![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের ছোট ছোট প্রবলেম দেখতে দেখতে আমার প্রাত্যহিক জীবনের কিছু প্রবলেম শেয়ার করতে ইসসা হলো!
আগে ঘর দিয়া শুরু করি...
নেট ইউজ করি মডেম দিয়া, নেটওয়ার্ক পায়না দেখে কেবল দিয়া জানলা দিয়া ঝুলাই রাখি, মাঝে মাঝে মডেমকে ব্যায়াম করাইতে হয়, উনাকে টাচ করলে মাঝে মাঝেই শিহরত হই, উনার কারেন্টের সাথে প্রেম আছে তো!
কারেন্টের সাথে যে শুধু উনারি প্রেম আছে তাই না,আমার বাসার কারেন্ট অনেক খারাপ, ব্যাটা এক নাম্বারের প্লে-বয়, কার সাথে যে প্রেম করেনি তাই ভাবি...
যেমন আমার সিপিইউ, ফ্যানের সুইচ, পানির কল... হুম আমার বাসার সবগুলা কলেই খুব যত্ন করে পলিথিন মুড়িয়ে রেখেছি...
শাওয়ার অফফ করতে গিয়ে তবু প্রায়ই শিহরিত হই... Neerob কে একদিন এটা বলেছিলাম বলে সে আমাকে বলেছিল আমার "মাথায় প্রবলেম আছে"
এইটুকু ভোল্টেজে কেউ মরে বলো? শুধু শুধু ভয় পাবার কি আছে???
গ্যাসের চুলা অফ করার পর প্রায়-ই সাপের হিসিয়ে ওঠার আওয়াজ পাই... কি ভাবছেন? সত্যিই সাপ?
আরে নাহ! ওটা গ্যাস লিক হওয়ার আওয়াজ... চুলাটা ধরে একটু নাড়িয়ে দিলেই আওয়াজ অফফ হয়ে যায়...
আগে তো চুলায় আগুন দিলে গ্যাস-লাইনের চাবিতে আগুন ধরে যেতো প্রায়-ই... হে হে হে!
এখন আর এমনটা হয় না তেমন!
আর জেগে থাকলে, মাঝরাতে মানে দুইতা-তিনটার দিকে হঠাৎ করে অনেকগুলো কাক ডেকে ওঠে...
বিশ্বাস না হলে ফোন করে দেখতে পারো...
একদিন আড্ডা দিতে দিতে "Rj Sayem salek" ভয় পেয়ে ফোনের লাইন কেটে দিসিলো...
©somewhere in net ltd.