![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I know that I am intelligent because I know that I know nothing.
আবার হয়তো ঘুমোতে পারবো কখনো,
একা হয়ে যাবে রাতের নিস্তব্দতা, ঘুন পোকার
নৈশ ভোজ হঠাৎ থমকে দাড়াবে না আমায় দেখে।
গোটা কয়েক মিটার দুরের ফ্লাটে কোনার ঘরটিতে
রাত জেগে কাটানো প্যারালাইস্ড বৃদ্ধার অনবরত কাশির শব্দে হয়তো
বুক কেঁপে উঠবেনা আমার।
পাশের ঘর থেকে চিৎকার করে বলা - "বাবা একটু আস্তে,
আপনার ছেলে ঘুমোতে পারছেনা, বাচ্চাটাও ভয় পাচ্ছে, রাত হলে
কি যে হয় আপনার" এই ভয়ংকর কথাটা হয়তো আমার ঘুম আমাকে
শুনতে দেবেনা। বৃদ্ধার জলে ভরে যাওয়া দুচোখ হয়তো ভেসে
উঠবেনা আমার ৩য় চক্ষুতে।
ঘুমোতে চাই, রাতের আঁধারে জেগে উঠা পৃথিবীর নগ্নতা
আমি দেখতে চাইনা, দেখতে চাইনা কালোর মাঝে মিশে যাওয়া
আরো সব কালোর মিছিল।
আমায় একফোটা জ্যোৎস্না কিংবা রৌদ্র দাও, আমি ঘুমোতে যাবো।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
নাজনিন সন্ধি বলেছেন: ভাল লিখেছেন
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
রাফা বলেছেন: বাহ্...
ঘুমোতে চাই, রাতের আঁধারে জেগে উঠা পৃথিবীর নগ্নতা
আমি দেখতে চাইনা, দেখতে চাইনা কালোর মাঝে মিশে যাওয়া
আরো সব কালোর মিছিল।
আমায় একফোটা জ্যোৎস্না কিংবা রৌদ্র দাও, আমি ঘুমোতে যাবো।
জিবনটা আরো সুন্দর হতো যদি এই নগ্নতা না থাকতো।
চমৎকার লিখেছে,ডি.প্লা.ট্রাকার,ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
সাতপাঁচ বলেছেন: মন ছুঁয়ে গেলে