নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিশ্বাসে কিছুই মেলে না

এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দুরে বহু দুরে হেরার রাজতোরণ

ডিজিটালভূত

জন্ম সত্তরে এক আলেম পরিবারে। প্রাইমারী শেষ করার আগেই আব্বা জোর করে মাদরাসায় ঢুকিয়ে দিলেন। মাদরাসায় পড়তে মনে চাইছিল না প্রথমে। পরে মাদারাসার দর্শনই নিজের জীবনের রক্ত-মাংসে, সীরাত-সুরতে আর মন-মস্তিস্কে মিশে গেল। এ নিয়ে গর্ব করি। [email protected]

ডিজিটালভূত › বিস্তারিত পোস্টঃ

পাত্র চাই পাত্রী চাই বিজ্ঞাপন : কয়েকটি প্রশ্ন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯

একটি দৈনিক পত্রিকায় পাত্র পাত্রী কলামে পাত্র চেয়ে কয়েকটি বিজ্ঞাপন এ রকম :



পাত্র চাই : পাত্রী কানাডা সিটিজেন। কানাডায় ব্যবসা। সুন্দরী (৩৫) বন্ধ্যার কারণে ডিভোর্স। ধার্মিক মনের পাত্র চাই। বিবাহের পর পাত্রকে কানাডা নিয়ে যাওয়া হবে। দাড়ি ও সন্তানে আপত্তি নেই। ০১৭১ . . .



বয়স্ক পাত্র চাই : হাজী, বন্ধা, বিধবা (৪০) উত্তরায় ছয় তলা বাড়ি। পাত্র চাই। দ্বিতীয় বিবাহে আপত্তি নেই। হুজুর অগ্রাধিকার। ০১৯১ ...



পাত্র চাই: স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত। ফ্যাক্টরীর মালিক (৩৭) যাত্রবাড়ীতে পাত্রীর নিজের বাড়ী। সত পাত্র চাই। গ্রামের সল্প শিক্ষিত, সন্তান স্ত্রীসহ চলবে। দাড়িতে আপত্তি নেই। বিবাহের পরই পাত্রকে নিয়ে হজ করবে। ০১৮১ . . .



পাত্র চাই : শিল্পপতির মেয়ে। ডান হাতে সমস্যা, বন্ধ্যা। সুন্দরী (৩০) বাপ নেই, মা আছে অসুস্থ। পাত্রীর ব্যবাসার দায়িত্ব নিতে দায়িত্ববান, ধার্মিক, পাত্র চাই। স্ত্রী সন্তানে আপত্তি নেই। পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে। দাড়িওয়ালা চলবে। মিডিয়া খরচ পাত্রীর। ০১৬ . . .



এ বিজ্ঞাপনগুলো পড়ার পর কয়েকটি প্রশ্ন আমাকে তাড়া করছে -

এক. ধার্মিক পাত্র কেন চায়?

দুই. দাড়িতে আপত্তি নেই, বলে কি বুঝাতে চায়?

তিন. দ্বিতীয় বিবাহে আপত্তি নেই, কথাটির অর্থ কি?

চার. হুজুর কেন অগ্রাধিকার?

পাচ. গ্রামের সল্পশিক্ষিত চলবে, কথার উদ্দেশ্য কি?

ছয়. অধিকাংশ পাত্রী বন্ধ্যা কেন হয়?

সাত. পরদেশী সিটিজেন পাত্রীর দাম কি বেশী? কেন?

আট. এ সকল পাত্রীরা এত টাকা পয়সা, বাড়ী, ফ্যাক্টরীর মালিক হয়ে গেল কিভাবে?

নয়. হজ করানোর লোভ দেখিয়ে কি বুঝাতে চায়?



দশ. এমন বিজ্ঞাপন কেন দেখা যায় না কখনো ? : একটি অসহায় মেয়ে, কালো, মা বাপ নেই। কয়েকবার তার সংসার ভেঙ্গে গেছে যৌতুক দিতে না পারায়। চরম আর্থিক অনটনে দিন যাপন করছে। চার সম্তানের জননী বয়স (৪০) পাত্রীর জন্য সচ্ছল পাত্র চাই . .. ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-২

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭

রাজসোহান বলেছেন: দারুন বলেছেন++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

ডিজিটালভূত বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

হেমায়েতপুরী বলেছেন: ভাল পোস্টে +

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

ডিজিটালভূত বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮

নাজনীন১ বলেছেন: অমন অসহায় মেয়েদের পত্রিকায় বিজ্ঞাপন দেবার পয়সা নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০

ডিজিটালভূত বলেছেন: আসলেই সত্যি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনার মত লোকগো লাইগা এইটা একটা ফাঁদ
যারা ঘরে স্ত্রী রাইখা পাত্রী চাই বিজ্ঞাপন দেইখা বেড়ায়
------------

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫১

ডিজিটালভূত বলেছেন: ঠিক বললেন না। আমি দেখি পাত্র চাই বিজ্ঞাপন। ধন্যবাদ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

বাহারুল ইসলাম বাহার বলেছেন: +++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

ডিজিটালভূত বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

একাকী বালক বলেছেন: ফান্দে ফেলানোর ধন্ধা কিছু নলাগো। ফোন দিয়া আবুল ভাব ধইরা কথা কন, বহুত মজা পাইবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

ডিজিটালভূত বলেছেন: ফোন যে দেই নাই, তা নয়।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

