছেন: মজা পাইলাম
CNG মানে জানতেমন চায় ???
০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
সুস্ময় পাল বলেছেন: হ্যাঁ হাফিজ ভাই,মন চায় কিন্তু ব্যাটা আর তার সাঙ্গোপাঙ্গোগুলো বলে না।মনে হচ্ছে চাপ দিয়ে কথা আদায় করে নিতে হবে।
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৭
শূণ্য উপত্যকা বলেছেন: স্যাররা বলত এর মাধ্যমে সরকার আমাদের পড়াশোনা সম্পর্কে নাকি খবর নিত।
শিক্ষার সুযোগ প্রচুর মানি। কিন্তু শিক্ষকদের মান কেমন তা নিয়ে কথা বলতেই ইচ্ছা হয় না।
লেখাটি কিন্তু অনেক মজার। হাসি পেয়েছে আমার।
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৬
সুস্ময় পাল বলেছেন: আমার ব্লগে এসেছেন দেখে ভালো লাগছে স্যার।
আমাদের দেশের শিক্ষকদের মান আসলে কতটুকু তা আমি জানি না।তবে যতটুকু বলতে পারি যে পরিস্থিতি তেমন ভালো না।তারা প্রাইভেট পড়ানোর দিকে বেশ ভালোভাবেই ঝুঁকে গেছেন।ক্লাসে আসেন শুধুমাত্র দেখানোর জন্য যে তিনি ক্লাস নিয়েছেন।বাকি সময়টায় প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকেন।
তবে সবাই এমন না।কিন্তু বেশিরভাগই যে এমন তা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৮
টক দঐ বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৫
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ প্লাস দেবার জন্য।
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ২:২৩
নষ্টছেলে বলেছেন: +++++
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯
সুস্ময় পাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টে কমেন্ট করার জন্য।
ভালো থাকবেন এই আশা করি।
আর নিয়মিত যোগাযোগও হবে।
শেষ কথা,বাড়িতে আসলে আমার বাসায় অবশ্যই আসবেন।দাওয়াত রইল।
৩৪| ১৩ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৬
যাচ্ছে চলে যাক না বলেছেন: মজা পেলুম ..!!!
২৫ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২
সুস্ময় পাল বলেছেন: আমিও মজা পেলুম আপনাকে মজা উপহার দিয়া!
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ! ইদানীং মন্তব্য খরায় ভুগছি ত ... তাই ... ... ... ... ... !!!
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৬
দু-পেয়ে গাধ বলেছেন: আপনার কথামতো মজার গল্প ভাবিয়া মজা পাইলাম।