রাজীব বলেছেন: কয়েকটি যোগাযোগ করে দেখেন তাহলেই বুঝতে পারবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

ডিজিটালভূত বলেছেন: দেখি তাহলে। ধন্যবাদ

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

বিপরীত স্রোত বলেছেন: মোবাইল নম্বরগুলা পুরা দিলে একটা কামের কাম করতেন ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

ডিজিটালভূত বলেছেন: পত্রিকার পাতায় চোখ রাখুন। ফাদে পড়লে পড়েতও পারেন।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

বিপরীত স্রোত বলেছেন: মোবাইল নম্বরগুলা পুরা দিলে একটা কামের কাম করতেন ;)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

নীড় ~ বলেছেন: আপনি কি নিজের জন্য এসব বিজ্ঞাপন খুজে বেড়ান?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

ডিজিটালভূত বলেছেন: আপনার প্রশ্নটি উত্তরবোধক। ধন্যবাদ

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩

কিপটে বলেছেন: লাল সালু এসব বিজ্ঞাপন পরে না!
তারে তারাতারি খবর দেন
একখান বউ তার খুব জরুরী দরকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

ডিজিটালভূত বলেছেন: ইমেইল নম্বর নাই। আপনি একটু কষ্ট করেন।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

কিপটে বলেছেন: লাল সালু এসব বিজ্ঞাপন পড়ে না?
তারে তারাতারি খবর দেন,
একখান বউ তার খুব জরুরী দরকার

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

ফিরোজ-২ বলেছেন: এইটা একটা ফাঁদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০০

ডিজিটালভূত বলেছেন: আমিও জানি। এজন্যই তো গ্রামের সল্প শিক্ষিত চায়।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২

হু-কেয়ারস বলেছেন: হ্বজের টা ভালা পাইসি !!!!!!!!!!!! জুগাজুগ করতে মন্চায় !!!!!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১

ডিজিটালভূত বলেছেন: বউয়ের টাকায় হজ করার নিয়ত করিয়েন না। যৌতুকের টাকায় কি হজ কবুল হয়?

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৭

এনটনি বলেছেন: ফাঁদ এর ব্যপারটা বুঝলাম না........
কিভাবে এটাকে ফাঁদ হিসাবে ব্যবহার করা হয়?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪

ডিজিটালভূত বলেছেন: ৬০০ টাকা দিয়ে সদস্য হবেন।
মেয়ে দেখতে সেলামী দেবেন ২৫০০-৪০০০
মেয়ের বাড়ীতে মিষ্টিসহ মুরুব্বি পাঠাতে দেবেন ৩০০০-৫০০০
মোট = পুরোটাই লাভ ম্যারেজ মিডিয়ার। যখন দেখবে আপনার থেকে আর খসানো যায় না, তখন বলবে মেয়ের বড় ভাই রাজী হচ্ছে না।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১১

আমি স্যাম বলেছেন: "এনটনি বলেছেন: ফাঁদ এর ব্যপারটা বুঝলাম না........
কিভাবে এটাকে ফাঁদ হিসাবে ব্যবহার করা হয়?"

চমৎকার!!!!!!! ওদের তো আপনাকেই প্রয়োজন ;) ;) ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৩

ডিজিটালভূত বলেছেন: এটা বুঝতে আপনাদের মতামত চাইলাম।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৪

অপ্রয়োজন বলেছেন: আম্মা ... আমি বিয়া করুম !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

ডিজিটালভূত বলেছেন: কাকে বলতাছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫

ডিজিটালভূত বলেছেন: কাকে বলতাছেন?

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৬

অপ্রয়োজন বলেছেন: এইটা মনে হয় কোনো ইসলামি পত্রিকার বিজ্ঞাপনের অংশ ... নাইলে সবগুলোতেই 'দাড়িতে আপত্তি নাই', 'হুজুর অগ্রাধিকার' থাকার কথা না ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৭

ডিজিটালভূত বলেছেন: হতেও পারে। কোন পত্রিকা যে লেখে না আমরা ইসলামি। কিভাবে বুঝুম?

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১২

পাহাড়ের কান্না বলেছেন:
অধিকাংশ মেয়েরা দাড়ি রাখতে করে বারণ,
সমাজে অবহেলিত, এটাই হুজুর খোঁজার কারণ।
হুজুরদেরকেই টার্গেট করে প্রথম ফেলে টোপ,
গ্রামের অল্প শিক্ষিতদেরই থাকে উপরে উঠার লোভ।
এগুলা সব ফটকা, যখনই ব্যবসা হয় মন্দা,
তখনই বিজ্ঞাপন দেয় বিধবা বন্ধা।
হুজুর পাত্র খুঁজে এরা বুঝাতে চায় ধার্মিক,
হজ্জ্বের লোভে হুজুররাই টোপ গিলে ঠিক।
পরদেশী না এগুলা আসলে ফটকা,
পইরেন না ভুলে এদের জালে আটকা।


বিঃদ্রঃ- আশা করি প্রশ্নের উত্তর পাইছেন। ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২

ডিজিটালভূত বলেছেন: কবিতার ভাষায় একশ ভাগ সঠিক উত্তর দিলেন। কবিতার মাধ্যেম এত সুন্দর উত্তর! কিভাবে যে আপনাকে ধন্যবাদ দেই?

২০| ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১৪

শায়েরী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.